২৭তম বিচ হাইকিং - টেকনাফ থেকে কক্সবাজার সৈকতে হাঁটা

Fri, 24 Jan, 2025 at 08:00 am to Mon, 27 Jan, 2025 at 09:00 pm UTC+06:00

Cox's Bazar-কক্সবাজার | Dhaka

\u09e8\u09ed\u09a4\u09ae \u09ac\u09bf\u099a \u09b9\u09be\u0987\u0995\u09bf\u0982 - \u099f\u09c7\u0995\u09a8\u09be\u09ab \u09a5\u09c7\u0995\u09c7 \u0995\u0995\u09cd\u09b8\u09ac\u09be\u099c\u09be\u09b0 \u09b8\u09c8\u0995\u09a4\u09c7 \u09b9\u09be\u0981\u099f\u09be
Advertisement
এটা একটা নন-কমার্শিয়াল ইভেন্ট, তবে ব্যতিক্রমী একটা উদ্দেশ্য আছে এই ট্যুর আয়োজনের পেছনে, আগ্রহ থাকলে বিস্তারিত পড়ে নিন!
বিচ হাইকিং ট্যুরের সময়ঃ
জানুয়ারির ২৩ তারিখ রাতে বৃহস্পতিবার ঢাকা/চট্টগ্রাম থেকে রওনা দিয়ে শুক্রবার সকালে টেকনাফে উপস্থিত থাকতে হবে। ২৪-২৫-২৬-২৭ এই চারদিন হাঁটা, সোমবার বিকেলে ট্যুর শেষ, সেদিন সন্ধ্যা কিংবা রাতে সুবিধাজনক সময়ে ঢাকার উদ্দেশ্যে রওনা, মঙ্গলবার সকালে ঢাকা এসে পৌছাবেন ইনশাআল্লাহ!
আনুমানিক খরচ: ৩৫০০-৩৬০০ টাকা (টেকনাফ টু কক্সবাজার)
এই খরচের মধ্যে অন্তর্ভুক্ত ৪ দিনের খাবার, মালামাল বহনের গাড়িভাড়া, হোস্টের খরচ, তাবু ভাড়া এবং টি শার্ট
(১ম দিন সকালের নাস্তা এবং শেষের দিন রাতের খাবার নিজ দায়িত্বে।)
ঢাকা বা অন্যান্য জায়গা থেকে নিজ দায়িত্বে সবাইকে টেকনাফ আসতে হবে, টেকনাফ থেকেই ট্যুরের হিসাব শুরু হবে। কেউ যদি কোন কারণে ট্যুর অসমাপ্ত রেখে চলে যায় সেক্ষেত্রে ট্যুরের খরচ কেবল ৫০০ টাকা কম রাখা হবে।
কেউ চাইলে আমরা কক্সবাজার থেকে ঢাকার রিটার্ন টিকেটের সময় হেল্প করতে পারবো।
রাতে আমরা তাবুতে থাকবো, যাদের তাবু আছে তারা নিজ নিজ তাবু আনবেন। সেক্ষেত্রে তাদের খরচ ৭০০ টাকা কম হবে।
সকলেই বাসা থেকে পাতলা কম্বল নিয়ে আসবেন, কেউ কম্বল আনতে না চাইলে বিকল্প হিসেবে আমাদের স্লিপিং ব্যাগ ভাড়া নিতে পারেন, ২০০ টাকা এক্সট্রা ভাড়া।
সকালে আর রাতে ভারি খাবার চলবে কিন্তু দুপুরে অনলি আপেল-খেজুর-কেক-বিস্কুট টাইপ হালকা খাবার!
বারবিকিউ আয়োজনে এক্সপার্ট কোন ট্যুর মেম্বার থাকলে আমরা বারবিকিউ আয়োজন করবো, ফিশ ফ্রাই করে খাবো।
আবহাওয়া এবং সময় অনুকূলে থাকলে মাছ ধরার বড় ট্রলার নিয়ে আমরা গভীর সমুদ্রে একটা রাইড দিবো।
এই ট্যুরে যদি লাক্সারিয়াস সুবিধা চান, উন্নত ওয়াশরুম, পছন্দসই খাবার, সবকিছু শতভাগ পারফেক্ট আশা যদি করেন তবে এই ট্যুর আপনার জন্য না। এমন এক জায়গায় ট্যুর করবেন যেখানে সবকিছুর সাথে আপনাকে মানিয়ে নিতে হবে, ৪টা দিন কিছুটা স্যাক্রিফাইস করতে হবে সবকিছুতে।
ভারি ব্যাগ আর তাবু আপনাকে বহন করতে হবে না, সেটা আগেই গাড়িতে করে ক্যাম্পিং সাইটে পাঠিয়ে দেওয়া হবে। রিলাক্সে হাঁটতে পারবেন, এটা অনেক বড় একটা সুবিধা দিবে পুরো ট্যুরে, চারদিনই আপনি রিলাক্সে হাঁটবেন, ব্যাগ টানাটানির প্যারা নাই।
প্রথম দিন সকালে যে হোটেলে নাস্তা করব সেখানে ওয়াশরুম আছে দুইটা, ফ্রেশ হওয়ার সুযোগ পাবেন।
শেষের দিন কক্সবাজারে হোটেলে রুম নেওয়া থাকে, সবার ব্যাগপত্র সেখানেই থাকবে, সন্ধ্যাবেলা আপনি কক্সবাজারে শপিং এ কাটাতে পারেন।
যেহেতু এটা কোন বাণিজ্যিক ইভেন্ট না, তাই সকল ধরণের ত্রুটি বিচ্যুতি হাসি মুখে মেনে নিতে হবে! আলহামদুলিল্লাহ্‌ ২০১৬ সাল থেকে এ পর্যন্ত ২৫ বার ইভেন্টটা শেষ করতে পেরেছি!
সফলভাবে যারা ৪ দিন পুরোটা হাঁটতে পারবেন তাদের জন্য ক্রেস্ট থাকবে।
কোন কিছু জানার থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার আইডি লিংক: https://m.facebook.com/profile.php?id=100046236060189
একটা গুরুত্বপূর্ণ কথা, ট্যুরিজমে আমরা প্রফেশনাল কেউ না আর আমরা গতানুগতিক কোন ইভেন্টও আয়োজন করিনা! এই ইভেন্টটা আয়োজন করার পেছনে আমাদের আরো একটা উদ্দেশ্য আছে, তা হচ্ছে সমাজের সুবিধাবঞ্চিত কিছু ছেলেমেয়েদের উপকার।
