সিগিরিয়া থেকে কলম্বো: টিজিবি'র সাথে শ্রীলঙ্কায় স্বপ্নঘেরা ৭ দিন ( ২৬ সেপ্টেম্বর)

Fri, 26 Sep, 2025 at 05:00 pm to Thu, 02 Oct, 2025 at 08:00 pm UTC+06:00

Tour Group BD - TGB | Dhaka

Md Soliman
Publisher/HostMd Soliman
\u09b8\u09bf\u0997\u09bf\u09b0\u09bf\u09df\u09be \u09a5\u09c7\u0995\u09c7 \u0995\u09b2\u09ae\u09cd\u09ac\u09cb: \u099f\u09bf\u099c\u09bf\u09ac\u09bf'\u09b0 \u09b8\u09be\u09a5\u09c7 \u09b6\u09cd\u09b0\u09c0\u09b2\u0999\u09cd\u0995\u09be\u09df \u09b8\u09cd\u09ac\u09aa\u09cd\u09a8\u0998\u09c7\u09b0\u09be \u09ed \u09a6\u09bf\u09a8 ( \u09e8\u09ec \u09b8\u09c7\u09aa\u09cd\u099f\u09c7\u09ae\u09cd\u09ac\u09b0)
Advertisement
সিগিরিয়া থেকে কলম্বো: টিজিবি'র সাথে শ্রীলঙ্কায় স্বপ্নঘেরা ৭ দিন ( ২৬ সেপ্টেম্বর)
** অর্গানাইজেশনঃTour Group BD
** ভ্রমণের ধরনঃ ৭ দিনের রিলাক্স ট্যুর।
** যাত্রা শুরুঃ ২৬ সেপ্টেম্বর
** যাত্রার শেষঃ ০২ অক্টোবর
**************************************
বুকিংঃ ০১৮৭৭৭২২৮৫৫ অথবা ০১৮৭৭৭২২৮৫৬
****************************
✍️👉 ভ্রমন স্থান পরিচিতিঃ
-----------------------
👉শ্রীলংকাঃ ভারত মহাসাগরের বুকে এক ফোটা অশ্রুবিন্দু কিংবা নাশপাতি বা আমের আকৃতির এক খণ্ড দ্বীপদেশ শ্রীলঙ্কা। ভারতীয় উপমহাদেশের মূল ভূখণ্ড থেকে দেশটিকে বিচ্ছিন্ন করেছে মান্নার উপসাগর ও পল্ক প্রণালী। শ্রীলঙ্কার উত্তর-পূর্বে বঙ্গোপসাগর, উত্তর-পশ্চিমে ভারতের সামুদ্রিক সীমান্ত, এবং দক্ষিণ-পশ্চিমে মালদ্বীপ। প্রাকৃতিক নৈসর্গ, ঐতিহাসিক ধর্মীয় স্থান এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শনে সমৃদ্ধ এই এশিয়ার দেশটি ।
📌এট্রাকশনঃ-
সিগিরিয়াঃ- লায়ন রক
বেনতোটাঃ- মাধু রিভার বোট সাফারি
গলেঃ ডাচ ফোর্ড + ফিশিং এরিয়া
মিরিশ্যাঃ- তিমি দেখা+ ইয়ালা সাফারি+ অসংখ্য বীচ
এল্লাঃ-ব্রিটিশ আমলে তৈরি নাইন আর্চ ব্রিজ + ট্রেন জার্নি + রাভানা ওয়াটার ফলস
নুওয়ারা এলিয়াঃ- নুওয়ারা এলিয়া সিটি+ ট্রেন জার্নি + টি ফ্যাক্টরি
কলোম্বঃ কলোম্ব সিটি এবং গালে ফেস গ্রীন বীচ
******************************************************************
✍️👉 শ্রীলঙ্কা পরিকল্পনাঃ-
🗓️ Day 1: সিগিরিয়া (Sigiriya)
সকালে শ্রীলঙ্কায় পৌঁছানোর পর সোজা সিগিরিয়া যাত্রা।
🚗 এয়ারপোর্ট থেকে সিগিরিয়া প্রায় ৪-৫ ঘন্টার পথ।
📍 ভ্রমণের মূল আকর্ষণ:
সিগিরিয়া লায়ন রক (Sigiriya Lion Rock) – UNESCO World Heritage Site
পিদুরাঙ্গালা রক (Pidurangala Rock) – সিগিরিয়ার সেরা সানসেট পয়েন্ট
🏨 রাতের থাকা: সিগিরিয়া
🗓️ Day 2: কান্ডি (Kandy)
সকালে সিগিরিয়া থেকে কান্ডির দিকে রওনা।
📍 কান্ডিতে ঘোরার স্থান:
ক্যান্ডি লেক (Kandy Lake) – সন্ধ্যায় লেকের পাশে হাঁটা।
ক্যান্ডি বোটানিক্যাল গার্ডেন
ক্যান্ডি কালচারাল ডান্স শো – সন্ধ্যায় ঐতিহ্যবাহী নৃত্য।
🏨 রাতের থাকা: কান্ডি
🗓️ Day 3: এল্লা / নুয়ারা এলিয়া (Ella / Nuwara Eliya)
সকালে বিশ্ববিখ্যাত ক্যান্ডি-টু-এল্লা ট্রেন জার্নি (বিশ্বের অন্যতম সুন্দর ট্রেন ভ্রমণ)।
📍 ঘোরার স্থান:
নাইন আর্চ ব্রিজ (Nine Arch Bridge)
লিটল অ্যাডামস পিক (Little Adam’s Peak)
রাওয়ানা ফলস (Ravana Falls)
গ্রেগরি লেক
টিম চা বাগান ভ্রমণ
🏨 রাতের থাকা: নুয়ারা এলিয়া
🗓️ Day 4: মিরিস্সা (Mirissa)
সকালে এল্লা বা নুয়ারা এলিয়া থেকে ইয়াল্লা ন্যাশনাল পার্ক হয়ে মিরিস্সার উদ্দেশ্যে রওনা।
প্রায় ৫-৬ ঘন্টার রাস্তা।
📍 আকর্ষণ:
ইয়াল্লা ন্যাশ্নাল পার্ক
🏨 রাতের থাকা: মিরিস্সা
🗓️ Day 5: মিরিশ্যা এক্সপ্লোর
মিরিস্সার আকর্ষণ:
মিরিস্সা বীচ – রিলাক্স ও সানসেট উপভোগ
ওয়েল হোয়েল ওয়াচিং (সিজন অনুযায়ী)
কোকোনাট ট্রী হিল – ফটো স্পট এবং অন্যান্য বীচ
🏨 রাতের থাকা: মিরিস্সা
🗓️ Day 6: মিরিস্সা থেকে কলম্বো (Colombo)
সকালে মিরিশ্যা থেকে কলম্বো যাত্রা (প্রায় ৪ ঘন্টা)।
📍 আকর্ষণ:
গল ফোর্ড
গাল ফেস গ্রীন (Galle Face Green)
গাঙ্গারামায়া টেম্পল Gangaramaya Temple
পেট্টাহ মার্কেট (Pettah Market)স
ডাচ হসপিটাল শপিং প্রিসিন্ট – কেনাকাটা ও ডিনার
🗓️ Day ৭: কলম্বো থেকে ঢাকা
এ দিন ব্রেকফাস্ট শুধু ইঙ্কলুড থাকবে । ফ্লাইট টাইম অনুযায়ী চেক আউট করে ঢাকা ব্যাক

