Advertisement
আমরা যারা শহরে বাস করি এবং যারা কিছুটা অবস্থাসম্পন্ন— তারা শীত তেমন অনুভব করি না। ইটের দেয়াল ভেদ করে শীত আমাদের শরীর ছুঁতে পারে না। বরং শীত আমাদেরকে বাহারি পোশাক পরিধান করার উপলক্ষ তৈরি করে দেয়। এজন্য শীতকাল আমাদের অনেকের প্রিয় ঋতু। গ্রামের অনেক গরিব মানুষের কাছে ব্যাপারটা ঠিক এর বিপরীত।শীত তাদের কাছে আতঙ্কের ঋতু। সন্তানের শরীর গরম পোশাকে আচ্ছাদিত করতে না পারার গ্লানির ঋতু।এরূপ মানুষদের কাছে শীতের পোশাক পৌঁছে দেওয়ার জন্য Smile For All অন্যান্য বছরের মতো এবারও ‘শীতবস্ত্র বিতরণ কার্যক্রম করবে ইন-শা-আল্লাহ।পাবনাতে মোটামুটি ভালমত শীত পরেছে বিশেষ করে পাবনায় চর অঞ্চলে শীত জেঁকে বসেছে । কাজেই এখনই শীতবস্ত্র বিতরণের উপযুক্ত সময়।
সামর্থ্য অনুযায়ী প্রান্তিক এবং অসহায় কিছু মানুষকে শীতের কম্বল পৌছিঁয়ে দেয়ার জন্য আমাদের এই কার্যক্রম। আমাদের সহযাত্রীরা ঐসব মানুষদের খুজে খুজে তাদের কাছে পৌছে যাবে শীতের মাঝে অল্পটুকু শান্তির উষ্ণতা নিয়ে।
যদি কেউ আমাদের সাথে থাকতে চান, তাকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি ।
আমাদের সাথে আপনারা ২ ভাবে থাকতে পারেন ।
১.আপনি কম্বল দান করে । )
২.আর্থিক সহযোগিতা করতে পারেন বিকাশের মাধ্যমে , (যদি আমাদের উপর বিশ্বাস রাখেন, তাহলে আমার নাম্বারে বিকাশ করতে পারেন ) নাম্বার >
=>01611871781.#Pavel)
=> 01724590973 #Reza
এবং
যদি কেউ আর্থিক সহযোগিতা করতে ইচ্ছা পোশন করেন তাহলে রেফারেন্স এ Smile <speech> আপনার নাম ( FB ID ) লিখে পাঠিয়ে দিন ।
আপনাদের সহযোগিতা আশা করছি ।
একটু সাহায্য কয়েকটি মুখের হাসি বারাতে পারে, 🙂
যে কোন প্রয়োজনে : 01611-871781
#বি_দ্র : ১। ইহা কোন প্রতিষ্ঠান বা NGO এর আওতাভুক্ত নয় ।
২। ইহা কিছু সাধারণ তরুনের ক্ষূদ্র প্রয়াস,,,</speech>
Advertisement
Event Venue & Nearby Stays
শিলাইদহ ঘাট, পদ্মার চর, পাবনা।, Rajshahi, Bangladesh
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.







