Advertisement
শীত মানেই এক অন্যরকম আবহ বাংলার চারদিকে। কুয়াশা মোড়া ভোরে গাছ থেকে খেজুরের রস সংগ্রহ, সেই রস জ্বাল দিয়ে তৈরি হয় গুড়; ঢেঁকিতে চাল গুড়ো করে তার সাথে গুড়, নারকেল আরো কত কী দিয়ে ঘরের বড় ছোট সবাই মিলে চলে পিঠা বানানোর আয়োজন। তার সাথে ভেসে আসে কত গীতের সুর, চলে আগুন পোহানো, আর কত শত আনন্দ আড্ডার কলতান! আদিম বাংলার এই নিখাদ আনন্দ হারিয়ে যায় রাজধানীর ইটপাথরের খোলসে বন্দী হয়ে। কিন্তু মন তো ছুটে যেতে চায় সেই মমতা ঘেরা পৌষ পার্বণের পালায়। আর তাই এই ব্যস্ত শহরে বাঙালির সেই আদি অকৃত্রিম শীতের আমেজকে ধরে রাখার চেষ্টায় প্রথমবারের মতো মিরা তার আঙিনায় আয়োজন করছে পিঠা উৎসবের।
উৎসবে নানান রকম পিঠার পাশাপাশি থাকছে যশোরের জিরান খেজুরের রস, গুড়, থাকছে বিশেষ আকর্ষণ হাঁসের মাংস সহ অনেক লোভনীয় সব খাবার। সেই সাথে থাকছে দেশীয় পণ্য কেনাকাটার সুযোগ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আরো মজার সব এক্টিভিটি। পরিবার কিংবা বন্ধুদের সাথে তাই সুন্দর কিছু মুহুর্ত কাটাতে সদলবলে চলে আসুন মিরা-র আঙিনায়। ❤️
তারিখ: ১৭ ও ১৮ জানুয়ারি ২০২৫
স্থান: ১৬৭/এ (চতুর্থ তলা), গ্রীনরোড, ঢাকা-১২০৫
সময়: দুপুর ০৩.০০টা থেকে রাত ৯.০০টা পর্যন্ত
ইভেন্ট পার্টনার
মিরা ফুড, আহরোণ, সুলভ মার্ট
মিডিয়া পার্টনার
বার্তা২৪.নেট
জাগরণীয়া.কম
Advertisement
Event Venue & Nearby Stays
House no. 167/A, 3rd Floor, Green Road, 1205 Dhaka, Bangladesh, আল ফরিদ সুপার মার্কেট, Green Road, ঢাকা, বাংলাদেশ,Dhaka, Bangladesh