নোটঃ-পরিস্থিতি,আবহাওয়া বিচারে মূল পরিকল্পনায় কোন স্থান ভ্রমণ আগে পরে হতে পারে ।যা হবে সবার সাথে আলোচনা করে হবে।
*********************************************************************
💰💰 ভ্রমণের মূল খরচঃ
📌বিমান ভারাঃ ৫৪,৯৫০/- টাকা ( ডিরেক্ট ফ্লাইট আনুমানিক)
অথবা 📌ট্রানজিট দিয়ে ৩২০০০ +/-
দুইটাই অপশন আছে । বুকিং করার সময় কোন অপশনটা নেবেন জানাবেন
📌ল্যান্ড প্যাকেজঃ-
👉শ্রীলংকা ভিসা খরচ ৩০ ডলার।
https://eta.gov.lk/etaslvisa/etaNavServ?payType=1
👉২ইন শেয়ার বেসিসে থাকা+প্ল্যান অনুযায়ী খাবার ঘুরাঘুরি এর জন্য
শ্রীলংকায় খরচ = ৩৫০ ইউ এস ডলার।
👉👉টোটাল ট্যুর কস্ট= ল্যান্ড প্যাকে + বিমান ভারা।
( আমাদের প্যাকেজ ব্রেকফাস্ট এবং ডিনার সহ।)
--------------------
📌সাথে থাকছে ট্যুর গ্রুপ বিডির একটি করে টি-শার্ট ।
📌হোটেলঃ ৩ স্টার থাকবে সব যায়গায়।
**নির্ধারিত আসন ১২-১৫ টি ।
** বুকিং মানি ৬০,০০০/- (নন রিফান্ডেবল।)
-------------------------------------------
☎ যোগাযোগঃ 01877722850 or 55
-------------------------------------------
✍️👉 ভ্রমণের আওতায় যা যা থাকছে:
-------------------------------
📌 প্রতিদিন ২ বেলা খাবার ।।
📌 ট্রান্সপোর্ট
📌 একোমোডেশন
📌 বাংলাদেশ থেকে গাইড
📌 শ্রীলঙ্কান গাইড
📌 এন্ট্রি ফি ।।
*********************************************************************
✍️👉 ভ্রমণের আওতায় যা যা থাকছে নাঃ-
-----------------------------------
📌 এয়ার ফেয়ার
📌 লাঞ্চ
📌 কোন প্রকার এক্টীভিটী ( যেমন বোট রাইড/জীপ সাফারি ইত্যাদি)
📌 কোন ঔষধ ।
📌 কোন রকম ব্যক্তিগত বীমা ।
**********************
👉 প্যাকেজে অন্তর্ভুক্ত নাই এমন খরচের আইডিয়া
📌 লাঞ্চঃ ৩ থেকে ৬ ডলার প্রতি বেলা ।
📌 মাধু রিভার বোট সাফারি ২০ ডলার।
📌তিমি দেখা ৫৫ ডলার
📌ট্রেন জার্নি
📌 ইয়ালা সাফারি ৬৫ ডলার
📌মোবাইল সিমঃ
১) ডায়ালগ ফোনের কভারেজ পুরো শ্রীলঙ্কায় অনেক ভাল ও নির্ভরযোগ্য। সীম ফ্রি পাওয়া যাবে এয়ারপোর্টের ডায়ালগ কাউন্টার থেকে। আমি ১০ ডলার দিয়ে ২০ জিবি ডাটা কিনে কাজ চালিয়েছি।
👉👉মানি এক্সচেঞ্জঃ
বর্তমানে USD 1 = ২৯৫ RUPEES রেট।
যেকোন ব্যাংক থেকে ডলার এক্সচেঞ্জ করা যায়।
এছাড়া কার্ড এন্ড্রোস করা থাকলে এটিএম বুধ থেকে সরাসরি শ্রীলঙ্কান রুপি তুলতে পারবেন ।
*******************
** টাকা পাঠানোর উপায়ঃ- ব্যাংক, মোবাইল ওয়ালেট যেমন বিকাশ এবং অফিসে এসে।
১/ ব্যাংকঃ Name: Tour Group BD
A/C:-16411026552,
Dutch Bangla Bank Ltd.(Mirpur Branch)
Routing Number: 090263136,
২/ বিকাশ মার্চেন্টঃ 01840238946 ( বিক্যাস পেমেন্ট অপশন থেকে পাঠাতে হবে খরচ সহ)
