সিজনের প্রথম ইকোনমি সেইন্টমার্টিন ট্যুরে টিম- নবদল ট্রাভেলার্স

Fri, 12 Dec, 2025 at 07:00 pm to Tue, 16 Dec, 2025 at 06:00 am UTC+06:00

সেইন্টমার্টিন | Chittagong

\u09b8\u09bf\u099c\u09a8\u09c7\u09b0 \u09aa\u09cd\u09b0\u09a5\u09ae \u0987\u0995\u09cb\u09a8\u09ae\u09bf \u09b8\u09c7\u0987\u09a8\u09cd\u099f\u09ae\u09be\u09b0\u09cd\u099f\u09bf\u09a8 \u099f\u09cd\u09af\u09c1\u09b0\u09c7 \u099f\u09bf\u09ae- \u09a8\u09ac\u09a6\u09b2 \u099f\u09cd\u09b0\u09be\u09ad\u09c7\u09b2\u09be\u09b0\u09cd\u09b8
Advertisement

এটি নবদল ট্রাভেলার্স এর অফিশিয়াল ট্রিপ। এই ট্রিপে ছেলে/মেয়ে বা পরিবার নিয়ে যে কেউই যেতে পারবেন।সেইন্টমার্টিনের এই ট্যুরটি পুরোপুরি ইকোনমি প্যাকেজে হবে। বাজেট ইস্যু না থাকলে আর প্রিমিয়াম সার্ভিস চাইলে আমাদের প্রিমিয়াম প্যাকেজে যেতে পারবেন।
পেইজ লিংক: https://www.facebook.com/nobodoltravellers
গ্রুপ লিংক: https://www.facebook.com/share/g/1BUqSvCpNQ/?mibextid=wwXIfr
বিস্তারিত পড়ে ভালো লাগলে Going বাটনে ক্লিক করুন। শিউর না হলে Interested বাটনে ক্লিক করলেই এই ট্যুরেওর আপডেট পেয়ে যাবেন। 🫰
********************************
সেন্ট মার্টিন দ্বীপ হলো বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত একটি প্রবালদ্বীপ (মাত্র ৮ বর্গকিলোমিটার)। এটি কক্সবাজার জেলারটেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে ও মিয়ানমারের উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। এটি নারিকেল জিঞ্জিরা, নারকেল জিঞ্জিরা, জিঞ্জিরা, জাজিরা, দারুচিনি দ্বীপবা দেরদিউসা দ্বীপ নামেও পরিচিত। প্রচুর নারিকেলপাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরাবলা হয়ে থাকে। বাংলাদেশের সমুদ্রপ্রেমীদের কাছে এটি ব্যাপক পরিচিত একটি নাম। বিখ্যাত লেখক, কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দারুচিনি দ্বীপ নামের পূর্ণদৈর্ঘ্য ছায়াছবির মাধ্যমে এই দ্বীপটির পরিচিতি আরো বেড়ে যায়।
### 🗓 যাত্রার সময়সূচি:
**রওনা:** ১২ ডিসেম্বর ২০২৫(রাতের বাসে ঢাকা থেকে)
**ফেরা:** ১৬ ডিসেম্বর ২০২৫ (ভোরে ঢাকায় পৌঁছানো ইনশাআল্লাহ)
**সময়কাল:** ০৪ রাত, ৩ দিন (আসা-যাওয়া সহ)

ইভেন্ট ফিঃ ৯৫০০ টাকা মাত্র জনপ্রতি( এক রুমে ৪জন শেয়ার )
কাপলঃ ২জনের ২১,০০০/- টাকা ( দুইজনের জন্য আলাদা রুম)
এই টাকায় যা যা থাকছেঃ
* ঢাকা-কক্সবাজার-ঢাকা নন এসি চেয়ার কোচ বাসে যাওয়া আসা
*কক্সবাজার - সেন্টমার্টিন -কক্সবাজার শিপে যাওয়া আসা
* সেন্টমার্টিনে ২ রাত রিসোর্টে থাকা।
* ৩ দিনে ৮ বেলা খাবার
* কক্সবাজার থেকে শিপ ঘাটে যাওয়া আসা লোকাল ট্রান্সপোর্ট
* অভিজ্ঞ গাইডেন্স
এই টাকায় যা যা থাকছে না :
১ - যাত্রা বিরতিতে খাবার
২ - আসার দিন রাতের খাবার
৩ - ব্যাক্তিগত যেকোন খরচ
৪ - খাবার মেন্যু উল্লেখ্য নাই এমন কোন খরচ
৫ - সেন্ট মার্টিন জেটি ঘাট থেকে রিসোর্ট যাওয়া আসা

