Advertisement
শীতের আমেজে পিঠা উৎসব ( ২৩ জানুয়ারি ২৬ ইং ) ✅ যাত্রা শুরু :- চট্টগ্রাম থেকে, ২৩ জানুয়ারি ২৬ ইং শুক্রবার দুপুর ২ টায় একে খান মোড় থেকে এবং ঢাকা থেকে ২৩ জানুয়ারি সকাল ৯ টায় সায়েদাবাদ থেকে রওয়ানা।
✅ যাত্রা শেষ :- ২৩ জানুয়ারি সন্ধ্যা ৭ টায় বাড়বকুণ্ড সী বীচে।
হ্যালো প্রিয় ভবঘুরের দল বাসী!
শীতের মৌসুম তো চলে এসেছে 🥮
শীত মানেই পিঠা 😋
আর এই শীতের ভরা মৌসুমে পিঠা উৎসব হবে না তা কি করে হয়!? তাই আমাদের সব শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আমরা #ভবঘুরের_দল পিঠা উৎসবের ছোট্ট একটা আয়োজন করতে যাচ্ছি... সাগর পাড়ে পিঠা উৎসব সাথে খেজুরের রস তো থাকছেই এবং নানান রকমের পিঠা।
🔹 ভ্যেনু- বাড়বকুণ্ড সী বীচ।
💰ইভেন্ট ফি-
৪০০/- টাকা ( জনপ্রতি ) চট্টগ্রাম থেকে।
১,৫০০/- টাকা ( জনপ্রতি ) ঢাকা থেকে।
✅প্যাকেজে যা যা থাকবে:-
☑️ চট্টগ্রাম একে খান থেকে যাওয়া আসা বাস ভাড়া ( নন এসি )
☑️ ঢাকা সায়েদাবাদ থেকে আসা-যাওয়ার বাস ভাড়া ( নন এসি )
☑️ লোকাল ট্রান্সপোর্ট
☑️ ৬/৭ আইটেম এর পিঠা
☑️ খেজুরের রস
☑️ সন্ধ্যার হাল্কা চা নাস্তা
☑️ আকর্ষণীয় লটারি
☑️ হ্যামক ও তাবুতে ছবি তোলার সুব্যবস্থা।
💰 বুকিং কনফার্মেশন সিস্টেম :-
✅ বিকাশ/ নগদ, পার্সোনাল নাম্বার- 01882802809
✅ রকেট, পার্সোনাল নাম্বার- 01882802809+3
💰বুকিং মানি :-
৪১০/- টাকা ( চট্টগ্রাম থেকে )
১,০২০/- টাকা ( ঢাকা থেকে )
👉 আমাদের অফিসিয়াল গ্রুপ লিংক:- https://www.facebook.com/share/g/1DD2A8XcmY/
👉 আমাদের অফিসিয়াল পেইজ লিংক:-
https://www.facebook.com/share/19nN3oUoLg/
🔴 বিঃদ্রঃ - ভবঘুরের দল কর্তৃপক্ষ যে কোনো প্রাকৃতিক দূর্যোগ, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে, ট্যুরের ডেট, ট্যুরের প্ল্যান বা নিয়মকানুনে পরিবর্তন ও সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করে এবং পরিস্থিতি অনুযায়ী সবাইকে তা মেনে নিতে হবে।
✅ বুকিং কিংবা যে কোনো প্রয়োজন সরাসরি যোগাযোগ করুন-
★ 01882802809 ( কাশেম )
★ 01935-136084 ( মামুন )
★ 01880805027 ( সুজন )
★ 01890805949 ( আবিদ )
হ্যাপি ট্রাভেলিং ভবঘুরের দল। ❣️
Advertisement
Event Venue & Nearby Stays
বারবকুন্ড সী বীচ, সীতাকুন্ড, বারবকুন্ড,Jahanabad, Chittagong, Bangladesh
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.











