Advertisement
বহু ভাষা ও জাতিসত্তার দেশ বাংলাদেশ৷ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট পরিচালিত ২০১৮ সালের জরিপ অনুযায়ী এই দেশে বাংলা ছাড়াও ৪০টি মাতৃভাষা আছে। এর ভেতর কন্দ, খাড়িয়া, কোডা, সৌরা, মুন্ডারি, কোল, মালতো, খুমি, পাংখোয়া, রেংমিটচা, চাক, খিয়াং, লুসাই ও লালেং এই ১৪টি মাতৃভাষা আজ বিপন্ন।১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্রটি গঠনের পর থেকেই উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়ে আসছিলো পূর্ব পাকিস্তানের জনগন। এর ধারাবাহিকতায় ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি শহীদ হয়েছিলেন আমাদের সংগ্রামী যোদ্ধারা৷ বাংলা রাষ্ট্রভাষা হয়েছে ঠিকই, কিন্তু বাংলা ভাষাটি যেমন রাষ্ট্রের সর্বস্তরে প্রচলিত হয়নি, তেমনি বাংলার বাইরে আর সমস্ত জাতিসত্তার ভাষাকেও রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়নি, বরং দিনে দিনে অপরায়ন করা হয়েছে। বহুভাষিক বাংলাদেশে বাঙালি ছাড়াও ৫০টিরও অধিক জাতিসত্তা রয়েছে। সংখ্যায় এরা ৫০ লক্ষাধিক। এরা প্রত্যেকেই মাতৃভাষায় কথা বলে। যার মধ্যে বেশকয়েকটি ভাষার রয়েছে নিজস্ব বর্ণমালা। তাসত্ত্বেও নিজের ভাষায় মাকে মা বলে ডাকার রাষ্ট্রীয় অধিকার পায়নি সকল ভাষার মানুষ। তাই শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে পড়েছে অনেকেই। স্বাধীনতার পর বাংলা ভাষার ভিত্তিতে জাতীয়তা নির্ধারণের কারণে বাংলাদেশে বসবাসকারী মাতৃভাষা বাংলা নয়, এমন জাতিসত্তার ভাষা ও সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপকভাবে। পরবর্তীকালে সেই জাত্যভিমানে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে তাকে আরও রক্তাক্ত করে তোলা হয়েছে। ফলে এদেশে কখনোই ভিন্ন জাতিগোষ্ঠির ভাষা-সংস্কৃতি-কৃষ্টি শাসকশ্রেণির সহমর্মিতা লাভ করে নি। স্বাধীনভাবে বেড়ে ওঠার মতো প্রয়োজনীয় জল-হাওয়া পায়নি। এরই প্রভাব পড়েছে আমাদের প্রাথমিক শিক্ষাসহ সামগ্রিক শিক্ষাব্যবস্থায়।
ঠিক তেমনি প্রমিত বাংলার বাইরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা আঞ্চলিক ভাষাগুলোকেও দিনে দিনে অমর্যাদা করা হয়েছে। বাংলার মেহনতি মানুষের ভাষা এই আঞ্চলিক ভাষা শহুরে কালচারের তথাকথিত মানদন্ডে জৌলুস হারিয়েছে। কিন্তু ৫২ এর চেতনাকে যদি পুনরায় পর্যবেক্ষণ করি, তা কেবল বাংলাকে প্রতিষ্ঠিত করার লড়াই ছিলো না, তা ছিলো একটি জাতির মাতৃভাষাকে প্রতিষ্ঠা করার লড়াই।
৫২ এর সেই চেতনা ও লড়াইকে স্মরণ করেই আমাদের এই 'বহু ভাষার লহরী'। যে সন্ধ্যায় একই মঞ্চে বিভিন্ন ভাষাভাষীর মানুষের পদচারণা ঘটবে গীতে, নৃত্যে কিংবা ছন্দে।
সকল জাতিসত্তার মানুষের মাতৃভাষায় শিক্ষাসহ সাংবিধানিক অধিকারের দাবিতে আগামী ২২ শে ফেব্রুয়ারি বিকাল ৪টায় শাহবাগে অনুষ্ঠিত হচ্ছে 'বহু ভাষার লহরী'।
Advertisement
Event Venue & Nearby Stays
Shahbagh, Dhaka, Bangladesh