Advertisement
“কর্মজীবী নারী আন্তঃস্কুল-কলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫”নারীর অবদান আজ শুধু সংসারের চার দেয়ালে সীমাবদ্ধ নয়, বরং রাষ্ট্র, সমাজ ও অর্থনীতির প্রতিটি খাতেই কর্মজীবী নারীরা রাখছেন সমান ভূমিকা। অথচ অপ্রাতিষ্ঠানিক খাতের নারীরা এখনও যথাযথ স্বীকৃতি ও অধিকার থেকে বঞ্চিত। এই বাস্তবতাকে সামনে এনে তরুণ প্রজন্মের চিন্তাশক্তিকে জাগিয়ে তুলতেই আয়োজন করা হচ্ছে "কর্মজীবী নারী আন্তঃস্কুল-কলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫"।
🔹তারিখ: ১০-১১ অক্টোবর, ২০২৫
🔹বিতর্কের ধরণ: এশিয়ান পার্লামেন্টারি
🔹টিম ক্যাপ: ১৬
🔹অংশগ্রহণের যোগ্যতা: স্কুল কলেজের (এইচএসসি ২০২৫সহ) সকল শিক্ষার্থী।
🔹রেজিষ্ট্রেশন ফি: ৬০০ টাকা
🔹প্রি-রেজিষ্ট্রেশন লিংক খুব দ্রুতই দিয়ে দেয়া হবে।
মূল উদ্দেশ্য:
এই প্রতিযোগিতার মূল লক্ষ্য হলো তরুণ প্রজন্মের মধ্যে কর্মজীবী নারীদের প্রতি সহমর্মিতা ও সচেতনতা তৈরি, নারীর অদৃশ্য অবদানকে দৃশ্যমান করা এবং সমাধানভিত্তিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা। বিতার্কিকদের যুক্তি ও প্রস্তাবনা শুধু প্রতিযোগিতার মঞ্চেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা হয়ে উঠবে সমাজে সমঅধিকারভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ নির্মাণের দিশারী।
Advertisement
Event Venue & Nearby Stays
355/1, Dilu Road (Level-1), Mogbazar, Dhaka-1217, 1217 Dhaka, Bangladesh, Dhaka, Bangladesh