বান্দরবানের রহস্যময় আন্ধারমানিক অভিযানে টিম ভ্রমণখোর

Thu, 06 Nov, 2025 at 10:00 pm to Wed, 12 Nov, 2025 at 06:00 am UTC+06:00

নারিশ্যা ঝিরি/ আন্ধার মানিক থানচি বান্দরবান | Mymensingh

\u09ac\u09be\u09a8\u09cd\u09a6\u09b0\u09ac\u09be\u09a8\u09c7\u09b0 \u09b0\u09b9\u09b8\u09cd\u09af\u09ae\u09df \u0986\u09a8\u09cd\u09a7\u09be\u09b0\u09ae\u09be\u09a8\u09bf\u0995 \u0985\u09ad\u09bf\u09af\u09be\u09a8\u09c7 \u099f\u09bf\u09ae \u09ad\u09cd\u09b0\u09ae\u09a3\u0996\u09cb\u09b0
Advertisement
আসসালামু আলাইকুম, কল্পনার রাজ্যের মতো আন্ধারমানিক পর্যটকদের কাছে আকর্ষণীয় এক স্থান।আন্ধারমানিকের সৌন্দর্য যেমন হৃদয় হরণ করে; ঠিক সেখানকার রহস্য কৌতূহল আরও বাড়িয়ে দেয়। বান্দরবান জেলার থানছি উপজেলার বড় মদক এলাকায় অবস্থিত আন্ধারমানিক ও মরিফাতং, এই সৌন্দর্য দেখতে আমরা যাচ্ছি আগামী ৬ই নভেম্বর ইনশাআল্লাহ ❤️
📌 আমাদের এই ট্যুর শুধু ঢাকা/চকরিয়া থেকে জয়েন হতে পারবেন, অন্য জেলা থেকে জয়েন হতে চাইলে নিজ দায়িত্ব চকরিয়া/ঢাকা এসে আমাদের সাথে জয়েন হতে হবে অথবা আলীকদমে এসেও জয়েন হতে পারবেন।
❑ সম্ভাব্য দর্শনীয় স্থান সমূহ:
> থানকোয়াইন ঝর্ণা
> পালংখিয়াং ঝর্ণা (রাত্রী যাপন)
> লাদমেরাখ ঝর্ণা
> নারিশ্যা ঝিরি
> আন্ধারমানিক পাড়া
> তৈন খাল ও খুম
📌 ইভেন্ট ফি
ঢাকা টু ঢাকা = ৮৫০০৳ টাকা
আলীকদম অথবা চকরিয়া আলোচনা সাপেক্ষে।

❑ ট্যুর ইনফরমেশন :
যাত্রা শুরু : [ ৬ই নভেম্বর , বৃহস্পতিবার ২০২৫ ইং ]
[রাত ১০:০০ টায় ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে ]
যাত্রা শেষ : [ ১২ নভেম্বর , বুধবার ২০২৫ইং ]
[ ঢাকায় ভোর ৬ টায় ইনশাআল্লাহ ]
📌 বুকিং করার শেষ সময় ৪ই নভেম্বর তারিখ রাত ১২ পর্যন্ত
📌এটি এক্সট্রিম ট্রেকিং টুর ভেবে চিন্তে বুকিং করবেন।

❑ বুকিং দেওয়ার সিস্টেমঃ
নাম্বারে ৩০৬০টাকা বিকাশ করলেই করে আপনার
ট্যুর বুকিং কনফার্ম করে ফেলুন! [অফেরতযোগ্য]
➤ পেমেন্ট সিস্টেম
01832977770 (Send Money)
(Bkash/Nagad/Upay/Rocket)
Bank Payment Details :
DBBL
MINTU MIA
A/C : 1177348825554
Uttara Branch
ব্যাংক একাউন্ট অথবা বিকাশ/রকেট/নগদ/উপায় নম্বরে টাকা পাঠিয়ে সাথে সাথে উপরের নম্বরে ফোন করে নিজের নাম এবং Transaction ID দিয়ে এডমিন এর আইডিতে নক করবেন অথবা কল করে কনফার্ম হবেন।

