রংধনুর সাথে পালংখিয়াং ও থানকোয়াইন ঝর্ণা বিলাস।

Thu, 20 Nov, 2025 at 10:00 pm to Mon, 24 Nov, 2025 at 06:00 am UTC+06:00

সায়দাবাদ বাস টার্মিনাল | Dhaka

\u09b0\u0982\u09a7\u09a8\u09c1\u09b0 \u09b8\u09be\u09a5\u09c7 \u09aa\u09be\u09b2\u0982\u0996\u09bf\u09df\u09be\u0982 \u0993 \u09a5\u09be\u09a8\u0995\u09cb\u09df\u09be\u0987\u09a8 \u099d\u09b0\u09cd\u09a3\u09be \u09ac\u09bf\u09b2\u09be\u09b8\u0964
Advertisement
রংধনুর সাথে পালংখিয়াং ও থানকোয়াইন ঝর্ণা বিলাস।
পালং খিয়াং (Palong Khiyang) ঝর্ণাটি বান্দরবন জেলার আলীকদম উপজেলায় অবস্থিত। তবে দুর্গমতার কারণে খুব বেশী পর্যটক সেখানে পৌঁছাতে পারে নি। তৈনখালের পাথুরে রাস্তা দিয়ে, কখনো-বা উঁচু পাহাড় ডিঙ্গিয়ে পালং খিয়াং ঝর্ণায় যেতে হয়। তবে ঝর্ণায় যাওয়ার পথে টোয়াইন খালের যে নৈসর্গিক রূপ তাও পর্যটকগণের নিকট আকষর্ণের কেন্দ্রবিন্দু।
তৈনখালের বাঁকে বাঁকে নাতিদীর্ঘ পাহাড় চূঁড়ায় মুরুং, ত্রিপুরা, মার্মাদের খড়েছাওয়া ঘর, ছয়াভরা শান্ত গ্রাম্য পথ, ক্ষুদ্র ক্ষুদ্র ঝিরি-ঝর্ণা, পরিচিত পাখির কাকলী- এসব যেন মর্তের পৃথিবীতে এক স্বপ্নরাজ্য! শহুরে রঙিন জনপদ এর চেয়ে কোন অংশে মূল্যবান নয়। পালং খিয়াং এর রূপ দেখতে যাওয়ার আগে পাড়ি দিতে হয় তৈনখালের পাথুরে দীর্ঘপথ। বড় চমৎকার এ পথ, যেন পরীর রাজ্য। তৈনখাল খরস্রোতা মাতামুহুরীর একটি উপনদী।
এ খালের দু’পাশজুড়ে ঘন অরণ্যের লতাবিতানে সারা বছরজুড়েই থাকে বন্যপুষ্পের মেলা। খালের দুইপাশেই কিছুদুর পরপর ছোটখাট ঝর্ণাধারা বয়ে চলেছে। শোনা যায় গাছের ডালে ডালে নানা রঙের পাখির কিচির মিছির শব্দ। কিন্তু সব শব্দকে ছাড়িয়ে নিজের অস্তিত্বকে তিনটি পানি স্রোতের কুলুকুল ধ্বনীতে জানান দিচ্ছে পালং খিয়াং ঝর্ণা। এ বুনো ঝর্ণার প্রকৃতিক রূপে যেকোন পর্যটক মুগ্ধ হন।

- এই ট্যুরে আমরা দুইটা রাতই কাটাবো ঝর্নার পাশের জুমঘরে।

যেসব জায়গায় যাবো-
-থানকোয়াইন ঝর্ণা
-পালংখ্যিয়ং ঝর্ণা
-জামরুম (সময় সাপেক্ষ্যে)
-লাদমেরাগ (সময় সাপেক্ষ্যে)
-ক্রাতং (সময় সাপেক্ষ্যে)
-তৈন খাল
-দুসরী বাজার
-হাজিরাম পাড়া
২০ নভেম্বর ২০২৫(বৃহস্পতিবার রাতে রওনা) ২১ তারিখ ও ২২ তারিখ থাকবো ঝর্নার পাশে ২টি জুমঘরে ২৩ তারিখ রাতে রওনা দিয়ে ২৪ তারিখ সোমবার সকালে ঢাকা।

ইভেন্ট ফি- ৬৫০০টাকা জনপ্রতি
বুকিং-৩০০০টাকা
বিস্তারিত ও বুকিং-01623722982

সম্ভাব্য প্লান-
২০ নভেম্বর ২০২৫(বৃহস্পতিবার রাতে রওনা)
ঢাকা থেকে রাতের বাসে আলিকদম

২১ নভেম্বর ২০২৫
সকালে আলিকদম নেমে আমতলী ঘাট থেকে বোটে করে দুসরী গিয়ে শুরু হবে ট্রেকিং ২ঘন্টা ট্রেকিং করে পৌছে যাবো থানকোয়ান ঝর্না এখানে জুমঘরে রাত্রি যাপন। অথবা প্রথম দিন আরো ২/৩ঘন্টা বেশি ট্রেকিং করে পালংখিয়াং।

২২ নভেম্বর ২০২৫(শনিবার )
খুব সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে কিছুসময় কাটিয়ে রওনা দিবো পালংখিয়াং এর উদ্দেশ্য আজ ট্রেকিং প্রায় ৩ঘন্টা পালংখিয়াং পৌছে ঝর্ণার পাশে জুমঘরে রাত্রি যাপন

২৩ নভেম্বর ২০২৫(রবিবার )
সকালে ঘুম থেকে উঠে আশাপাশে সময় হলে ২/১ঝর্না দেখে আলিকদম এর উদ্দেশ্য রওনা দিয়ে রাতে বাসে ঢাকার উদ্দেশ্য রওনা ২৪ নভেম্বর ( সোমবার ) সকালে ঢাকায় থাকবো।

প্রতিদিন সকাল ও রাতের খাবার থাকবে দুপুরে ট্রেকিং এ খাবার থাকবে না।

যা যা সাথে নিবেন-
-খুব হালকা ২টি টি-শার্ট, ২টি প্যান্ট
-মোজা ও ট্রেকিং জুতা
-পাওয়ার ব্যাংক
-সানগ্লাস
-ত্বক সচেতন হলে সানস্ক্রিন
-ওডমস

যা যা মেনে চলতে হবে-
-পাহাড়ি এলাকা খাবারের সাথে নিজেকে মানিয়ে নিতে হবে, এখানে ভালোমানের খাবার পাবেন না।
-ভালো ওয়াশরুম পাবেন না, নিজেকে মানিয়ে নিতে হবে।
-দলের গাইড এর কথা মেনে চলতে হবে।

বিকাশ মার্চেন্ট পেমেন্টঃ 01623722982
নগদ মার্চেন্ট পেমেন্টঃ 01623722982
রকেট পারসোনালঃ 016840239578

ব্যাংক একাউন্টঃ Md. Isteak Nishad
Eastern Bank Limited
Mogbazar Branch
Account Number: 1171440160899

রংধনুর গ্রুপ লিংকঃ http://facebook.com/groups/rtf.info
রংধনুর পেজ লিংকঃ http://facebook.com/rtf.info
রংধনু ইমেলঃ [email protected]
রংধনুর অফিসঃ ২৫৯/১/এ বারেকমোল্লা মোড়, ৬০ফিট, মিরপুর-২

রংধনুর বিশেষত্বঃ-
-রংধনুর সাথে ভ্রমণে সকলের নিরাপত্তা নিশ্চিত করে থাকে।
-রংধনু প্যাকেজে যা উল্লেখ করে তাই দিয়ে থাকে।
-রংধনুর কোন হিডেন খরচ নেই।
-রংধনু নারীর নিরাপত্তা নিয়ে সর্বদা সতর্ক থাকে।
-রংধনু বিশ্বাস করে তার সাথে যারা একবার ট্যুরে যাবে তারা বারবার যেতে চাইবে।