যারা যাবেন তাদের প্রত্যেকের কাছ থেকে যা খরচ হবে তার সাথে ১০০০ টাকা করে অতিরিক্ত নেওয়া হবে এবং সেই টাকাটা পাবে কিছু গরীব ছাত্র-ছাত্রী। গত ৮ বছর ধরে আমরা এই টাইপের কাজে জড়িত আছি, এলাকার যেসকল ছাত্র-ছাত্রী টাকার অভাবে ঠিকমতো পড়াশুনা করতে পারে না, নিয়মিত খাতা-কলম ও জরুরী শিক্ষা উপকরণ কিনতে যাদের কষ্ট হয়ে যায় তাদের কিছুটা সহায়তা করা। আমরা কষ্ট করে ইভেন্টটা আয়োজন করলাম, তার বিনিময়ে কিছু গরীব ছাত্র সামান্য হলেও উপকৃত হবে, সেটাই আমাদের চাওয়া! আমাদের ইচ্ছে আছে প্রতি বছর এই ইভেন্টটা আয়োজন করার! প্রথমবার যখন এই ইভেন্টটা আয়োজন করেছিলাম তখন এই আইডিয়া মাথায় আসেনি, এখন থেকে প্রতি বছর এটা এপ্লাই করি, সবাই বেশ এপ্রেসিয়েট করে। যারা আমাদের সাথে ঘুরতে গিয়েছে তাদের কাছ থেকে আশাব্যঞ্জক সাড়া পেয়েছি, এমনও হয়েছে ট্যুরের খরচের বাইরে ১৫০০/২০০০ টাকাও কেউ কেউ দিয়েছে এই ফান্ডে!
উপরে দেওয়া ৩৫০০-৩৬০০ টাকা খরচের সাথে এই ১০০০ টাকা যুক্ত হবে।
যারা যেতে চান তাদের প্রতি আহ্বান থাকবে আপনারা এই সহায়তাটুকু দিয়ে দিবেন! । যারা ৪ দিনের ট্যুরে ৫০০০ টাকা খরচ করতে সক্ষম আমার মনে হয় তারা আর ১০০০ টাকা অতিরিক্ত খরচ করতেও সক্ষম। ইভেন্টের পরে নতুন শিক্ষা বছর শুরু হবে, প্রতি বছর বেশ কয়েকজন আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীকে নতুন ড্রেস ও ভর্তি ফি দেওয়ার ব্যবস্থা করতে হয় আমাদের, আপনাদের টাকায় হাসি ফুটবে অনেক গুলো অসহায় বাচ্চার মুখে!
সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আমাদের কর্মকাণ্ড দেখতে এই গ্রুপের পোস্ট গুলো দেখে নিতে পারেন, অতিরিক্ত নেওয়া টাকাটা এই খাতেই ব্যয় করা হবে!!
গ্রুপ লিংক-
https://m.facebook.com/groups/299990990521485?refid=18&__tn__=C-R
কিছু জানার থাকলে ইনবক্স করবেন অথবা ইভেন্টের ওয়ালে পোস্ট করবেন!
আর আপনার পরিচিত কেউ যাবে কিনা দেখুন, ট্যুর কনফার্ম করার পর দেখা যায় অনেকেই বলেন যে আমার কলিগ বা ফ্রেন্ড যেতে চায়, আমার টার্গেট ফুল হয়ে যাওয়ার কারণে তখন নতুন আর কাউকে নেওয়ার সুযোগ হয়না।
ট্যুরে যদি মোটামুটি নিশ্চিতভাবে যেয়ে থাকেন তবে আপনার ফ্রেন্ড সার্কেলকে আগেই জানিয়ে রাখতে পারেন, এদের মধ্যে কেউ যদি আগ্রহী হয় তবে আমাকে জানিয়ে রাখবেন।
চার দিনের ট্যুর, তার উপর কিছুটা ব্যতিক্রমী, কোন ফ্রেন্ড/কলিগ যদি সাথে যায় তবে সাহস বাড়বে, মজাটাও বেশি হবে।
ট্যুরের আসন ৩০টি, যারা আগে কনফার্ম করবেন তাদেরকে নেওয়া হবে। কনফার্ম করতে বুকিং মানি দিতে হবে। কোন কারণে যেতে না পারলে অন্তত এক সপ্তাহ আগে জানালে পুরো টাকা রিটার্ন পাবেন, সেই টাকা পরের হাইকিং এর জন্য বুকিং হিসেবে রাখবেন, যখন যাবেন হিসাব হবে। হঠাৎ করে সমস্যা যে কারো ক্ষেত্রেই হতে পারে, তাই অত কঠিন নিয়ম নেই আমাদের এখানে।
যারা হাইকিং এ আগ্রহী তারা সবাই এই গ্রুপে আছে, জয়েন করতে পারেন, এখানে হাইকিং নিয়েই আলোচনা হয়!
গ্রুপ লিংক: https://mbasic.facebook.com/groups/442585133287617
যারা নতুন যাবেন তারা নিচের লিংকে গিয়ে পুরো লেখাটা পড়ে নিবেন, আপনার অনেক প্রশ্নের উত্তর সেখানে পেয়ে যাবেন।
https://m.facebook.com/story.php?story_fbid=452602473632821&id=100066492174500
এ ট্যুরে আগ্রহী প্রচুর, সবাইকে এক ট্যুরে সুযোগ দেওয়া যায় না বলে প্রতি সিজনে ৫-৬ টা ট্যুর এরেঞ্জ করতে হয় আমাদের।
আর হ্যাঁ, ট্যুরের তারিখ চেঞ্জ হতে পারে, সেক্ষেত্রে আমরা অন্তত এক সপ্তাহ আগে জানিয়ে দিব।
ফেব্রুয়ারীর ৭-৮-৯-১০ এই চারদিন আরো একটা ট্যুর আছে আমাদের, যেটাতে কেবল ফ্যামিলি নিয়ে আসবে তারা যেতে পারবে, কেউ চাইলে বউ-বাচ্চা কিংবা ভাইবোনকে সাথে নিয়ে আমাদের টিমে যুক্ত হতে পারেন।
জানুয়ারি ফেব্রুয়ারিতে আরো বেশ কয়েকটা ট্যুর হবে ইনশাআল্লাহ।
যাদের আগ্রহ আছে তারা ইভেন্টে Going/Interested এ ক্লিক করে রাখুন, বিভিন্ন আপডেট পেয়ে যাবেন!
Advertisement

