Advertisement
যা কুন্দেন্দু তুষারহারধবলা যা শুভ্রবস্ত্রাবৃতা।যা বীণাবরদণ্ডমণ্ডিতকরা যা শ্বেতপদ্মাসনা॥
যা ব্রহ্মাচ্যুতশঙ্করপ্রভৃতিভির্দেবৈঃ সদা বন্দিতা।
সা মাং পাতু সরস্বতী ভগবতী নিঃশেষজাড্যাপহা॥
প্রিয় সুহৃদ,
আরও একবার বসন্তের নরম আহ্বানে, পলাশের রাঙা আবেশে আর বিদ্যার আলোর শুদ্ধ স্নিগ্ধতায় ধরা দিচ্ছে এক পবিত্র পুণ্যক্ষণ। প্রকৃতি ও মন উভয়ই যখন নবজাগরণের পথে, ঠিক তখনই বিদ্যা-অধিষ্ঠার্থী দেবীর আরাধনায় আমরা একত্রিত হতে চলেছি।
৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
(২৩শে জানুয়ারি, ২০২৬ ইং)
শুক্রবার, শ্রী শুক্লপঞ্চমী তিথিতে
আয়োজন করা হয়েছে বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা।
সকাল ৮:৩০ ঘটিকা থেকে পূজার শুভারম্ভ। সারাদিনব্যাপী থাকবে ভক্তিমূলক সঙ্গীত, সাংস্কৃতিক পরিবেশনা এবং বসন্তকে স্বাগত জানানো নানা আনন্দমুখর বিশেষ আয়োজন যেখানে শ্রদ্ধা, সৃজন আর মিলনের সুর এক হয়ে উঠবে।
এই পবিত্র আয়োজনকে আরও অর্থবহ ও সাফল্যমণ্ডিত করতে আমরা আহ্বান জানাচ্ছি আপনাদের সক্রিয় অংশগ্রহণে।
সেচ্ছাসেবক আহবান(Volunteer recruitment):
https://forms.gle/qNECfdTy4Zqgx5si8
শ্রীবাগদেবীর চরণতলে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় আপনার উপস্থিতি, সহযোগিতা ও আন্তরিকতা আমাদের জন্য পরম প্রার্থনার সমতুল্য।
আসুন, আবারও একসঙ্গে বসন্তের রঙে সিক্ত হই এবং বিদ্যার আলোয় নিজেদের ও চারপাশকে উদ্ভাসিত করি।
আয়োজনে,
ব্র্যাক বিশ্ববিদ্যালয় সরস্বতী পূজা উদযাপন কমিটি।
Advertisement
Event Venue & Nearby Stays
Arong E-commerce, Dhaka, Bangladesh
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.











