Advertisement
#সাহিত্য_বাসর#আলোচনা_সভা
#ধ্রুপদী_বাংলা_ভাষা
#আহ্ববানে -
অধ্যাপক সঙ্গীতা সান্যাল, বাংলা বিভাগ, বর্ধমান বিশ্ববিদ্যালয়।
সহকারী অধ্যাপক, প্রিয়াঙ্কা দে, বাংলা বিভাগ, গভঃ জেনারেল ডিগ্রি কলেজ, রানিবাঁধ, বাঁকুড়া৷
বিষয় - "বাংলা ভাষার ধ্রুপদী স্বীকৃতি : প্রাপ্তি, সম্ভাবনা ও ভবিষ্যৎ"
বক্তা -
➤ অধ্যাপক অমিতাভ দাস, অধ্যাপক, ILSR, কলকাতা।
➤ অধ্যাপক মনোজিৎ মন্ডল, বিভাগীয় প্রধান, ইংরেজি বিভাগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়।
➤ অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়, সম্পাদক, বাংলা পক্ষ।
➤ মানব বন্দ্যোপাধ্যায়, শিক্ষক ও সঙ্গীতশিল্পী৷
তারিখ - ২২ ফেব্রুয়ারী, ২০২৫ ( শনিবার)
সময় - সকাল ১১ : ০০
স্থান- কাদম্বিনী গাঙ্গুলি মেমোরিয়াল হল, কম্পোজিট আর্টস বিল্ডিং, ৩য় তল, গোলাপবাগ, বর্ধমান বিশ্ববিদ্যালয়৷
*** সকলের উজ্জ্বল উপস্থিতি কামনা করি।
- প্রচারে ও ব্যবস্থাপনায়
#সাহিত্য_বাসর_কোর_কমিটি
Advertisement
Event Venue & Nearby Stays
Burdwan town বর্ধমান শহর, Vivekananda college road,Burdwan, India