সরস্বতি মহাভাগে বিদ্যা কমললোচনে।
বিশ্বরূপে বিশালাক্ষি বিদ্যাং দেহি নমোস্তূতে॥
নমস্কার সুধী,
বসন্তের কুয়াশা ভেদ করে আবার এসেছে জ্ঞান ও শিল্পের উৎসবের প্রভাত। বিদ্যা ও সংস্কৃতির দেবী, শ্রীশ্রী সরস্বতীর স্নিগ্ধ আশীর্বাদে আয়োজন করা হয়েছে - “জ্ঞানেশ্বরী দেবী সরস্বতী আরাধনায় বাণী অর্চনা ২০২৬” । এই মিলনমেলায় জ্ঞানের আলো, শিল্পের সৌন্দর্য এবং সংস্কৃতির সুগভীর ছোঁয়া একসাথে মিলিত হবে। আপনার সশরীরে উপস্থিতি এই আয়োজনকে আরও প্রাণবন্ত ও অর্থবহ করে তুলবে।
সুধীবৃন্দ,
আগামী ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (২৩শে জানুয়ারি ২০২৬ ইং, রোজঃ শুক্রবার) মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে, পলাশরাঙা শীতের আমেজপূর্ণ পুণ্যলগ্নে -
হিংসা ও দ্বেষ ভুলে, হংসবাহনা শ্বেতপদ্মাসনা বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী শ্রীশ্রী সরস্বতী মায়ের আশীর্বাদ কামনায়, “সনাতনী ঐক্য সংঘ- পিটেক” এর উদ্যোগে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রাঙ্গণে পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনার সম্মানজনক উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কাম্য।
বিনীত নিবেদক,
সনাতনী ঐক্য সংঘ
🪷 অনুষ্ঠানসূচি 🪷
দেবী প্রতিমা প্রতিষ্ঠা: সকাল ০৬:০০ ঘটিকা
পূজা আরম্ভ: সকাল ০৭:০০ ঘটিকা
পুষ্পাঞ্জলি প্রদান: সকাল ০৯:০০ ঘটিকা
প্রসাদ বিতরণ: দুপুর ০১:০০-৩:০০ ঘটিকা
সাংস্কৃতিক অনুষ্ঠান: সন্ধ্যা ০৬:০০ ঘটিকা
প্রতিমা বিসর্জন: ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ (২৪ জানুয়ারি ২০২৬, শনিবার)
বিশেষ প্রয়োজনে :
Anik Kormokar :01742505963
Sufal Sarkar : 01786959916
আয়োজনে,
সনাতনী ঐক্য সংঘ
পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, পাবনা।
Event Venue & Nearby Stays
Pabna Textile Engineering College, Pabna, Rajshahi Division, Bangladesh, Pabna Textile Engineering College, Pabna Bypass Road, পাবনা, বাংলাদেশ, Rajshahi, Bangladesh








