Advertisement
নটর ডেম নাট্যদল ১৪ ও ১৫ জানুয়ারি আয়োজন করছে "১০ম অন্ত:কলেজ শিল্প ও সাহিত্য প্রতিযোগিতা ২০২৬"। অংশগ্রহণ করতে পারবে ২৬ ও ২৭ ব্যাচের নটরডেমিয়ানরা। 🔴 প্রতিযোগিতা ও নিয়মাবলি :
◼️অফলাইন
১) অভিনয় (একক)
২) ডাম্ব শ্যারেডস (দ্বৈত)
🔺কথা নয়, শুধু অভিনয়! শরীরের ভাষা আর
মুখভঙ্গিতে বোঝাতে হবে সিনেমা, বই, প্রবাদ বা চরিত্রের নাম।
৩) সিনে-কুইজ
🔺 পথের পাঁচালী।
🔺 হাঙর নদী গ্রেনেড।
🔺 মাটির ময়না।
৪) বাংলা অলিম্পিয়াড
🔺 উচ্চ মাধ্যমিক বাংলা বই (প্রথম পত্র)
৫)ভয়েস এ্যাক্টিং
🔺প্রত্যেক প্রতিযোগীকে একটি স্ক্রিপ্ট দেওয়া হবে।
স্ক্রিপ্টের চরিত্রগুলো সম্পর্কে ধারণা লাভ ও কণ্ঠাভিনয়ের প্রস্তুতির জন্য ৫ মিনিট সময় দেওয়া হবে।
কণ্ঠাভিনয়ের মাধ্যমে প্রত্যেক চরিত্রের অনুভূতি ও চরিত্রিক বৈশিষ্ট্য ফুটিয়ে তুলতে হবে।
🔺 বিজয়ী নির্বাচন
বিচারক দলের সিদ্ধান্তের উপর ভিত্তি করে বিজয়ী নির্বাচন করা হবে।
৬) অভিনয় (দলীয়- সর্বোচ্চ ৫ জন)
৭) গেস দ্যা স্টার
🔺অভিনেতা কিংবা অভিনেত্রীর সম্পর্কে কিছু ক্লু দেওয়া হবে। ভেবে সঠিক ভাবে অনুমান করার জন্য ৩০ সেকেন্ড সময় দেওয়া হবে।
৩বার করে এমন করা হবে। যে সবথেকে বেশি সঠিক অনুমান করবে সে বিজয়ী হবে। প্রয়োজনে ২-৩রাউন্ড করা হতে পারে।
৮) মূকাভিনয়
৯) মিমিক্রি
১০) স্ট্যান্ড আপ কমেডি
১১) ক্নো দ্যা স্টেপস
🔺বাংলা যেকোনো গান প্লে করা হবে এবং সেই অংশের নিত্য পরিবেশন করতে হবে। এভাবে করে ৩বার গান প্লে করা হবে। সময় ৩০ সেকেন্ড। যে বেশিবার সঠিক ভাবে নিত্য পরিবেশন করতে পারবে সে বিজয়ী হবে
🔺প্রয়োজন অনুযায়ী ২-৩ রাউন্ড হতে পারে।
◼️অনলাইন
১) পোস্টার ডিজাইনিং (মুভি রিলেটেড)
২) মিমিকন
🔺প্রতিটি অংশগ্রহণকারীকে মিম তৈরি করে জমা দিতে হবে।
🔺মিমের টপিক: নাটক, সিনেমা, কমেডি অথবা এসবের সাথে সম্পর্কিত যেকোনো বিষয়।
প্রতিটি অংশগ্রহণকারী সর্বোচ্চ ৩টি মিম জমা দিতে পারবে। মিম হতে হবে শুধুমাত্র ভিডিও বা ছবি-ভিত্তিক; কোনো টেক্সট-ভিত্তিক মিম গ্রহনযোগ্য নয়।
🔺 বিজয়ী নির্বাচন
মিমের রিয়েকশন এবং বিচারক দলের সিদ্ধান্তে ভিত্তি করে বিজয়ী নির্ধারণ করা হবে।
❗:- এআই ব্যবহার করলে তাকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হবে।
৩) সিনেমাটোগ্রাফি
৪) শর্ট ফিল্ম ( কলাকুশলী ও অভিনেতাসহ সর্বোচ্চ ৫ জন)
৫) ক্যারেক্টার ফটোগ্রাফি। ( যেকোন সিনেমা/ সাহিত্যের চরিত্র)
৬) ছোট গল্প লেখা।
৭) স্ক্রিপ্ট রাইটিং
🔺নাটক - সর্বোচ্চ ৫ অঙ্ক/ দৃশ্য।
🔺প্রতিযোগী যেকোন বিষয়ে স্ক্রিপ্ট লিখে অনলাইনে জমা দিবে।
অনলাইন ইভেন্টগুলো নিম্নোক্ত ই-মেইলে ড্রাইভ করে জমা দিতে হবে।
[email protected]
🔴 রেজিস্ট্রেশন ফি
১) দলীয় সেগমেন্ট
◾অভিনয় (দলীয়- সর্বোচ্চ
৫ জন) ১৫০ টাকা
◾শর্টফিল্ম ( সর্বোচ্চ -৫ জন) ১৫০ টাকা।
২) দ্বৈত সেগমেন্ট
◾ডাম্ব শারেডস - ১০০ টাকা
৩) জেনারেল সেগমেন্টস
◾প্রতিটি আলাদা সেগমেন্ট - ৫০ টাকা
৪) অনলাইন সেগমেন্টস
◾প্রতিটি আলাদা সেগমেন্ট - ৪০টাকা
বিদ্র:- অনলাইন সেগমেন্ট সবগুলো পার্টিসিপ্যান্ট করলে- ২০০টাকা এবং যেকোনো অফলাইন সেগমেন্ট একসাথে ৫টায় পার্টিসিপ্যান্ট করলে- ২০০টাকা(দলীয় অভিনয় এবং ডাম্ব শ্যারেডস ব্যতীত)
#অনলাইন সব সেগমেন্টের জন্য গুগল ফর্ম নটরডেম নিচে সংযুক্ত করা হয়েছে। সেই সাথে দেয়া হয়েছে টাকা জমা দেবার জন্য বিকাশ নাম্বার।
https://forms.gle/VX3QqD2YZQofvdKf8
বিকাশ টাকা জমা দেবার নাম্বার : 01707036653
📍 প্রতিযোগিতার সময়সূচি নটর ডেম নাট্যদলের
পেইজে প্রকাশ করা হবে।
সেরা তিন জনকে পুরস্কৃত করার পাশাপাশি প্রতিটি অংশগ্রহণকারী শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হবে। বাংলা অলিম্পিয়াড ৫ টি করে পুরস্কার প্রদান করা হবে।
যেকোন প্রয়োজনে -
তন্ময় - 01707036653
আফিফ - 01748524310
Advertisement
Event Venue & Nearby Stays
Notre Dame College, Dhaka, Bangladesh
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.






