Advertisement
৭ম পিসিডিএফ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫স্লোগান: “Let the river flow, let justice grow”
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেট ফোরাম (PCDF) সপ্তম বারের মতো আয়োজন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিতর্ক চর্চার সবচেয়ে বড় প্রতিযোগিতা —
❝৭ম পিসিডিএফ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫❞
প্রতিষ্ঠালগ্ন থেকেই পিসিডিএফ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে যুক্তিবোধ জাগ্রত করতে, চিন্তার স্বাধীনতা রক্ষায় এবং বিতর্ক চর্চাকে এক সামাজিক আন্দোলনে পরিণত করতে কাজ করে যাচ্ছে। যুক্তি ও ন্যায়ের পথে এই নিরন্তর যাত্রার প্রতীক হিসেবেই এবারের মূল প্রতিপাদ্য —
“Let the river flow, let justice grow.”
যেখানে “নদী” স্বাধীন চিন্তা আর তার অবিরাম প্রবাহের প্রতীক ঠিক যেন House of Dragon এর Lane হয়ে যুক্তির প্রবাহ বইছে Trident River-এর মতো শক্তি নিয়ে।
পিসিডিএফ এবারও তার বিতর্ক উৎসব সাজিয়েছে রঙিন আবহে, সুশৃঙ্খল আয়োজন আর প্রাণবন্ত অংশগ্রহণের প্রত্যয়ে, যেন প্রতিটি শব্দে ও যুক্তিতে প্রতিফলিত হয় ন্যায়ের জোয়ার।
সম্ভাব্য তারিখ: ১৪ ও ১৫ নভেম্বর, ২০২৫
স্থান: পিসিআইইউ ক্যাম্পাস
রেজিস্ট্রেশন ফি: ৪০০/-
রেজিস্ট্রেশন লিংক: (শীঘ্রই প্রকাশ করা হবে)
অংশগ্রহণের নিয়মাবলী:
প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে এশিয়ান সংসদীয় (বাংলা) ফরম্যাটে।
প্রতিটি বিভাগ থেকে দলের কোনো সীমা নেই। আগ্রহী সকল টিম অংশগ্রহণ করতে পারবে।
প্রতিটি টিমের ৩ জন সদস্য একই ডিপার্টমেন্টের হতে হবে, এবং অংশগ্রহণকারী হতে হবে বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী।
নির্ধারিত সময়ের মধ্যে (৩–১১ নভেম্বর) অংশগ্রহণকারীরা লবির বুথে বা ইভেন্ট লিংকের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবে।
প্রতিযোগিতার আগে সকল টিমের জন্য প্রশিক্ষণ কর্মশালা (Workshop) আয়োজন করা হবে, যেখানে উপস্থিতি বাধ্যতামূলক।
আয়োজকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
পুরস্কারসমূহ:
◾ অংশগ্রহণকারী সকল প্রতিযোগীর জন্য সার্টিফিকেট ও স্যুভেনির থাকবে।
◾ ফাইনালে অংশগ্রহণকারী দুই দলের জন্য চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি প্রদান করা হবে।
◾ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের প্রত্যেক সদস্য পাবেন বিশেষ সার্টিফিকেট।
◾ টুর্নামেন্টের সেরা বিতার্কিকের জন্য থাকবে সার্টিফিকেট ও ক্রেস্ট/মেডেল।
রেজিস্ট্রেশন বুথ:
৩ নভেম্বর – ১১ নভেম্বর
পিসিআইইউ লবি
যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন:
আসাবুল ইসলাম রাতুল
প্রেসিডেন্ট, পিসিডিএফ
নাম্বার: ০১৭৪৩৯১৯৩৪৯
ইব্রাহিম খলিল উল্লাহ্
সাংগঠনিক সম্পাদক, পিসিডিএফ
নাম্বার: ০১৭৩৪০৪০৩১৪
Advertisement
Event Venue & Nearby Stays
7-14. Nikunja Housing Society, South Khulshi, Chittagong, Bangladesh, 4205 Chittagong, Chittagong Division, Bangladesh
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.











