ফিরে দেখো পূনর্মিলনী_২০২৬

Mon, 23 Mar, 2026 at 08:00 am to Wed, 25 Mar, 2026 at 03:00 am UTC+06:00

Jhalakati Govt. High School | Comilla

Jhalakati Govt. High School Alumni Association - Jghsaa
Publisher/HostJhalakati Govt. High School Alumni Association - Jghsaa
\u09ab\u09bf\u09b0\u09c7 \u09a6\u09c7\u0996\u09cb \u09aa\u09c2\u09a8\u09b0\u09cd\u09ae\u09bf\u09b2\u09a8\u09c0_\u09e8\u09e6\u09e8\u09ec
Advertisement
🎉 ফিরে দেখো | পূনর্মিলনী ২০২৬
ফিরে দেখো,
ফিরে দেখো সেখানে,
আমরা থেমেছিলাম যেখানে।
সময় বদলেছে, জীবন এগিয়েছে—
কিন্তু স্মৃতি আর বন্ধন এখনো অটুট।
পুরোনো দিন, প্রিয় বন্ধু আর স্কুল জীবনের সেই আবেগ আবার ফিরিয়ে আনতেই
ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তনদের জন্য আয়োজন করা হয়েছে
“ফিরে দেখো | পূনর্মিলনী ২০২৬”।
এই পূনর্মিলনীতে অংশগ্রহণ করতে পারবে
👉 ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের যে কোনো ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।
🏫 আয়োজনে
ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন
📅 তারিখ
২৩ ও ২৪ মার্চ ২০২৬
(ঈদুল ফিতরের ৩য় ও ৪র্থ দিন)
📍 স্থান
ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ
✨ আয়োজনের বিস্তারিত
🔹 প্রথম দিন:
র‍্যালি, পরিচয় পর্ব, অ্যালামনাই লাঞ্চ, খেলাধুলা সেগমেন্ট এবং নিজস্ব কালচারাল সেগমেন্ট।
🔹 দ্বিতীয় দিন:
গ্র্যান্ড কালচারাল নাইট — যেখানে দেশের সনামধন্য ব্যান্ডসহ নানান ধরনের দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হবে।
থাকবে ফ্যাশন শোসহ আরও অনেক চমকপ্রদ আয়োজন।
💳 রেজিস্ট্রেশন ফি
১,২০০ টাকা
বন্ধুদের সাথে আবার দেখা,
স্কুল জীবনের গল্প আর স্মৃতিতে ভরা দুইটি দিন—
এই পূনর্মিলনী হোক আমাদের সবার জীবনের এক স্মরণীয় অধ্যায়।

রেজিষ্ট্রেশন লিংক :- https://forms.gle/2Fvqe4R17LUvG6e26
Advertisement

Event Venue & Nearby Stays

Jhalakati Govt. High School, Jhalakathi sador,,Chandpura, Chittagong, Bangladesh, Comilla

Tickets
Icon
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.

Ask AI if this event suits you:

More Events in Comilla

\u0997\u09cd\u09b0\u09cd\u09af\u09be\u09a8\u09cd\u09a1 \u09aa\u09c1\u09a8\u09b0\u09cd\u09ae\u09bf\u09b2\u09a8\u09c0-\u09e8\u09e6\u09e8\u09ec
Sun, 22 Mar at 09:00 am গ্র্যান্ড পুনর্মিলনী-২০২৬

বরদিয়া কাজী সুলতান আহম্মেদ উচ্চ বিদ্যালয়, মতলব দক্ষিন, চাঁদপুর।

PGPHS Reunion - 2026
Sun, 22 Mar at 09:00 am PGPHS Reunion - 2026

Parashuram Govt. Pilot High School - PGPHS পরশুরাম সরকারি পাইলট হাই স্কুল

Grow Your skill With Nayeem to learn Graphic Design
Tue, 07 Apr at 12:00 am Grow Your skill With Nayeem to learn Graphic Design

Feni - Town

Comilla is Happening!

Never miss your favorite happenings again!

Explore Comilla Events