১২ ডিসেম্বর:রাতে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা।
**১৩ ডিসেম্বর:ভোরে কক্সবাজার পৌঁছে নাস্তা শেষে নুনিয়াছড়া থেকে শীপে সেন্টমার্টিন যাত্রা। দুপুরে দ্বীপে পৌঁছে রিসোর্টে চেক-ইন ও লাঞ্চ। বিকেলে সাগরের নীল জলে ঝাঁপাঝাঁপি, সন্ধ্যায় সূর্যাস্ত আর রাতে ডিনার।
**১৪ ডিসেম্বর: সকালে ছেঁড়া দ্বীপ ভ্রমণ, দুপুরে ফিরে খাবার ও বিকেলে ফটোশুট সেশন। রাতে থাকবে বিশেষ ডিনার।
**১৫ ডিসেম্বর: অলস সকাল, সমুদ্রের পাড়ে হেঁটে বেড়ানো ও দুপুরের খাবারের পর ফেরার প্রস্তুতি।
**১৬ ডিসেম্বর:সকালে ঢাকা পৌঁছানো।
এটি একটি গ্রুপ ট্যুর তাই সবাই মিলেমিশেই এঞ্জয় করব তবে এই পুরো ট্রিপে কেউ চাইলে পার্সোনালি নিজের মতও ঘুরতে পারবেন ,শুধু গ্রুপ অ্যাক্টিভিটিজের সময় সাথে থাকতে হবে।
### 🧾 বুকিং প্রক্রিয়া:
**বুকিং মানি (৳৪,৫৯০) নিচের যেকোনো মাধ্যমে পাঠিয়ে ফর্মটি পূরণ করুন —
নাঈম: বিকাশ / নগদ: 01755995859


📞 টাকা পাঠানোর আগে ও পরে অবশ্যই যোগাযোগ করুন।
যে কোন প্রয়োজন এ
01755995859
Advertisement

Event Venue & Nearby Stays

সেইন্টমার্টিন, Senbag, Chittagong, Bangladesh

Icon
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.

Ask AI if this event suits you:

More Events in Chittagong

A.R Trading MSDO Eco Miles 7.5 K Run 2k25
Fri, 12 Dec at 06:00 am A.R Trading MSDO Eco Miles 7.5 K Run 2k25

কাঞ্চনা, সাতকানিয়া

FnF Bike Friday 536 - \u0995\u09be\u09aa\u09cd\u09a4\u09be\u0987 \u0995\u09b0\u09cd\u09a8\u09ab\u09c2\u09b2\u09bf \u0995\u09b2\u09c7\u099c \u09b2\u09c7\u0995 \u09ad\u09bf\u0989 \u09aa\u09df\u09c7\u09a8\u09cd\u099f
Fri, 12 Dec at 06:45 am FnF Bike Friday 536 - কাপ্তাই কর্নফূলি কলেজ লেক ভিউ পয়েন্ট

Lichubagan Main Road, রাঙ্গুনিয়া, বাংলাদেশ

Sound of Silence
Fri, 12 Dec at 02:30 pm Sound of Silence

At Jarultwala, Arts Faculty ,chittagong University

\u09b8\u09bf\u099c\u09a8\u09c7\u09b0 \u09aa\u09cd\u09b0\u09a5\u09ae \u0987\u0995\u09cb\u09a8\u09ae\u09bf \u09b8\u09c7\u0987\u09a8\u09cd\u099f\u09ae\u09be\u09b0\u09cd\u099f\u09bf\u09a8 \u099f\u09cd\u09af\u09c1\u09b0\u09c7 \u099f\u09bf\u09ae- The Tour Bees\ud83d\udc1d(\u09e7)
Fri, 12 Dec at 11:00 pm সিজনের প্রথম ইকোনমি সেইন্টমার্টিন ট্যুরে টিম- The Tour Bees🐝(১)

Saintmartin Island - সেন্টমার্টিন দ্বীপ

picture channel
Fri, 12 Dec at 11:40 pm picture channel

নোয়াখালী - Noakhali

P2P ActivePulse Chattogram Marathon 2025
Sat, 13 Dec at 05:00 am P2P ActivePulse Chattogram Marathon 2025

Patenga Sea-Beach

Vertical Thrills 4.0 | WildernessBD
Sat, 13 Dec at 06:30 am Vertical Thrills 4.0 | WildernessBD

Crb Chattogram

Open Day || Chattogram || Bloomsbury Institute London
Sat, 13 Dec at 11:00 am Open Day || Chattogram || Bloomsbury Institute London

Shabuj Global Education Chattogram, R I Tower (level 3), 23/A MM Ali Road, Golpahar Mor, Chattogram 4225

Chittagong is Happening!

Never miss your favorite happenings again!

Explore Chittagong Events