সিলেটে ঘন জঙলে ক্যাম্পিং

Sat, 31 Jan, 2026 at 02:00 pm to Sun, 01 Feb, 2026 at 11:00 am UTC+06:00

Travelers of Sylhet | Sylhet

Shofi Muhammed
Publisher/HostShofi Muhammed
\u09b8\u09bf\u09b2\u09c7\u099f\u09c7 \u0998\u09a8 \u099c\u0999\u09b2\u09c7 \u0995\u09cd\u09af\u09be\u09ae\u09cd\u09aa\u09bf\u0982
Advertisement
ট্রাভেলার্স অফ সিলেট এর সাথে এবার হবে গহীন জঙলে ক্যাম্পিং | আমরা প্রতিবছরই Travelers of Sylhet গ্রুপ থেকে ১/২ টা ক্যাম্পিং এর আয়োজন করি ,এবার ও চাইলে যে কোন বয়সের যে কেউ জয়েন করতে পারেন আমাদের সাথে। আসন মাত্র ৬৫ টা তাই আগে ভাগে আমাদের জানিয়ে রাখুন কার কয়টা সিট লাগবে ,আর বুকিং মানি দিয়ে কনফার্ম রাখবেন ।
আগামী ৩১ ডিসেম্বর আমরা রওনা হচ্ছি ক্যাম্পিং এর উদ্দেশ্যে | ঘন জঙল,শীতের রাত ,তাবু টাঙিয়ে রাত্রিযাপন, ক্যাম্পফায়ার ও সাথে বার বি কিউ |
সবাই রাতে ক্যাম্প ফায়ারের পাশে আড্ডা দিচ্ছে , কেউবা হ্যামকে শুয়ে আছে | পাশে যদি থাকে একস্টিক আর কাহন দিয়ে চলে জম্পেশ গান তাহলে তো আর কথাই নেই | এসব মনে মনে অনেকেই ইচছা পোষন করেন কিন্তু সময় সুযোগে আর করা হয়ে ওঠে না | আর আপনাদের সে সুযোগ করে দিচ্ছে ট্রাভেলার্স অফ সিলেট |
৩১ ডিসেম্বর দুপুরে আমরা রওনা দিবো ক্যাম্পিং এর উদ্দেশ্যে | দুপুরে হালকা জংগল ঘুরে আমরা তাবু ও হ্যামক টাঙানোর কাজে নেমে পড়বো |
সন্ধা ঘনিয়ে এলে শুরু হবে মূল পর্ব ,নিজেদের মধ্যে আড্ডা আর গান জমবে সারা রাতের জন্য।সাথে থাকবে গেমস ইভেন্ট
একটা কথা উল্লেখ্য যে ,
এখানে ক্যাম্পিংএর টাকাটা এখানকার বনের জন গোষ্ঠীর উদ্দেশ্যে ব্যয় হয় । আর এটা কোন পার্ক নাহ । এটা কেবল শুরু ,ধীরে ধীরে আমাদের পর্যটন এলাকা গুলোও সমৃদ্ধ হচ্ছে ।
যা যা সাথে নিবেন ঃ
# হাটার জন্য কেডস/ সু
#হালকা শীতের কাপড় , কানের টুপি , শাল বা চাদর
⛺️ক্যাম্পিং এর মুল খরচ ১৪০০/= | এই টাকার মধ্যে সকল খরচ অন্তর্ভুক্ত | এর বাইরে আর কোন খরচ নেই |
যা যা থাকছে :
# সিলেট শহরের টিলাগড় পয়েন্ট থেকে রওনা হয়ে পরেরদিন টিলাগড় পয়েন্টে ফিরে আসা পর্যন্ত যাতায়াত খরচ
# সন্ধার স্ন্যাকস উইথ ফ্রুটস
# ক্যাম্পফায়ারের খরচ
# তাবু স্লিপিং ব্যাগ এর সকল খরচ
# রাতের ডিনার (প্লেইন রাইস,চিকেন কারি ,সবজি , ডাল ,সালাদ )
# লাস্ট নাইটে বারবি কিউ
# সকালের নাস্তা (ভুনা খিচুড়ি , ডিম , সালাদ )
# ফেরার খরচ, আমরা ফিরবো সকাল ১০ টায় ,কেউ আগে ফিরতে চাইলে নিজ খরচে ফিরবেন ।
🔺 Tree activity/ zip lining করতে চাইলে নিজ খরচে করতে হবে ।
লক্ষণীয় বিষয়ঃ
* এই ট্রিপে মোটামুটি হাঁটা লাগতে পারে তবে খুবই সামান্য।
* তাবুতে শেয়ার বেসিসে থাকার ব্যাবস্থা করা হবে।
*কাপল/পরিবার পরিজন নিয়ে ও যেতে পারবেন
* অবশ্যই মেয়েদের জন্য আলাদা ব্যাবস্থা করা হবে।
*ক্যাম্পসাইটে ভালো ওয়াশরুমের ব্যাবস্থা থাকবে।
* খাবারের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ ভালোটাই দেওয়ার চেষ্টা করবো।
* 'ট্রাভেলার্স অব সিলেট' কারো কোনো ব্যক্তিগত খরচ ও ব্যক্তিগত ঔষধ বহন করবে না।
মনে রাখুন:
* কথায় আছে ভ্রমনে জ্ঞান বাড়ে। আমাদের ভ্রমন হোক আনন্দদায়ক। বাজুক নতুন সম্পর্কের জয়গান।
* কোনো ধরনের মাদকদ্রব্য গ্রহন বা বহন করা যাবে না।
* আমরা ধূমপানকে নিরুৎসাহিত করি। কেউ ধূমপান করলে অবশ্যই অধুমপায়ীদের থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখে ধূমপান করবেন।
* মনে রাখতে হবে কোনোভাবেই প্রকৃতির সৌন্দর্য্য ও ভারসাম্য নষ্ট হয় এমন কিছু আমরা করবো না।
* খাদিম চা বাগান ও বৃক্ষরাজি বেষ্টিত শান্ত প্রকৃতির এলাকা, তাই আমাদের কোনো প্রকার আচরণে যেনো ওখানকার কেউ মনক্ষুন্ন না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে।
* এটি একটি দলগত জার্নি, তাই ভ্রমনকালীন সমস্যাগুলো মেনে নেয়ার মন মানসিকতা থাকতে হবে। আর হা… কোনোভাবেই দলছুট হওয়া যাবে না।
* পরিস্থিতি বিবেচনায় ভ্রমনকালীন প্ল্যানে কোনো পরিবর্তন বা যেকোনো সমস্যার সমাধান আমরা নিজেদের মধ্যে আলোচনা করেই করবো।
কনফার্ম করার ডেডলাইন : ২২ ডিসেম্বর , তবে এতোদিন সিট থাকবে না মনে হয়। আগেই সব ফিলাপ হয়ে যাবে ।
# কনফার্ম মানেই টাকা পাঠিয়ে নিশ্চিত করা, কারো ক্ষেত্রেই মৌখিক কনফার্মেশন গ্রহণযোগ্য নয়।
# কনফার্ম মানি অফেরতযোগ্য
কনফার্ম মানি পাঠানোর জন্য
- বিকাশ নাম্বারঃ
১/ শফি - 01725 843030 (personal)