Event Venue & Nearby Stays

Cox's Bazar-কক্সবাজার, Laboni Point,Dhaka, Bangladesh

Sharing is Caring:

More Events in Dhaka

DHAKA International 10K
Fri, 24 Jan, 2025 at 05:30 am DHAKA International 10K

Hatirjheel, Dhaka

ReRun 10K - Run for Renewable Energy
Fri, 24 Jan, 2025 at 06:00 am ReRun 10K - Run for Renewable Energy

Hatirjheel - হাতিরঝিল

IHSB STEM FEST - 2025
Fri, 24 Jan, 2025 at 07:00 am IHSB STEM FEST - 2025

International Hope School Bangladesh

ENGINEERS FAMILY GET-TOGETHER- 2025
Fri, 24 Jan, 2025 at 07:30 am ENGINEERS FAMILY GET-TOGETHER- 2025

Bashori Picnic Spot Gazipur

Kids Time Fair 2025
Fri, 24 Jan, 2025 at 09:00 am Kids Time Fair 2025

Bangladesh Shishu Academy

18th National Youth Conference 2025
Fri, 24 Jan, 2025 at 10:00 am 18th National Youth Conference 2025

Gonoshasthaya Kendra, Savar

Paint The Lily - Kid's Creative Festival
Fri, 24 Jan, 2025 at 10:00 am Paint The Lily - Kid's Creative Festival

Bangabandhu Sheikh Mujibur Rahman Novotheatre

Training on Green Leadership & Youth Action
Fri, 24 Jan, 2025 at 10:00 am Training on Green Leadership & Youth Action

9th Floor, 272/5, Amin Bhaban, Amin Garden Road, West Agargaon, Dhaka, Dhaka Division, Bangladesh

EEE FEST - 2025
Fri, 24 Jan, 2025 at 10:00 am EEE FEST - 2025

Dhaka International University Campus, Satarkul, Badda, Dhaka

FIRST DAY FIRST SHOW
Fri, 24 Jan, 2025 at 11:00 am FIRST DAY FIRST SHOW

Star Cineplex Bashundara City

Dhaka is Happening!

Never miss your favorite happenings again!

Explore Dhaka Events