Advertisement
আসসালামু আলাইকুমসম্মানিত দেশ ও প্রবাসী সদস্যবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন । আসছে ১৫ নভেম্বর আমাদের সকলের প্রাণের সংগঠন কসবা চালিকোনা সমাজ কল্যাণ সমিতি ৫০ বৎসরে পদার্পণ করতে যাচ্ছে ( সুবর্ণজয়ন্তী) । দীর্ঘ ৫০ বছরে নানা চড়াই-উৎরাই পেরিয়ে কসবা চালিকোনা সমাজ কল্যান সমিতি আজকের অবস্থানে এসে পৌঁছেছে। সমিতির ৫০ বছর পূর্তি উপলক্ষে সমিতি একটা বিশাল অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে ।
*আগামী ১২সেপ্টেম্বর রোজ শুক্রবার রাত ৮:৩০ ঘটিকার সময়* এই বিষয় নিয়ে এলাকার মুরব্বিয়ান,প্রবাসী,ছাত্র,যুবক -তরুনদের নিয়ে এক জরুরি সভার আয়োজন করতে যাচ্ছি *এতে বিশেষ করে প্রবাসীদের মতামত গুরুত্বপূর্ণ এবং আপনাদের কাছ থেকে সুন্দর পরামর্শ সমিতির কাম্য*। (অনুষ্ঠানের কার্যক্রম কোন ধরনের করা যায়,যাবতীয় বিষয় নিয়ে আলোচনা হবে )
সুবর্ণজয়ন্তী উদযাপন শুভক্ষণে আমরা সকল কর্মীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
ধন্যবাদান্তেঃ
ইউনুস আহমদ
সভাপতি
ও
আলী আহমদ সবুজ
সাধারণ সম্পাদক
কসবা চালিকোনা সমাজ কল্যাণ সমিতি ।
Advertisement
Event Venue & Nearby Stays
Kashba Chalikuna, Beani Bazar Sylhet, Kashba chalikuna,Charkhai, Sylhet, Bangladesh