Advertisement
																								 
											
                  	
                    ▪️ ইভেন্টের নামঃ- ক্রিসতং - রুংরাং - চিম্বুক রেঞ্জ ট্রেকে টিম TravelGraph ( ০৬ নভেম্বর ) ▪️ ট্রিপ অর্গানাইজেশনঃ- TravelGraph - ট্রাভেলগ্রাফ।
▪️ ভ্রমণের ধরনঃ- ট্রেকিং।
=================================
▪️ ট্রিপের সময়সূচী:-
** যাত্রা শুরুঃ ০৬ নভেম্বর রাত ৯.৪৫ ঢাকা থেকে,
আর চট্টগ্রাম থেকে ০৭ নভেম্বর সকাল ০৫.০০ টা ।
** যাত্রার শেষঃ ১০ নভেম্বর সকাল ৬টা, ঢাকা
আর চট্টগ্রাম পৌঁছাবো ০৯ নভেম্বর রাত ১০ টা ।
▪️ জন প্রতি খরচ: ৭,০০০/- টাকা ঢাকা থেকে,
৫,৫০০/- টাকা চট্রগ্রাম থেকে।
▪️ ট্রিপ সাইজঃ ১৫ জন ।
=========================
▪️ভ্রমণের স্থান সমূহঃ-
খেমচং পাড়া, ক্রিসতং পাহাড়, রুংরাং পাহাড়, শামুক ঝিরি, মেনিকিউ মেনক পাড়া, মিনিয়াং পাড়া, তৈন খাল, জগৎচন্দ্র পাড়া, উচিন্দা পাড়া।
=================================
▪️ যারা যাবেন কিনা সিউর না, তারা Interested এ ক্লিক করুন। আর যারা সিউর যাবেন Going এ ক্লিক করুন এবং আমাদের ইভেন্টটি শেয়ার করুন।
▪️ কনফার্ম করার শেষ সময়: ৩০ অক্টোবর, সিট ফুল হওয়া পর্যন্ত সময় থাকবে। সিট ফুল হয়ে গেলে ইভেন্টটি ক্লোজ করা হবে।
▪️ মৌখিক কনফার্মেশন গ্রহন্যযোগ্য নয় । কনফার্ম করার জন্য উক্ত তারিখের মধ্যে ৩,৫০০+৭০= ৩,৫৭০ টাকা পাঠাতে (বিকাশ খরচসহ) হবে (বুকিং মানি অফেরতযোগ্য)। অথবা সরাসরি আমাদের অফিসে এসে ৩,৫০০ টাকা জমা দিয়ে বুকিং কনফার্ম করতে পারবেন।
★ ★ ★ এটি এক্সট্রিম ট্রেকিং টুর ভেবে চিন্তে বুকিং করবেন। প্রতিদিন প্রায় ৬/৭ ঘন্টা ট্রেকিং করতে হবে ★ ★ ★
★ ★ ★ কনফার্মেশন অনুযায়ী সিট বন্টন করা হবে। ★ ★ ★
▪️ টাকা পাঠানোর উপায়ঃ
বিকাশ : ০১৬৭২২৯৬৪৬৯ ( পার্সোনাল )
নগদ : ০১৬৭২২৯৬৪৬৯ ( পার্সোনাল )
রকেট : ০১৬৭২২৯৬৪৬৯৬ ( পার্সোনাল )
* টাকা পাঠানোর পর একটা ফোন দিয়ে অবশ্যই কনফার্ম করবেন *
★★★ বাধ্যতামূলক জাতীয় পরিচয় পত্র/ জন্মসনদ/ পাসপোর্টের
ফটোকপি অবশ্যই সাথে রাখতে হবে (৮ কপি), প্রতি কপির ফ্রন্ট সাইডে নিজের নাম, ফোন নাম্বার, অভিভাবকের নাম, ফোন নাম্বার লিখে নিতে হবে ★★★
=================================
▪️ বিস্তারিত ট্যুর প্ল্যানঃ-
ডে - ০০
----------------
আমরা রাত ০৯:৪৫ মিনিটে নন-এসি বাসে ঢাকা ( কলাবাগান / ফকিরাপুল / সায়েদাবাদ ) থেকে আলিকদমের উদ্দেশ্যে রওনা করবো ইনশাআল্লাহ।
ডে -০১
---------------
সকালে চকরিয়া অথবা আলীকদম বাজারে নেমে নাস্তা সেরে গাড়ি করে চলে যাবো আমতলীঘাট। আমতলীঘাট থেকে বোটে করে চলে আসবো দুছরি বাজার। সেখান থেকেই আমাদের ট্রেকিং শুরু।জগৎচন্দ্র হয়ে আমাদের আজকের গন্তব্য মিনিয়াং পাড়া। পথে আমরা উচিন্দা পাড়া দেখবো। রাতে আমরা মিনিয়াং পাড়ায় থাকবো। এদিন হাঁটা লাগবে প্রায় ৪-৫ ঘন্টা।
ডে -০২
---------------
