Advertisement
#লক্ষ্য ও উদ্দেশ্যঃ১.আমাদের উদ্দেশ্য ব্যবস্থাপনা বিভাগের সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রীদের মতামত,সিদ্ধান্ত ও উপস্থিতির মাধ্যমে "সুবর্ণ জয়ন্তী ও রি-ইউনিয়ন" প্রোগ্রাম সফল করা।
২."ব্যবস্থাপনা বিভাগ এলামনাই এসোসিয়েশন" নামে একটি সংগঠন চালু করা যার মুল উদ্দেশ্য
"পাবনা এডওয়ার্ড কলেজ,ব্যবস্থাপনা বিভাগের সাবেক ছাত্র-ছাত্রীদের যোগাযোগের ভার্চুয়াল ও অফিসিয়াল প্ল্যাটফর্ম তৈরি করা। সংগঠন এর মাধ্যমেব পারস্পারিক যোগাযোগ ও সুসম্পর্কের মাধ্যমে মিলনমেলা হিসাবে পরিচালিত হবে।
৩. এই গ্রুপটি পরবর্তীতে " ব্যবস্থাপনা বিভাগ এলামনাই অ্যাসোসিয়েশন "নামে শতবর্ষের ঐতিহ্যবাহী উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ "সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ"
এর ব্যবস্থাপনা বিভাগের সাবেক ছাত্রছাত্রীদের সুসম্পর্ক ও যোগাযোগ এর মাধ্যম হিসাবে চলমান থাকবে।
সূবর্ণ জয়ন্তী ও পূনঃমিলনী -২০২৪
--------------------------
সরকারি এডওয়ার্ড কলেজের ব্যবস্থাপনা বিভাগের ছাত্রদের উচ্ছাসে-উদ্যোগে ও ৫০ বছর পূর্তিতে একটি সূবর্ণ জয়ন্তী ও পূনঃমিলনী -২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামি ২৭ ডিসেম্বর, ২০২৪ খ্রি.। বিভাগে ও ঢাকায় মিটিং এবং বিভিন্ন পর্যায়ে আলোচনা-পর্যালোচনায় এর মাধ্যমে ছাত্র ও শিক্ষকদের সম্মিলিত রেজিষ্ট্রেশন এর ফি ধার্য করা হয়েছে ।
রেজিষ্ট্রেশন ফি -
সাবেক শিক্ষার্থীদের -১,২০০/-
বর্তমান শিক্ষার্থীদের - ৬০০/-
https://payment.softbd.xyz/page-link-client-service/shdkrncg
Advertisement
Event Venue & Nearby Stays
Govt. Edward College Campus, Pabna, Bangladesh, Rajshahi, Bangladesh