জানাবার পরেই আপনার আসন কনফার্ম হবে। অথবা সামনা-সামনিও দেখা করে টাকা দিতে পারেন। যেকোন অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝি এড়ানোর জন্যেই এটা জরুরী! ঠিকানা: নিকুঞ্জ ২, খিলক্ষেত ঢাকা ১২২৯।
*** বুকিং মানি ছাড়া মৌখিক বুকিং কনফার্ম করা সম্ভব না।
❑ যা যা থাকছে এর মধ্যেঃ
>ঢাকা টু ঢাকা আপ ডাউন বাস ভাড়া (ননএসি)
> রিজার্ভ ট্রলার/চাঁদেরগাড়ি।
> গাইড সেবা
> ১০ বেলা খাবার।
> আদিবাসী পাড়ায় থাকা খরচ
> সকল প্রকার এন্ট্রি ফি।
> নৌকায় ভ্রমন খরচ।
> অভিজ্ঞ হোস্ট
> ট্যুর সংক্রাম যাবতীয় খরচ।
❑ যা যা থাকছেনা :
> যাত্রা বিরতিতে খাবার খরচ
> ব্যাক্তিগত খরচ
> হোটেল নাস্তা বা অতিরিক্ত কিছুর খরচ।
> ইভেন্টে উল্লেখ নেই এমন কোন খরচ
> মেডিসিন খরচ।।
#নোট ট্যুর প্ল্যান বিস্তারিত অথবা রুট প্ল্যান জানানো হচ্ছে না।
বুকিং করলে সব জানিয়ে দেয়া হবে ধন্যবাদ।
ট্যুর সংক্রান্ত যেকোনো তথ্য কল সরাসরি কল করুন :
Mohammed Mintu (Admin of ভ্রমণখোর গ্রুপ)
01832977770 (Call)
01888134222 (WhatsApp)
বিঃদ্রঃ আমাদের ট্যুরে মেয়েদের সেফটির বিষয়টি সর্বাধিক গুরুত্বের সঙ্গে দেখা হয়, তাই কোনো সন্দেহ ছাড়াই আপুরা জয়েন করতে পারবেন।
❑ যা যা মানতে হবেঃ
• ট্যুর চলাকালীন কোন ধরনের মাদকদ্রব্য সেবন করা যাবেনা।
• পারমিশন ছাড়া গ্রুপের মেয়েদের ছবি তুলা যাবেনা।
• গ্রুপের কারো সাথে বাজে ব্যবহার করা যাবেনা।
• স্থানীয়দের সাথে কোন ধরনের খারাপ ব্যবহার করা যাবেনা।
• যারা সাঁতার জানেন না, তাদের লাইফ জ্যাকেট অবশ্যই নিয়ে যেতে হবে বা সেইখান থেকে ভাড়া নিতে হবে।
➤ আমাদের সাথে ভ্রমনের শর্তাবলি :
> অবশ্যই অভিভাবকের পারমিশন নিতে হবে, কারণ অফট্রেইল ট্যুর অনাকাঙ্ক্ষিত গঠনা ঘটালে যেনো গ্রুপের উপর দায়বদ্ধতা না থাকে, আমরা শেষটা দিয়েই আপনার নিরাপত্তার কথা চিন্তা করে ট্যুর করবো ❤️
> প্রথমত এটি একটি ট্রেকিং ট্যুর, পাহাড়ি পথে মোটামুটি ভালোই হাটা লাগবে তাই চিন্তাভাবনা করেই বুকিং করবেন, পরবর্তীতে কোন অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
> পাহাড়ের পাড়ায় থাকার জন্য লাক্সারিয়াস কোন কটেজ বা হোটেল পাবেন না। তাই থাকার জায়গা নিয়ে কোন অভিযোগ গ্রহণযোগ্য হবে না। ওখানে যেমন ব্যবস্থা তেমনটাই মানিয়ে নিতে হবে।
> আমরা একটি পরিবার হয়ে ট্রিপ করবো তাই আমরা সদা পরস্পর পরস্পরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল ও হেল্পফুল থাকবো।নিজেদের কোন ব্যবহারে টিমের কেউ মানসিক ভাবে আহত হতে পারে এমন কোন কাজ করবো না।অহেতুক বিবাদে জড়াবো না। এতে ভ্রমণের ভাল সময় নষ্ট হয়।
➤ লক্ষ্য করুন :
ভ্রমণের সময় কোন প্রাকৃতিক দূর্যোগ বা অন্য কোন সমস্যা সৃষ্টি হলে সবাই মিলে সিদ্ধান্ত নিবো।বিপদ কখনো বলে আসে না। তাই কোন বিপদে যদি ভ্রমণ বাতিল/স্থগিত হয় সেক্ষেত্রে কতৃপক্ষ দায়ী না।যদি দিন/সময় বেড়ে গিয়ে অতিরিক্ত খরচ লাগে সেটা সবাই মিলে বহন করতে হবে।
>ভ্রমনের সময় ম্যানেজমেন্টের কথা চূড়ান্ত বলে গণ্য হবে।
>ভ্রমন পরিচালনার জন্য সবার সহযোগিতা মানসিকতা থাকতে হবে।
>স্থানীয়দের সাথে এমন কোন আচরণ করবো নাহ যাতে তারা বিরক্ত হয়।
>নিজেদের কোন কাজে যেন পরিবেশ বা প্রকৃতির কোন ক্ষতি না হয় এ বিষয়ে সর্বোচ্চ সচেতন থাকবো।যে কোন ধরনের প্লাস্টিক, প্যাকেট বা বোতলজাত বর্জ্য ফেলে কোনভাবেই পরিবেশের ক্ষতি করবো না।
>সার্বক্ষনিক গাইড ও ম্যানেজমেন্ট এর কথা মেনে চলতে হবে।
আমাদের পেইজ লিংক : https://www.facebook.com/share/1GZE9gwX7Z/
আমাদের গ্রুপ লিংক : https://www.facebook.com/share/g/1AAFULbuCH/
ধন্যবাদ ❤️
নেশা হোক ভ্রমণে, প্রেম হোক প্রকৃতির সাথে।
ভ্রমণ হোক ভ্রমণখোরের সাথে।
Advertisement