শর্তাবলিঃ-

-কোন কারনে ট্যুরে যেতে না পারলে ৭২ ঘন্টার মধ্যে জানালে পারলে বুকিং এর টাকা অবশ্যই রিফান্ড পাবেন।

-ট্যুরে একদিন বা দুইদিন আগে যদি ট্যুর ক্যান্সেল করেন সে ক্ষেত্রে যদি আপনার বিকল্প লোক পাওয়া যায় তাহলে বুকিং রিফান্ড হবে, অন্যথায় বুকিং টাকা দেওয়া হবে না।

-প্রাকৃতিক দুর্যোগ বা যে কোন কারনে রংধনু কর্তৃপক্ষ টুর ক্যান্সেল করলে আপনাকে অবশ্যই 72 থেকে 24 ঘন্টার মধ্যে অবহিত করবে এবং বুকিং এর টাকা রিফান্ড করে দিবে।

-মাদক সেবন বহন ও গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ, এ ব্যাপারে রংধন আপনাকে কোন সহযোগিতা করবে না, এবং এ ব্যাপারে আপনার বিরুদ্ধে যে কোন ব্যবস্থা নিতে পারবে।

-দুর্ঘটনা কখনো বললে পড়ে আসে না, এরকম কোন কিছু হলে সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে সমাধান করা হবে।
Advertisement

Event Venue & Nearby Stays

সায়দাবাদ বাস টার্মিনাল, হোমনা কাউন্টার,Dhaka, Bangladesh

Icon
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.

Ask AI if this event suits you:

More Events in Dhaka

185th anniversary of Dhaka College
Thu, 20 Nov at 12:00 pm 185th anniversary of Dhaka College

Dhaka College Campus, Dhaka.

International Seminar on Food & Agro Business development, Innovation, Food Safety GMP Compliance
Thu, 20 Nov at 02:00 pm International Seminar on Food & Agro Business development, Innovation, Food Safety GMP Compliance

International Convention City Bashundhara - ICCB

\u09ae\u09be\u0993\u09df\u09be\u09df \u0987\u09b2\u09bf\u09b6 \u09ad\u09cb\u099c\u09a8 \u099f\u09cd\u09af\u09c1\u09b0 \u09ec\u09eb\u09e6 \u099f\u09be\u0995\u09be\u09df
Thu, 20 Nov at 03:00 pm মাওয়ায় ইলিশ ভোজন ট্যুর ৬৫০ টাকায়

মাওয়া ঘাট,পদ্মানদী

SBLS Edge of heaven Grand tour-09
Thu, 20 Nov at 06:00 pm SBLS Edge of heaven Grand tour-09

Gabtoli Bus Terminal, Dhaka

Adroit Study Tour 2025
Thu, 20 Nov at 08:00 pm Adroit Study Tour 2025

6/3, Block-A, Lalmatia,(Opposite of Lalmatia Wasa & Near to Lalmatia Aarong), Dhaka, Dhaka Division, Bangladesh

GAZIPUR - BANDARBAN - GAZIPUR
Thu, 20 Nov at 08:30 pm GAZIPUR - BANDARBAN - GAZIPUR

Gazipur, Dhaka Division, Bangladesh

World Children's Day 2025 Celebration organized by SchooL of Ghashful x  Sohochor
Fri, 21 Nov at 12:00 am World Children's Day 2025 Celebration organized by SchooL of Ghashful x Sohochor

TSC, Dhaka university, Bangladesh.

Winter Welcome Camp Retreat
Fri, 21 Nov at 04:00 am Winter Welcome Camp Retreat

Meghdubi, Pubail, Gazipur

Chuti Bay Inspiring Bangladesh Half Marathon 2025 Powered by Sprint
Fri, 21 Nov at 05:00 am Chuti Bay Inspiring Bangladesh Half Marathon 2025 Powered by Sprint

Hatirjheel Amphitheatre - হাতিরঝিল এম্ফি থিয়েটার

Wander Walk to Old Dhaka
Fri, 21 Nov at 08:00 am Wander Walk to Old Dhaka

Puran Dhaka

Dhaka is Happening!

Never miss your favorite happenings again!

Explore Dhaka Events