Advertisement
																								 
											
                  	
                    আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধানের জন্মশতবার্ষিকীও বিভাগের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান আগামী ০৮ নভেম্বর শনিবার ২০২৫ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য RUBAA-এর ওয়েবসাইটে (www.rubaa.net) সাইন আপ করে বিনামূল্যে আপনার টিকিট সংগ্রহ করতে পারবেন।
উল্লেখ্য যে ৪ নভেম্বরের পরে টিকিট সংগ্রহ করা যাবে না।
আপনাদের আন্তরিক সহযোগিতা, আগ্রহ ও অংশগ্রহণ অনুষ্ঠানটিকে সফল করে তুলবে।
সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
আমন্ত্রণে
ম
প্রফেসর সাবরিনা নাজ
সভাপতি, উদ্ভিদবিজ্ঞা ৪ন বিভাগ
এবং
মোবারক হোসেন জুয়েল
প্রেসিডেন্ট, RUBAA
                  			Advertisement
																								 
											
                  	
                    Event Venue & Nearby Stays
স্যার জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান ভবন,রাজশাহী বিশ্ববিদ্যালয়।, Rajshahi, Bangladesh
 
								
									Concerts, fests, parties, meetups - all the happenings, one place. 
								
							







