Advertisement
"বিতর্কে উদ্ভাসিত হোক যুক্তির শিখাকণ্ঠে ধ্বনিত হোক নারী মুক্তির রেখা।"
নারী, যাকে একসময় শুধু রূপকথার বন্দি রাজকন্যা হিসেবে কল্পনা করা হতো, আজ সেই নারীই হয়ে উঠেছে সাহস, সংগ্রাম, এবং সাফল্যের প্রতীক। ছোটবেলায় আমরা গল্প শুনেছি স্নো হোয়াইট, সিন্ডারেলা, কিংবা রাপুনজেলের, যাদের জীবনের লক্ষ্য ছিল কারো সাহায্য পেয়ে মুক্তি পাওয়া। কিন্তু বাস্তবের পৃথিবী দেখিয়েছে, নারীরা নিজেদের মুক্তির পথ নিজেরাই গড়ে নেয়। নারীরা নিজের হাতে গড়ে নিয়েছে নিজের ভাগ্য, ভেঙেছে শৃঙ্খল, আর হয়ে উঠেছে মুক্তির প্রতীক।
শামসুন নাহার হল ডিবেটিং ক্লাবের এবারের আয়োজন সেই সাহসী নারীদের প্রতিই শ্রদ্ধাশীল নিবেদন। আগামী ১ ও ২ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে "বিতার্কিক অনুসন্ধান ও অন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা-২০২৫" আয়োজন করতে যাচ্ছে শামসুন নাহার হল ডিবেটিং ক্লাব। নবীন বিতার্কিকদের বিতর্ক চর্চায় আরও আগ্রহী করে গড়ে তুলতে, যুক্তির বুনন ও মননশীলতাকে পরিশীলিত করতে এক ঝাঁক নবীন বিতার্কিকদের জন্যই আমাদের এই আয়োজন।
শামসুন নাহার হলের আবাসিক এবং অনাবাসিক ২০২৩-২৪, ২০২২-২৩, ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করতে পারবেন। উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আগ্রহী শিক্ষার্থীদের গুগল ফর্মের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
সকল অনাবাসিক শিক্ষার্থীদের অনাবাসিক হল কার্ড হল গেটে প্রদর্শন করার মাধ্যমে হলে প্রবেশ করতে হবে।
রেজিস্ট্রেশন লিংক: https://docs.google.com/forms/d/e/1FAIpQLScs64VbsXZHYVNxhmCNbiaKRBGWAmEWxwhrswBSAaRm28o9ww/viewform?usp=preview
রেজিস্ট্রেশনের শেষ দিন: ২৮ জানুয়ারি, ২০২৫
সময়সূচি:
৩০ জানুয়ারি, ২০২৫-
প্রাথমিক বাছাই পর্ব,
সকল রেজিস্ট্রেশনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তৃতা প্রতিযোগিতার মাধ্যমে ২৪ জন প্রতিযোগী মূল বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে।
১ ফেব্রুয়ারি, ২০২৫-
বিতর্ক শুরু সকাল ৯:০০ টায়,
ট্যাব রাউন্ড ও সেমিফাইনাল বিতর্ক।
২ ফেব্রুয়ারি, ২০২৫-
ফাইনাল বিতর্ক এবং
পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।
প্রয়োজনে-
নুসরাত জাহান শামামা
সভাপতি
শামসুন নাহার হল ডিবেটিং ক্লাব
০১৬২৬৯০৯২৭১
হামিদা আক্তার নিসা
সাধারণ সম্পাদক
শামসুন নাহার হল ডিবেটিং ক্লাব
০১৭১৮৭১৬০৭৭
Advertisement
Event Venue & Nearby Stays
Shamsunnahar Hall, Dhaka University, Dhaka, Bangladesh