Advertisement
"যুক্তির বারুদে পুড়ে যাক অন্যায়কণ্ঠের পুষ্পে ফুটে থাক স্বপ্ন"
৫২, ৭১, ৯০ বা ২৪ প্রতিটি গণ আন্দোলনে নারীর ভূমিকা অগ্রগণ্য। অন্দরমহল এবং বাহিরমহলে নারীর নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের দৃষ্টান্ত চিরকাল উজ্জ্বল। নারীর সাহসিকতা ও মাহাত্ম্যকে স্মরণ করে কণ্ঠের পুষ্পে স্বপ্ন জাগানোর প্রত্যয়ে রোকেয়া বিতর্ক অঙ্গন আয়োজন করতে যাচ্ছে "৬ষ্ঠ রোকেয়া বিতর্ক উৎসব।" ১৯৯৫ সাল থেকে বিতর্ক অঙ্গনে নিজের গৌরবময় চিহ্ন রেখে চলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ঐতিহ্যবাহী এই সংগঠন। বেগম রোকেয়ার আদর্শকে ধারণ করে যুক্তিবাদী এবং মুক্ত চেতনার মানুষ তৈরি করা যার অন্যতম প্রধান উদ্দেশ্য।
তারিখ: ১৭ ও ১৮ জানুয়ারি, ২০২৫
এই আয়োজনে থাকছে:
১. বিশ্ববিদ্যালয় পর্যায়ে আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা
২. "পদ্মরাগ" প্রকাশনা উৎসব
রেজিষ্ট্রেশন লিংক এবং অন্যান্য বিস্তারিত তথ্য দ্রুতই ইভেন্টে জানিয়ে দেয়া হবে।
*** যেকোনো ব্যাপারে আয়োজকদের সিদ্ধান্তই চূড়ান্ত।
যেকোনো প্রয়োজনে যোগাযোগ:
মায়িশা মালিহা
সভাপতি, রোকেয়া বিতর্ক অঙ্গন
ফোন: 01995651662
নাজিয়া সুলতানা
সাধারণ সম্পাদক, রোকেয়া বিতর্ক অঙ্গন
ফোন: 01753478329
Advertisement
Event Venue & Nearby Stays
রোকেয়া হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, Dhaka, Bangladesh