Advertisement
🎉 আই.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ — শতবর্ষের গৌরব, ভালোবাসা ও একতার উৎসব! 🎉প্রিয় সম্মানিত আইইটিয়ান ভাইয়েরা,
একশো বছরের গৌরব, স্মৃতি আর ভালোবাসায় ভরা আমাদের প্রিয় আই.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ আজ শতবর্ষ উদযাপনের দোরগোড়ায়! 💫
এটি শুধু একটি অনুষ্ঠান নয় — এটি আমাদের শৈশবের হাসি, বন্ধুত্বের গল্প, শিক্ষকদের মমতা আর সেই পুরনো বেঞ্চ ও মাঠের স্মৃতিতে ফিরে যাওয়ার এক অনন্য দিন। ❤️
চলুন, আমরা সবাই আবার এক হই —
একসাথে হাসি, গল্প করি, পুরনো দিনের স্মৃতি ঝালাই করি,
আর গড়ে তুলি নতুন প্রজন্মের জন্য এক উজ্জ্বল ইতিহাস। 🌿
📅 রেজিস্ট্রেশন সময়সীমা বর্ধিত করা হয়েছে:
👉 ১৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত (এটাই চূড়ান্ত তারিখ — এর পর আর সময় বাড়ানো হবে না)
💰 রেজিস্ট্রেশন ফি: ১৫০০ টাকা
আপনার অংশগ্রহণেই শতবর্ষ উদযাপন হবে আরও বর্ণিল, আরও স্মরণীয়।
এই আয়োজন কেবল একটি মিলনমেলা নয় — এটি আমাদের গর্বের ইতিহাসে নিজের নাম লেখানোর সুযোগ।
তাই আর দেরি নয় ভাইয়েরা,
সিনিয়র-জুনিয়র নির্বিশেষে সবাইকে আহ্বান জানাই —
চলুন, আমরা সবাই মিলে লিখি আই.ই.টি-র শতবর্ষের নতুন অধ্যায়।
💙💛
একদিন • এক পরিবার • এক গর্ব – আই.ই.টিয়ান চিরন্তন!
#IETCentenary #IETiansUnite #100YearsOfIET #ProudIETian #Narayanganj #IETFamily #IETReunion #OldIsGold #OneFamilyOnePride
Advertisement
Event Venue & Nearby Stays
I.E.T Government High School, Narayanganj, ওরো ডেন্টাল কোচিং, Hajiganj-Khizirpur Road, নারায়ণগঞ্জ, বাংলাদেশ, Dhaka, Bangladesh
Tickets

Concerts, fests, parties, meetups - all the happenings, one place.