৬ষ্ঠ আন্তঃধর্মীয় সম্প্রীতি বিতর্ক উৎসব ২০২৫

Sun, 02 Feb, 2025 at 08:00 am to Tue, 04 Feb, 2025 at 06:00 pm UTC+06:00

টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০ | Dhaka

World Religions Debating Club
Publisher/HostWorld Religions Debating Club
\u09ec\u09b7\u09cd\u09a0 \u0986\u09a8\u09cd\u09a4\u0983\u09a7\u09b0\u09cd\u09ae\u09c0\u09df \u09b8\u09ae\u09cd\u09aa\u09cd\u09b0\u09c0\u09a4\u09bf \u09ac\u09bf\u09a4\u09b0\u09cd\u0995 \u0989\u09ce\u09b8\u09ac \u09e8\u09e6\u09e8\u09eb
Advertisement
“যুক্তির স্রোতে
জেগেছে বিশ্বাসের বালুচর,
জাগো বাহে কোনঠে সবায়!”
নদীর বয়ে চলা ধ্বনি জীবনের গল্প বলে, আর ধর্মীয় মূল্যবোধের ছোঁয়ায় সেই গল্প পায় নতুন দিশা। সভ্যতার আদি যুগ থেকে নদী কেবল ভূগোল নয়; এটি জীবন, সংস্কৃতি এবং ধর্মের প্রবাহমান প্রতীক। জাতিসংঘ ঘোষিত আন্তঃধর্মীয় সম্প্রীতি সপ্তাহের উপলক্ষে এই চিরন্তন সম্পর্ককে নতুন আলোয় দেখার প্রয়াসে আয়োজিত হতে যাচ্ছে “৬ষ্ঠ আন্তঃধর্মীয় সম্প্রীতি বিতর্ক উৎসব ২০২৫”।
নদী জীবনের ধারাকে বহমান রাখে, আর ধর্ম জীবনকে শৃঙ্খলিত করে নৈতিকতা ও দায়িত্ববোধে। সভ্যতার ইতিহাসে যেমন নদী মানবজীবনের অবিচ্ছেদ্য অংশ, তেমনি ধর্মীয় আচার-অনুষ্ঠান ও আধ্যাত্মিকতার কেন্দ্রে থেকেছে নদী। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যেমন নদীর প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, তেমনি ধর্মের মূল শিক্ষাও অনেক সময় মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের "আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ" কেন্দ্র এবং “ওয়ার্ল্ড রিলিজিয়নস ডিবেটিং ক্লাব” এর যৌথ আয়োজনে এই উৎসবটি পরিবেশ, নৈতিকতা এবং সম্প্রীতির মেলবন্ধনে একটি অনন্য মঞ্চ হিসেবে আত্মপ্রকাশ করছে। এখানে যুক্তি, বিশ্বাস ও সম্প্রীতির মেলবন্ধনে আমরা খুঁজে বের করব সেই পথ, যা তৈরি করবে শান্তি ও সৌহার্দ্যের সেতু।
আসুন, যুক্তির আলোয় খুঁজে নিই সমাধান, বিশ্বাস দিয়ে গড়ি বন্ধন, আর সম্প্রীতির স্রোতে ভাসিয়ে দিই সকল ভেদাভেদ। জাতিসংঘ ঘোষিত আন্তঃধর্মীয় সম্প্রীতি সপ্তাহ উদযাপনে আমাদের এই প্রয়াস হোক সম্প্রীতি ও সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

নিয়মাবলি :
১. বাংলাদেশের স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয়ের বিভাগ/ইনস্টিটিউট ডিবেটিং ক্লাবগুলো অংশগ্রহন করতে পারবে।
২. টিম ক্যাপ: ৩২ টি (ট্যাব)
৩. ভেন্যু : টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়
৪. রেজিস্ট্রেশন ফি: ১১৭০ টাকা।
৫. প্রাক-নিবন্ধনের লিংক: https://forms.gle/SpPct7K1kU3skHoG6
৬. প্রাক-নিবন্ধনের সময় শেষঃ ২২ জানুয়ারি ২০২৫; রাত ১১.৫৯ মিনিট।
৭. স্বতন্ত্র বিচারক নিবন্ধন ফর্ম: https://forms.gle/qDzvMhbaeSK8eLu49
৮. স্বতন্ত্র বিচারক নিবন্ধনের শেষ তারিখ: ২৯ জানুয়ারি ২০২৫
৯. ইকুইটি প্যানেলের বিধি-বিধান যথাযথ ভাবে মেনে চলতে হবে।
১০. আয়োজক কর্তৃপক্ষ গৃহীত সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