খুব ভোরে উঠে নাস্তা সেরে যাব রুংরাং সামিট করতে। এরপর চলে যাবো ক্রিসতং সামিটে। দুপুরে ক্রিসতং এর চূড়ায় আমরা শুকনা খাবার আর মুড়ি বানানো খাবো। সামিট শেষে ক্রিসতং এর নৈসর্গিক ফরেস্ট ঘুরে আমরা বিকেলে মিনিয়াং পাড়ায় ব্যাক করবো রাতে এখানে অবস্থান করবো। এদিন হাঁটা পড়বে ৬/৭ ঘন্টা।
ডে -০৩
---------------
সকালে ঘুম থেকে উঠে নাস্তা সেরে নিবো। তারপর বেরিয়ে পড়বো মিনিয়াং পাড়ার জুমের পথ ধরে,২/৩ ঘন্টা হেটে আমরা চলে যাবো শামুক ঝর্ণা। শামুক ঝর্ণাতে গোসল করে, খাবার খেয়ে শামুক ঝিরি দেখতে দেখতে চলে যাবো গন্তব্য দুছুরি বাজার। সেখান থেকে বোটে করে চলে আসবো আলীকদম। সন্ধ্যায় খাবার খেয়ে বাসে করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবো।
ডে -০৪
---------------
ভোর ৬ টার মধ্যে ইনশাআল্লাহ ঢাকা থাকবো।
=================================
▪️ যা যা থাকছে এর মধ্যেঃ-
√ ঢাকা-আলিকদম-ঢাকা নন এ/সি বাসের টিকেট
√ ০৭ নভেম্বর সকালের খাবার থেকে শুরু করে আসার দিন রাতের খাবার সহ প্রত্যেক দিনের নাস্তা, ভারী খাবার, শুকনা খাবার
√ অভ্যন্তরীণ নৌকা+গাড়ি ভাড়া
√ গাইড এর খরচ+ফি
√ পাহাড়ি পাড়া/জুমঘরে থাকার খরচ।
▪️ যা যা থাকবে নাঃ-
√ ব্যক্তিগত মেডিসিন
√ ব্যক্তিগত খরচ
√ প্যাকেজের বাইরে কোন খাবার খেলে বা অন্য কোন খরচ করলে।
√ বাসে হোটেল বিরতিতে কোন খাবার।
=================================
▪️ খাবার মেন্যু
এই রকম অ্যাডভেঞ্চার ট্রিপ গুলোতে কোন বেলায় কি খাওয়ানো হবে তা একদম নির্দিষ্ট করে আগেই বলে রাখা কঠিন। আমরা মূলত এই ট্রিপ গুলোতে - মুরগী, সবজি, ডাল, আলু ভর্তা, ডিম এই গুলো খাবার হিসেবে রাখি। কিন্তু যেহেতু এই সমস্তত ট্রিপ গুলোতে নিজেদেরেই রান্না করে খেতে হয় আর সব বাজার নিয়ে যেতে হয়, তাই কোন বেলায় কি খাওয়ানো হবে তা আগেই নির্দিষ্ট করে বলে দেওয়া কঠিন। আমরা কখনই খাবার দাবার এর ব্যাপারে কম্প্রোমাইজ করি না এই ব্যাপারে আমরা সর্বোচ্চ সেবা দিয়ে থাকি।
এই ছাড়াও ট্রেকিং এর সময় খাবার হিসেবে সবাইকে এক প্যাকেট করে ভালো মানের শুকনা খাবার দিয়ে থাকি।
★★★ বড় বড় ছুটির সময়ের ট্রিপ গুলোতে বেশ কিছু ভোগান্তটির সম্মুখীন হতে হয় যেমন জামের কারনে বাস একটু লেইট করে আসা, প্রচুর মানুষ ঘুরতে যায় তাই আর্মি ক্যাম্প গুলোতে পারমিশন নিতে একটু সময় লাগা, চাঁদের গাড়ি, ট্রলার এইসবেও একটু লেইট হয় তাই এই সমস্ত বিষয় গুলো নিয়ে কোন অভিযোগ থাকা যাবেনা। যদি আমার কোন ত্রুটি হয়ে থাকে সে ক্ষেত্রে আমরা আমরা অবশ্যই আমাদের ত্রুটি গুলো স্বীকার করে নিবো ★★★
=================================
★★★ কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবে ★★★
১। প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে। যেখানে সেখানে ময়লা, শুকনো খাবারের প্যাকেট, প্লাস্টিক বোতল/জার, কলার খোসা ইত্যাদি ফেলা কঠোরভাবে নিষিদ্ধ। প্রতিটি জায়গা আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব।