Event Venue & Nearby Stays

নারিশ্যা ঝিরি/ আন্ধার মানিক থানচি বান্দরবান, Baipail, Bangladesh, Mymensingh

Icon
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.

Ask AI if this event suits you:

More Events in Mymensingh

MR.SIKDER
Sun, 09 Nov at 01:20 am MR.SIKDER

Ashilia, Saver , Dhaka

PUB CSE Fest 2K25
Wed, 12 Nov at 06:00 pm PUB CSE Fest 2K25

Rangpur Road, Gokul, Bogura., Bogura-5800

\u09ae\u09be\u09a4\u09cd\u09b0  \u09ea\u09ee\u09eb\u09e6 \u099f\u09be\u0995\u09be\u09df \u09b8\u09be\u099c\u09c7\u0995 \u09ad\u09cd\u09af\u09be\u09b2\u09c0 \u09ad\u09cd\u09b0\u09ae\u09a3
Thu, 13 Nov at 06:00 pm মাত্র ৪৮৫০ টাকায় সাজেক ভ্যালী ভ্রমণ

মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ,ময়মনসিংহ।

\u09aa\u09cd\u09b0\u09ad\u09be\u09a4\u09c0 \u09b6\u09b0\u09c0\u09b0\u099a\u09b0\u09cd\u099a\u09be
Fri, 14 Nov at 06:00 am প্রভাতী শরীরচর্চা

টাঙ্গাইল শহর

\ud83c\udf89 Annual Picnic 2025 \ud83c\udf89\n
Fri, 14 Nov at 07:00 am 🎉 Annual Picnic 2025 🎉

Sonargaon Museum and Panam Nagar

Mymensingh is Happening!

Never miss your favorite happenings again!

Explore Mymensingh Events