আগ্রহীগণ উক্ত তারিখের মধ্যে অফিসে এসে ১৪০০/= অথবা bkash এ ১৪১০/= টাকা পাঠিয়ে আসন কনফার্ম করে ফেলুন। টাকা পাঠানোর পর অবশ্যই কল , ম্যাসেজ অথবা ইভেন্ট পেইজে পোস্ট দিয়ে ইনফর্ম করবেন। এছাড়া অফিসে সাথে দেখা করেও কনফার্ম করতে পারেন
অফিসঃ
🏢 ট্রাভেলার্স অব সিলেট
শেখ সানাউল্লাহ জামে মসজিদ
২য় তলা জিতুমিয়ার পয়েন্ট,
শেখঘাট সিলেট।
*সবশেষে সবাইকে ইভেন্ট ডিটেইলস ভালো করে পড়ে তারপর কনফার্ম করার অনুরোধ করছি।
যেকোন ব্যাপার জানতে যোগাযোগঃ
শফি- 01725 843030
নিত্য - 01842 823030
পাপ্পু - 01886 823029
#ঘুরবেন_ই_যখন
#TOS_এর_সাথে_ঘুরুন
Advertisement

Event Venue & Nearby Stays

Travelers of Sylhet, 1st floor sheikh sanaullah jame mosjid market,Sylhet, Bangladesh

Icon
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.

Ask AI if this event suits you:

More Events in Sylhet

religious
Sun, 01 Feb at 12:00 am religious

Sylhet, Sylhet Division, Bangladesh

3RD LUDC DIVISIONAL DEBATE FEST 2025
Fri, 06 Feb at 08:00 am 3RD LUDC DIVISIONAL DEBATE FEST 2025

Leading University, Ragib Nagar, Kamal Bazar, Sylhet, Bangladesh

T20 World Cup 2026
Sat, 07 Feb at 08:00 pm T20 World Cup 2026

Sylhet, Sylhet Division, Bangladesh

iPhone 12 Giveaway
Mon, 09 Feb at 10:10 am iPhone 12 Giveaway

Moulvibazar Sadar Upazila

\u09ab\u09be\u09a8\u09bf \u09ad\u09bf\u09a1\u09bf\u0993
Sat, 14 Feb at 12:00 am ফানি ভিডিও

chunarughat Madhppur highway, Chunarughat Bazar, Sylhet Division, Bangladesh

Sylhet is Happening!

Never miss your favorite happenings again!

Explore Sylhet Events