প্রয়োজনে:
নূরুদ্দীন মুহাম্মাদ
সাধারণ সম্পাদক
ওয়ার্ল্ড রিলিজিয়নস ডিবেটিং ক্লাব
মোবাইল: ০১৫১৬-৫৮৬৯৪০
আসমা সুলতালা লিজা
সভাপতি
ওয়ার্ল্ড রিলিজিয়নস ডিবেটিং ক্লাব
মোবাইল: ০১৫৫৮-৯৮১৭০০
Advertisement

Event Venue & Nearby Stays

টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০, Dhaka, Bangladesh

Sharing is Caring:

More Events in Dhaka

Punch Box-Be Limitless (Boxing,KB,MMA,Fitness)
Sat, 01 Feb, 2025 at 04:00 pm Punch Box-Be Limitless (Boxing,KB,MMA,Fitness)

Basundhara Residential Area,Dhaka

WE ARE HIRING
Sat, 01 Feb, 2025 at 04:00 pm WE ARE HIRING

Kha 48/B, Shahjadpur, Gulshan, 1212 Dhaka, Bangladesh

Today Broadcasting
Sat, 01 Feb, 2025 at 05:00 pm Today Broadcasting

C Mark Network-UK, 300 feet, Road-203, Purbacahal, 1230 Dhaka, Bangladesh

World Ijtema 2025
Sun, 02 Feb, 2025 at 12:00 am World Ijtema 2025

Auchpara, Tongi College Gate, Tongi, Gazipur, Bangladesh.

MetLife In-House Recruitment Festival
Sun, 02 Feb, 2025 at 09:00 am MetLife In-House Recruitment Festival

Metlife Building, 18-20 Motijheel C.A., 1000 Dhaka, Bangladesh

\u09b8\u09b0\u09b8\u09cd\u09ac\u09a4\u09c0 \u09aa\u09c2\u099c\u09be \u09e8\u09e6\u09e8\u09eb
Sun, 02 Feb, 2025 at 11:00 am সরস্বতী পূজা ২০২৫

কেন্দুয়া উপজেলা

\u09b6\u09cd\u09b0\u09c0 \u09b6\u09cd\u09b0\u09c0 \u09ac\u09be\u09a3\u09c0 \u09ac\u09a8\u09cd\u09a6\u09a8\u09be-\u09e7\u09ea\u09e9\u09e7 : \u09ac\u09c1\u09df\u09c7\u099f
Sun, 02 Feb, 2025 at 04:00 pm শ্রী শ্রী বাণী বন্দনা-১৪৩১ : বুয়েট

আহসানউল্লা হল,বুয়েট।

WELL COME COME-2025
Sun, 02 Feb, 2025 at 05:00 pm WELL COME COME-2025

Wholesale Club Dotcom

\u09ac\u09be\u09a3\u09c0 \u0985\u09b0\u09cd\u099a\u09a8\u09be-\u09e7\u09ea\u09e9\u09e7 \u09ac\u0999\u09cd\u0997\u09be\u09ac\u09cd\u09a6
Mon, 03 Feb, 2025 at 07:30 am বাণী অর্চনা-১৪৩১ বঙ্গাব্দ

ভাগ্যকুল

Bani Archana 2025 - iHE Saraswati Puja Committee
Mon, 03 Feb, 2025 at 08:00 am Bani Archana 2025 - iHE Saraswati Puja Committee

Jagannath Hall Field, Dhaka University

Dhaka is Happening!

Never miss your favorite happenings again!

Explore Dhaka Events