Advertisement
ডিবেট ফর হিউম্যানিটি-ডিএফএইচ এর নিয়মিত বিতর্ক কর্মশালা আয়োজনের ধারাবাহিকতায় রাজধানী ঢাকা-এর প্রধান এলাকাগুলোর স্কুল ও কলেজ পর্যায়ের প্রতিষ্ঠানসমূহে বিতর্ক চর্চার প্রসারে আয়োজন করতে যাচ্ছে ০২ দিন ব্যাপী ঢাকা জেলা বিতর্ক কর্মশালা। এ বিতর্ক কর্মশালায় ঢাকা জেলার স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করবে।জেলাভিত্তিক এ বিতর্ক কর্মশালা আয়োজনের মূল উদ্দেশ্য হলো স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ে নতুন নতুন বিতর্ক ক্লাব গঠনের মাধ্যমে নব আঙ্গিকে বিতার্কিক জাগরণ ঘটানো। এ লক্ষ্যে
"ঢাকা জেলা বিতর্ক কর্মশালা ও বিতার্কিক সম্মেলন ২০২৫" আয়োজন পরবর্তী সময়ে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহে বিতর্ক চর্চা নিয়মিতকরণে নিয়মিত বিতর্ক কর্মশালা ও আঞ্চলিক লিগ বিতর্কের মাধ্যমে নব বিতার্কিকদের জাতীয় পর্যায়ের বিতার্কিক মানে উন্নীত করতে ডিএফএইচ সকল প্রকার উদ্যোগ গ্রহণ করবে।
আয়োজন বিবরণ:
ঢাকা জেলা বিতর্ক কর্মশালা ও বিতার্কিক সম্মেলন
২০২৫
প্রতিপাদ্য: অগ্রপথিক, জোর কদম, চল রে চল!
তারিখ: ২৮ ফেব্রুয়ারি - ০১ মার্চ ২০২৫ ইং
সময়: সকাল ০৯.০০ টা – বিকাল ০৫.৩০ টা (দিনব্যাপী)
স্থান: প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ মিলনায়তন
অংশগ্রহণকারী: স্কুল, কলেজ ও মাদরাসা (৬ষ্ঠ হতে উচ্চ মাধ্যমিক)
অংশগ্রহণকারী সংখ্যা: প্রত্যেক প্রতিষ্ঠান হতে সর্বোচ্চ ১০ (দশ) জন
নিবন্ধন ফি: জনপ্রতি ৫০০/- (পাঁচশত টাকা)
Advertisement
Event Venue & Nearby Stays
Press Institute Bangladesh - PIB, Dhaka, Bangladesh