"নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট পুনর্মিলনী উৎসব ২০২৫"

Sat Nov 15 2025 at 08:00 am to 12:00 pm UTC+06:00

Police Line Road, Narsingdi, Bangladesh | Mymensingh

Narsingdi Govt Polytechnic Institute
Publisher/HostNarsingdi Govt Polytechnic Institute
"\u09a8\u09b0\u09b8\u09bf\u0982\u09a6\u09c0 \u09aa\u09b2\u09bf\u099f\u09c7\u0995\u09a8\u09bf\u0995 \u0987\u09a8\u09b8\u09cd\u099f\u09bf\u099f\u09bf\u0989\u099f \u09aa\u09c1\u09a8\u09b0\u09cd\u09ae\u09bf\u09b2\u09a8\u09c0 \u0989\u09ce\u09b8\u09ac \u09e8\u09e6\u09e8\u09eb"
Advertisement
🎉 নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট এর ২০ বছর পূর্তি উৎসব ও পুনর্মিলনী ২০২৫
📝 রেজিস্ট্রেশন চলবে: ২ জুলাই থেকে ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত
🔗 রেজিস্ট্রেশন লিংক: https://npi-aa.com/alumni/index
📅 তারিখ: অনুষ্ঠানটি হবে ১৫ নভেম্বর ২০২৫
👉 রিইউনিয়নে অংশগ্রহণের নিয়মাবলী:
১। নিবন্ধন বাধ্যতামূলক:
রিইউনিয়নে অংশগ্রহণ করতে হলে সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
(স্বামী-স্ত্রী একই প্রতিষ্ঠানের প্রাক্তন হলে উভয়কেই আলাদা রেজিস্ট্রেশন করতে হবে)

২। রেজিস্ট্রেশন ফি: 👇
প্রাক্তন শিক্ষার্থী: ১০০০/-
বর্তমান শিক্ষার্থী: ৪০০/-
অতিথি (শুধুমাত্র পরিবার সদস্য): ৫০০/-
(বি.দ্র: রেজিস্ট্রেশন ফি ফেরতযোগ্য হবে না)
৩। আচরণবিধি:
অংশগ্রহণকারীদের শৃঙ্খলা ও সৌহার্দ্য বজায় রাখতে হবে।
মাদক, ধূমপান বা বিশৃঙ্খল আচরণ পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
৪। গেস্ট / পরিবার সদস্য:
যারা পরিবার সদস্যকে অতিথি হিসেবে আনতে চান, তাদের রেজিস্ট্রেশনের সময় আলাদাভাবে তালিকাভুক্ত করতে হবে এবং নির্ধারিত ফি প্রদান করতে হবে।
৫। সাংস্কৃতিক ও অন্যান্য আয়োজন:
শুধুমাত্র রেজিস্ট্রেশন সম্পন্নকারী সদস্যরাই সাংস্কৃতিক ও অন্যান্য আয়োজন উপভোগ করতে পারবেন।
৬। খাবার ব্যবস্থা:
অংশগ্রহণকারীদের জন্য পূর্ব-নির্ধারিত ব্যবস্থাপনায় খাবারের আয়োজন করা হবে।
৭. পরিষ্কার-পরিচ্ছন্নতা:
অনুষ্ঠানস্থল ও আশপাশ পরিষ্কার রাখতে সবাইকে সচেতন থাকতে হবে।
প্লাস্টিক, খাবারের মোড়ক বা পানির বোতল নির্ধারিত জায়গায় ফেলতে হবে।
৮। বিশেষ পরিস্থিতি:
কোনো প্রাকৃতিক দুর্যোগ বা অনিবার্য পরিস্থিতিতে সময়সূচি পরিবর্তিত হতে পারে। আয়োজকদের সিদ্ধান্তই চূড়ান্ত হবে
📣 স্লোগান:
"এসো মিলি স্মৃতির প্রাঙ্গণে, প্রাণের উৎসবে"
📬 যোগাযোগ:
আরো জানতে এবং প্রয়োজনে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে👉https://www.facebook.com/narsingdigovtpoly
Advertisement

Event Venue & Nearby Stays

Police Line Road, Narsingdi, Bangladesh, Mymensingh, Bangladesh

Tickets

Sharing is Caring: