Advertisement
#ঘুরুন ঘুরান্তিসের সঙ্গে #🐅 কোনো প্রকার হিডেন চার্জ ছাড়া স্বল্প খরচে ঘুরে আসি সুন্দরবন🐅
যাত্রা শুরু: ১৬ জানুয়ারি ২০২৫ (রাতে রওনা)
ফিরে আসা : ১৯ জানুয়ারি ২০২৫ (রাত ১১টার মধ্যে ঢাকা পৌঁছানো)
ভ্রমণসময়সীমা: ৪ রাত ৩ দিন
#ভ্রমণস্পট:
🛑আন্দারমানিক🐅
🛑জামতলা সি-বিচ🐅
🛑কটকা অফিস পাড় 🐅
🛑টাইগার পয়েন্ট 🐅
🛑হিরন পয়েন্ট 🐅
🛑করমজল 🐅
🛑দুবলার চর 🐅
🛑কেনেল ক্রজিং 🐅
#খাবার: প্রতিদিন ৫ বেলা স্নাক্সসহ ডবল মেনুর খাবার থাকবে। চা এবং কফির ব্যবস্থা থাকবে পর্যাপ্ত।
★ইভেন্ট ফি শুরু : ঢাকা-সুন্দরবন-ঢাকা : ৭৯৯৯ টাকা
★খুলনা-সুন্দরবন-খুলনা : ৭০০০ টাকা।
অ্যাটাচ ওয়াশরুম :
★ কাপল অ্যাটাচ ওয়াশরুম জনপ্রতি: ৯০০০ টাকা
★ ১:৩ অ্যাটাচ ওয়াশরুম জনপ্রতি : ৮৫০০ টাকা
ননঅ্যাটাচ ওয়াশরুম :
★ কাপল বেড জনপ্রতি : ৮৬৯৯ টাকা
★১:৩ বেড (এক রুমে ৩ জন) জনপ্রতি : ৮২৯৯ টাকা
★ সিঙ্গেল বেড, টুইন বেড, ১:৪ বেড জনপ্রতি : ৭৯৯৯ টাকা
⭕বুকিং মানি ৪০০০/- ( ৪০৮০ বিকাশ খরচসহ)
ইভেন্টে যেতে আগ্রহী হলে নিচে দেওয়া বিকাশ নম্বরে ৪০৮০ টাকা পাঠিয়ে নিজের নাম+ফোন নম্বর+বিকাশের শেষ ৩টি ডিজিট মেসেজ করবেন। ফিরতি মেসেজে কনফর্মেশন পেয়ে যাবেন।
বিকাশ নম্বর: 01606 084903
⭕খাবার :
১ম দিন:
সকালের নাশতা : পরোটা, ডিম ভাজি, সবজি, সুজির হালুয়া, কলা, চা/কফি ইত্যাদি।
স্ন্যাকস : পেঁপে, বিস্কুট, চা/কফি ইত্যাদি।
দুপুরের মেন্যু: সাদা ভাত, ভর্তা, মিক্স সবজি, ফিশ ফ্রাই, চিকেন কারি, ডাল, সালাদ ইত্যাদি।
সন্ধ্যার নাশতা: ভেজিটেবল পকোড়া, আলুর চপ উইথ টমেটো সস, চা/ইত্যাদি।
ডিনার: ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, চাইনিজ ভেজিটেবল, ফিশ ফ্রাই, কোল্ড ড্রিংক্স ইত্যাদি।
২য় দিন:
সকালের নাশতা: খিচুড়ি, বেগুন ভাজি, ডিম ভাজি, আচার, চা/কফি ইত্যাদি।
স্ন্যাকস : সিংগাড়া উইথ টমেটো সস, চা/কফি ইত্যাদি।
দুপুরের খাবার : সাদা ভাত, ভর্তা, মিক্সড সবজি, ফিশ ফ্রাই, হাঁসের মাংস, ডাল, সালাদ ইত্যাদি।
সন্ধ্যার নাশতা: স্যান্ডউইচ, আলুর চপ, চা/কফি ইত্যাদি।
ডিনার: পরোটা, চিকেন বারবিকিউ, ফিশ বারবিকিউ, ডালভুনা, রুশ সালাদ, কোল্ড ড্রিংকস ইত্যাদি
৩য় দিন:
সকালের নাশতা: সাদা ভাত/ পরোটা, ডিম ভাজি, মিক্সড সবজি, চা/কফি ইত্যাদি।
স্ন্যাকস: সিজনাল ফ্রুটস, চা/কফি ইত্যাদি।
দুপুরের খাবার: প্লেইন পোলাও, মাটন কারি, গলদা চিংড়ি কারি, ফিশ ফ্রাই, ডাল, দই, সালাদ, কোল্ড ড্রিংকস ইত্যাদি।
স্ন্যাকস : ফ্রেঞ্চ ফ্রাই, সবজির চপ উইথ টমেটো সস, চা/কফি ইত্যাদি।
বি: দ্র: সিজনের কারণে খাবার মেন্যুর সামান্য তারতম্য হতে পারে।
ইভেন্টে যা অর্ন্তভুক্ত নয় :
⭕ কোনো প্রকার ব্যক্তগত খরচ
⭕ হাইওয়ে খরচ
⭕ ফেরার দিনের রাতের খাবার
⭕ ভ্রমণ বৃত্তান্ত :
#১ম_দিন:
সকাল ৭:৩০ খুলনা জেলখানা ঘাট থকে আমাদের যাত্রা শুরু। রুপসা এবং পশুর নদী ধরে খুলনা শিপইয়ার্ড, রুপসা ব্রিজ, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র এবং মংলা বন্দর পাশে রেখে আমাদের শিপ চলবে হাড়বাড়িয়া বা আন্ধারমানিকের উদ্দেশ্যে।
দুপুরের খাবার খেয়ে নামব আন্ধারমানিক ইকো-ট্যুরিজম কেন্দ্রে। আগে পিছে গানম্যান রেখে সারিবদ্ধ ভাবে যাব নির্ধারিত ফুট ট্রেইল ধরে। মিষ্টি পানির পুকুর পার হয়ে ঢুকব গভীর বনে৷ দু,পাশে থাকবে ঘন শ্বাসমূল যুক্ত ম্যানগ্রোভ উদ্ভিদ। সুন্দরী, গোলপাতা,গেওয়া গাছ এই বনে বেশী। প্রচুর হরিণের পায়ের ছাপ এবং নিশ্চুপ থাকলে হরিণের পাল দেখা যাবে। কাকড়ার পাল ছুটে লুকাবে আপনার চলার শব্দে।প্রায় ১ মাইল ট্রেইল ঘুরে নবনির্মিত ওয়াচ টাওয়ার এ বিশ্রাম নিয়ে শীপে ফিরে আসবো। শীপে ফিরে বিকালের নাস্তা খাবো।
শীপ চলবে সাগরের মোহনায় অবস্থিত "কটকা অভয়ারণ্যে।
#২য়_দিন:
খুব সকালে ঘুম থেকে উঠে দেশী নৌকায় ক্যানেল ক্রুজিং এবং চুপ থেকে বনের নিস্তব্ধতা উপভোগ করবো৷ সেখান থেকে টাইগার ট্রি'র ঝোপ,হরিণের বিচরণের মাঠ এবং গভীর বন পেরিয়ে আড়াই কিলো দূরের জামতলা সী বীচে যাবো। উপভোগ করবো বাংলাদেশর দুই গর্ব "সুন্দরবন" এবং 'বঙ্গপোসাগর " এর মিলন স্থান।
এরপর কাঁদা,শ্বাস মূল আর ভয়ংকর গড়ান বন পেরিয়ে যাওয়ার পথে খুব কাছ থেকে হরিণের পাল দেখা যাবে।
এরপর ফিরবো শীপে৷ সকালের নাস্তা করতে করতে শীপ যাবে হিরণ পয়েন্ট উদ্দেশ্যে।
হিরণ পয়েন্ট গা,ছমছমে ছন বনের ভিতর দিয়ে হাটবো। হরিণের পাল মাথা উচু করে আপনাকে দেখেই ছুটে পালাবে এবং আপনি বুঝবেন কেনো এখানকে বাঘের ডাইনিং বলা হয়। ছমছমে ভাব নিয়েই ফিরবো শীপে। শীপে করে যাবো দুবলার চর বা ডিমের চর
মনরম সুন্দর সী বীচে থাকবো সন্ধা পর্যন্ত। তারপর ফিরবো শীপে। শীপ চলবে করমজলের উদ্দেশ্যে।
#৩য়_দিনঃ
করমজলে নোনা পানির বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র। ছোট বড় কুমির,বিলুপ্ত প্রায় প্রজাতির কচ্ছপ,বানরের পালের বাদরামি এবং হরিণকে হাত থেকে ঘাস খাইয়ে শীপে ফিরে খুলনা/মংলার উদ্দেশ্যে যাত্রা করবো।
#নিরাপত্তা: 🐅
নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোস নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগের দুই জন সশস্ত্র নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VHF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।
#সুন্দরবন_ভ্রমণের_করনীয় :🐅
🌿উজ্জল রঙ্গের কাপড় ( যা অনেক দূর থেকে চোখে পড়ে ) পরিহার করা। হালকা রঙের এবং ঢিলে ঢালা ফুল স্লিব পোশাক পরা।
🌿কোন প্রকার সুগন্ধি ব্যবহার না করা।
🌿পিছনে বেল্ট আছে এবং পানিতে ভিজলে নষ্ট হবে না এমন সেন্ডেল / কেডস সাথে নিতে হবে। সু/ হাই হিল নিবেন না।
🌿এডভেঞ্চার ট্যুরে লাগেজের সাইজ ছোট হওয়াই ভালো।
🌿জঙ্গলে নামার পর কোন অবস্থাতে উচ্চ স্বরে কথা বলা যাবে না এবং খুব প্রয়োজন না হলে কথা না বলেই ট্রাকিং করতে হবে।
🌿যেহেতু সমস্ত প্রয়োজনীয় সব কিছু আমাদের খুলনা থেকে নিয়ে উঠতে হবে তাই পানি অপচয় না করা (নদীর পানি নোনা) এবং খাবার পানি অন্য কোন কাজে ব্যবহার না করা।
🌿জঙ্গলে নামার পর সু-শৃক্ষল ভাবে হাটতে হবে এবং কোন অবস্থাতে দল ছুট হওয়া যাবে না।
🌿গাছের ডাল, পাতা বা লতায় হাত দেওয়া বা ছেড়া যাবে না।
🌿পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। যেমন: পলিথিন বা প্যাকেজিং বস্তু যত্রতত্র ফেলা যাবে না।
🌿স্থানীয় এবং অন্য ভ্রমণকারী দলের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করা।
🌿গাইড এবং নিরাপত্তা রক্ষীদের নির্দেশনা মেনে চলা।
আমাদের সমস্ত প্রচেষ্টা আপনাদের নিরাপত্তা এবং আনন্দদায়ক ভ্রমণের জন্য তাই আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।
#সাথে কি কি রাখতে হবে:
✅প্রয়োজনীয় ঔষধ।
✅টুথ ব্রাশ ও পেস্ট।
✅ক্যাপ,সান গ্লাস সানস্ক্রিন লোশন
✅ক্যামেরা,মেমরি কার্ড ও পাওয়ার ব্যাংক, টেলিটক সিম কার্ড।
✅সাবান,শ্যাম্পু
✅রেইন কোর্ট বা ছাতা
✅ব্যাক্তিগত অভ্যাসের সামগ্রী।
যে কোনো প্রয়োজনে : 01746 39 09 04
Advertisement
Event Venue & Nearby Stays
Sundarban - সুন্দরবন, Sarwar Autistic Children's Welfare Organization, খুলনা, বাংলাদেশ,Khulna, Bangladesh