Advertisement
আসসালামু আলাইকুম। আগামী ১৬/১৭/১৮ ই জানুয়ারি আমাদের সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হবে ৪র্থ মেলা। মেলায় থাকবে লাইভ মিউজিকের ব্যবস্থা।
কনসার্টের টিকিট সংগ্রহের জন্য যোগাযোগ করুন।
মেলায় ফুড স্টল ছাড়া যেকোন পণ্যের স্টল দিতে যোগাযোগ করুন ০১৮৭৯৯৯৫৫৫২ এই নম্বরে।
মেলায় স্টল থাকবে ১৫ টি।
শেষ হয়ে যাওয়ার আগে বুকিং দিন।
ফুল পেমেন্ট করে চুক্তি স্বাক্ষর করে মেলায় অংশগ্রহণ করতে হবে।
কোনরকম ডিসকাউন্ট চাইলে তাকে স্টল দেয়া হবেনা। তাই যিনি ফুল পেমেন্ট করতে পারবেন এবং শর্ত মানতে পারবেন তারাই যোগাযোগ করবেন।
ধন্যবাদ।
Advertisement
Event Venue & Nearby Stays
Moghbazar, Bfc Moghbazar, নিউইস্কাটন রোড, ঢাকা, বাংলাদেশ,Dhaka, Bangladesh