gazipur two Cox's Bazar

Thu, 06 Nov, 2025 at 10:30 pm UTC+06:00

Cox's Bazar Sea Beach । কক্সবাজার সমুদ্র সৈকত | Chittagong

Bus Vibes
Publisher/HostBus Vibes
gazipur two Cox's Bazar
Advertisement
বিসমিল্লাহির রাহমানির রহিম"

‎আসসালামু আলাইকুম,
‎N 3 BUS VIBES পরিবারের সদস্যরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।

‎হানিফ লাভারদের জন্যে সবচেয়ে আনন্দময় মূহুর্তের একটি হচ্ছে হানিফে ভ্রমণ করা। এন১ এর মতো রাস্তায় ১জে বাসের গর্জন শুনতে শুনতে পথ চলার চেয়ে তৃপ্তিদায়ক জিনিস খুব কমই রয়েছে। সকলের সাথে সেই আনন্দ ভাগাভাগি করে নিতে N 3 BUS VIBES থেকে আয়োজন করা হচ্ছে আরও একটি “স্পেশাল ট্যুর”।
‎হানিফ লাভারের ট্যুরে বরাবরের মতই যাত্রাপথে আমাদের সঙ্গী হিসেবে থাকবে হানিফ এন্টারপ্রাইজের একটি হিনো একে-১জে বাস।

‎সকলের মতামতের উপর ভিত্তি স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে অপরূপ সৌন্দর্য্যে ঘেরা বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকতের জেলা “কক্সবাজারকে”।

‎*****এবার আমাদের ট্যুরটি হবে ২রাত ১ দিনের****

‎👉আমরা 06ই নভেম্বর রোজ বৃহস্পতিবার রাত ১০.৩০ মিনিটে গাজীপুর থেকে বাস ছাড়বো, ইনশাল্লাহ। আল্লাহর রহমতে সবকিছু ঠিকঠাক থাকলে শুক্রবার সকালে কক্সবাজার পৌঁছাবো করবো তারপরে অন্যরা কক্সবাজার গিয়ে যা করে আমরাও সেটাই করবো😆 শুক্র ও কক্সবাজারে আমাদের যাবতীয় কাজ (ঘুরাঘুরি) সেরে রাতে আমরা কক্সবাজার ত্যাগ করবো এবং আমাদের নির্ধারিত বাসে উঠে ব্যস্ত নগরী ঢাকার উদ্দেশ্যে রওনা করবো ইনশাল্লাহ।

‎এতকিছু করার জন্য প্রয়োজন হবে অনেক টাকার। তাই ইচ্ছে না থাকা স্বত্বেও বাধ্য হয়ে আপনাদের কাছ থেকে চাঁদা নিতে হচ্ছে🤪

‎### ট্যুরের চাঁদা নির্ধারণ করা হয়েছে মাত্র ****২৬০০*** টাকা। যদি কেউ বিকাশে টাকা পাঠাতে চান তাহলে ২৬৫০/- টাকা পাঠানোর অনুরোধ করা হলো।

‎###বিকাশ নাম্বারঃ 01956833990 ( shimul)

‎********এই চাঁদার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে আপ-ডাউন বাস ভাড়া****"*
‎#### খাওয়া-দাওয়া ও অন্যান্য যাবতীয় খরচ নিজ দায়িত্বে বহন করতে হবে।******

‎ট্যুরের পেমেন্ট করতে ও যাবতীয় তথ্য জানতে যোগাযোগ করুন আমাদের এডমিন প্যানেলের সাথে।

‎* shimul shanto :01956833990



‎### ট্যুরের ক্ষেত্রে এডমিন যে কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রাখে। ****

‎আল্লাহ সহায় হলে কক্সবাজার থেকে স্মৃতির পাতায় নতুন কোনো সুখস্মৃতি নিয়ে ফেরত আসতে পারবো, ইনশাল্লাহ।
Advertisement

Event Venue & Nearby Stays

Cox's Bazar Sea Beach । কক্সবাজার সমুদ্র সৈকত, Cox's Bazar, Bangladesh, Chittagong

Icon
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.

Ask AI if this event suits you:

More Events in Chittagong

\u09a4\u09be\u09ab\u09b8\u09c0\u09b0\u09c1\u09b2 \u0995\u09c1\u09b0\u0986\u09a8 \u09ae\u09be\u09b9\u09ab\u09bf\u09b2\u0964
Thu, 06 Nov at 09:00 pm তাফসীরুল কুরআন মাহফিল।

Chittagong, Chittagong Division, Bangladesh

Ex Leo Reunion 2025
Fri, 07 Nov at 05:30 am Ex Leo Reunion 2025

Chittagong Senior's Club

\u09e7\u09ae \u0997\u09c7\u099f\u099f\u09c1\u0997\u09c7\u09a6\u09be\u09b0-\u09e8\u09eb
Fri, 07 Nov at 09:00 am ১ম গেটটুগেদার-২৫

Salmon Restaurant

Chittagong is Happening!

Never miss your favorite happenings again!

Explore Chittagong Events