২। এই ট্রিপ কোনভাবেই আরামের কোন ট্রিপ নয়। এটি একটি এক্সট্রিম এডভেঞ্চারাস ট্রিপ রোমাঞ্চকর হবে।
৩। ৬-৭ ঘন্টা হাটা লাগবে ।
৪। নিজের ব্যাগ, পানির বোতল, খাবার সবকিছু নিজেদেরকেই বহণ করতে হবে।
৫। দূর্গম পাহাড়ি পথ, তাই যেকোন পরিস্থিতিতে গাইড এবং এডমিন প্যানেল কতৃক রূট বা প্লানের পরিবর্তন হতে পারে। যেকোনো ধরনের সমস্যা সবাই মিলে মোকাবেলা করার মানসিকতা থাকতে হবে। এডমিনের সিদ্ধান্ত মেনে চলতে হবে।
৬। দিনের অধিকাংশ সময় পাহাড়ে ট্রেকিং করব তাই দুপুরে খাবারে প্রবলেম হতে পারে। দুপুরের অই সময়টা শুকনো খাবার খেয়ে থাকতে হতে পারে আবার পাহাড়ি এলাকায় ভাল খাবার আপনি নাও পেতে পারেন। শুনে কনফার্ম করবেন। (ইভেন্ট থেকে শুকনো খাবার দেওয়া হবে)
৭। ট্যুরের আগ মুহূর্তে, ট্যুরের সময় আমরা যেকোনো অনাকাঙ্খিত অবস্থার সম্মুখীন হতে পারি সেক্ষেত্রে টিম লিডারের সিদ্ধান্ত মেনে চলতে হবে।
৮ । যেহেতু অফ ট্রেইল ট্রেকিং ট্যুর তাই ট্যুর প্ল্যান বা রুট প্ল্যান যেই কোন সময়ই পরিবর্তন হতে পারে।
=================================
বিঃদ্রঃ যেহেতু ব্যাকপ্যাকিং ট্যুর এবং আমরা আমাদের কমপক্ষে ১-২ কেজি রেশন নিজেরাই বহন করবো তাই যারা যাবেন তাদেরকে সেভাবেই মানসিক প্রস্তুতি গ্রহনের জন্য আহ্বান জানানো গেলো। এবং প্রতিবেলা খাবার রান্নায় সবাইকেই সমানভাবে সহযোগিতা করতে হবে।
=================================
★ ব্যাগপ্যাক সামগ্রীঃ
১) হালকা ব্যাগপ্যাক (সাবান, স্যাম্পু, এন্টিসেপটিক ক্রিম, ভিজা কাপড় রাখার জন্য পলিথিন )
২) ২/৩ দিনের কাপড় (জিন্স প্যান্ট বা ভারী কাপড় পরিহার করে ফুল হাতার জার্সি টি-শার্ট নিতে পারেন)
৩) লুঙ্গী, গামছা, সানগ্লাস, ক্যাপ
৪) ক্যামেরা ও পাওয়ার ব্যাংক
৫) হালকা শুকনো খাবার
৬) টর্চ ও লাইটার
৭) পানির বোতল
৮) টিস্যু, টুথপেস্ট, ব্রাশ
৯) ট্রেকিং উপযোগী হাল্কা জুতা বা স্যান্ডেল (ভাল গ্রীপ না থাকলে ট্রেকিংয়ে কষ্ট হবে অনেক)
১০) এংলেট, নি-গার্ড
১১) ওডোমোস ক্রীম (মশার হাত থেকে বাচার জন্য জরুরী)
=================================
☎️ বিস্তারিত জানতে/ বুকিং এর জন্য কল করুন
▪️ 01672296469, 01897 985 200 (শুভ)
▪️ 01871-710438 (রনি)
▪️ 01798340177(সিফাত)
--------------------------------------------
📍অফিস ঠিকানা: ৫৬ (৩য় তলা), লেক সার্কাস, পশ্চিম পান্থপথ, ঢাকা-১২০৫
                  			Advertisement
																								 
											
                  	
                    Event Venue & Nearby Stays
Alikodom , Bandarban, Alikadam, Bandarban.,Chiringa, Chittagong, Bangladesh
									Concerts, fests, parties, meetups - all the happenings, one place. 
								
							