৩/বিকাশ পার্সোনালঃ 01877722851, 01919496551 (খরচ সহ পাঠাতে হবে) .
৪/ আমাদের অফিসের ঠিকানাঃ ২০/৫, পশ্চিম পান্থপথ (৪র্থ তলা), কর্নেল রশিদ স্কয়ার, পান্থপথ, ঢাকা-১২০৫ । (স্কয়ার হাসপাতালের পাশেই হোটেল পান্থপথ ভবন)
[অন্যান্য পেমেন্ট অপ্শনের জন্য ম্যানেজারের (01840238946 ) সাথে সরাসরি কথা বলে নিন।]
★★টাকা পাঠিয়ে নিচের ইনফরমেশন গুলি ম্যানেজারের নাম্বারে এস.এম.এস করে দিতে **আপনার/আপনাদের নামঃ
**ইভেন্টের নাম এবং তারিখঃ
**মোবাইল নাম্বারঃ
**টাকার পরিমানঃ
**টি-শার্ট সাইজঃ
**যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেনঃ
----------------
**এবং যদি ব্যাংকে টাকা জমা দিয়ে থাকেন সেই ক্ষেত্রে জমা দেয়ার রিসিট টিজিবি পেইজে ইনবক্স অথবা ইভেন্টে শেয়ার দিতে পারেন।ইভেন্টের হোস্টের কাছেও জমা দিতে পারেন।
** রিপ্লে মেসেজে কনফারমেশন (মেসেজ অথবা টোকেন) নিয়ে নিতে হবে।।
************************************
** শর্ত সমুহঃ
১- এই গ্রুপ সম্পূর্ণ ভ্রমণপিপাসুদের গ্রুপ। এখানে কোন প্রকার অশ্লীলতা এবং অবৈধ কোন কার্যকালাপের সুযোগ নেই।
২- ভ্রমণকালে দুর্ঘটনা/সমস্যা বলে কয়ে আসে না, তাই যে কোন প্রকার দুর্ঘটনায় সকলে মিলে মোকাবেলা করতে হবে ।এ কারনে ট্রিপ প্লান চেঞ্চ করতে হলে তা সকলের আলোচনার ভিত্তিতেই হবে।
৩- যেকোন সমস্যার সামাধানে হোস্টের সহায়তা নিন । নিজেরা বাকবিতন্ডে জরিয়ে ট্যুরের পরিবেশ নস্ট করা যাবে না।
৪- প্রতিটি যায়গা ই আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব। যেন টুরিসম/টুরিসম স্পটের কোন ক্ষতি না হয়, সেটা সরবোচ্য প্রাধান্য দিতে হবে।
৫- স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না। নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিতে হবে।
৬- কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা সাথে বহন করা যাবে না। কোন রকম অসৎ উদ্দেশ্য থাকলে এবং তা গ্রুপের অন্য সবার সাথে আলোচনার মাধ্যমে দোষী সাব্যস্ত হলে তাকে তৎক্ষণাৎ ট্রিপ থেকে বহিষ্কার করা হতে পারে।
*****************************************
আমাদের ফেসবুক গ্রুপঃ www.facebook.com/groups/TourgroupBd/
আমাদের ফেসবুক পেইজঃ www.facebook.com/TourgroupBd/
ওয়েবসাইটঃ www.tourgroupbd.com
☎ যোগাযোগ- ০১৮৪০২৩৮৯৪৬, ম্যানেজার।
এবং পরামর্শ বা কোন কিছু জানার জন্য অথবা কর্পোরেট ট্যুরের জন্য কল করুন
#টিজিবি হেল্প লাইনঃ +8801877722851 অথবা +8801877722855,
আমাদের আপকামিং ইভেন্ট দেখতে নিচের লিংকে ক্লিক করুনঃ-
www.facebook.com/groups/TourgroupBd/even
Advertisement

