Advertisement
"যেদিকে তাকাই উড়ছে ঘুড়ি আকাশ জুড়ে পসরা লাল হলুদ নীল সাদা কালো ঘুড়িদের আজ রঙ মিছিল,
নিচে সুতোয় বাঁধা তরতাজা এক সবুজ প্রাণের দঙ্গল,
সারা আকাশ যে আজ ছেয়ে গেছে রঙ বেরঙ্গি ছররায়।"
পুরান ঢাকার ঐতিহ্যবাহী সাকরাইন উৎসবকে উদযাপন করতে ভিন্নমাত্রার বর্ণাঢ্য আয়োজনে আগামী ৩০ পৌষ ১৪৩১, মঙ্গলবার (১৪ জানুয়ারি, ২০২৫) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ২য় বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ ঢাকা জেলা ছাত্রকল্যাণ পরিষদ (ডুসাড) "ঘুড়ি উৎসব ১৪৩১"।
দিনব্যাপী এই আয়োজনে থাকবে ঘুড়ি উড্ডয়ন, পৌষমেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিস্তারিত আসছে…
Advertisement
Event Venue & Nearby Stays
কেন্দ্রীয় খেলার মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয়, Sonali Bank, ঢাকা, বাংলাদেশ,Dhaka, Bangladesh