Event Venue & Nearby Stays

Tour Group BD - TGB, 20/5 West Panthapath (3rd Floor), Colonel Rashid Square, Panthapath, Dhaka, Bangladesh

Sharing is Caring:

More Events in Dhaka

13th DRMC Nationals 2025
Fri, 26 Sep at 09:00 am 13th DRMC Nationals 2025

Mirpur Road, Mohammadpur, Dhaka, Dhaka Division, Bangladesh

Cultural Connect 1.0 - A Cultural Storytelling Project
Fri, 26 Sep at 09:45 am Cultural Connect 1.0 - A Cultural Storytelling Project

PSC Convention Hall

Masterclass with Ghulam Sumdany Don 2025
Fri, 26 Sep at 10:00 am Masterclass with Ghulam Sumdany Don 2025

Don Sumdany Facilitation

MCPMUN SESSION I
Fri, 26 Sep at 10:00 am MCPMUN SESSION I

Mirpur Cantonment Public School & College

Luxe Wedding Gala Exhibit 2025
Fri, 26 Sep at 12:00 pm Luxe Wedding Gala Exhibit 2025

Aloki

National Biology Carnival 2025 Season-2
Sat, 27 Sep at 12:00 am National Biology Carnival 2025 Season-2

BRAC University

Basic Trade: Computer Office Application (360hrs)
Sat, 27 Sep at 12:00 am Basic Trade: Computer Office Application (360hrs)

Micro Institute of Technology

Math & Science Olympiad 3.0
Sat, 27 Sep at 12:00 am Math & Science Olympiad 3.0

1/1, Dagormura, Savar, Dhaka, Savar, Dhaka Division, Bangladesh

Shukher Khamar Presents Career Summit 2025 Powered By JCI Dhaka Pioneer
Sat, 27 Sep at 09:00 am Shukher Khamar Presents Career Summit 2025 Powered By JCI Dhaka Pioneer

Tcb Auditorium, Tcb Babhan, Kawran Bazar - Dhaka

ACADEX Global Education Fest 2025
Sat, 27 Sep at 10:00 am ACADEX Global Education Fest 2025

Holiday Inn Dhaka City Center an IGH Hotel

Multi-Destination Education Expo
Sat, 27 Sep at 10:00 am Multi-Destination Education Expo

Islam Tower, 102, Sukrabad Mirpur Rd, Dhanmondi, Dhaka, Bangladesh

Dhaka is Happening!

Never miss your favorite happenings again!

Explore Dhaka Events