সিকিম ও দার্জিলিং ভ্রমনে TripBd

Thu Dec 05 2024 at 07:00 am to Wed Dec 11 2024 at 05:00 pm UTC+06:00

Panthapath, Dhaka, Dhaka Division, Bangladesh | Dhaka

Trip Bd - Adventure & Tourism
Publisher/HostTrip Bd - Adventure & Tourism
\u09b8\u09bf\u0995\u09bf\u09ae \u0993 \u09a6\u09be\u09b0\u09cd\u099c\u09bf\u09b2\u09bf\u0982 \u09ad\u09cd\u09b0\u09ae\u09a8\u09c7 TripBd
Advertisement
এটি Trip Bd.. Advanture and Tourism এর একটি লাভজনক ইভেন্ট।আমাদের গ্রুপের অন্যান্য ইভেন্ট সম্পর্কে জানতে লিংকে গিয়ে জয়েন করুন।
⭕ গ্রুপ লিংক
https://www.facebook.com/groups/TripBd
⭕ পেজ লিংক:
https://www.facebook.com/trip2bd
ইভেন্টে যাওয়ার সম্ভাবনা থাকলে interest ক্লিক করে রাখুন যাতে সার্বক্ষণিক আপডেট পেতে পারেন।কনফার্ম করে going ক্লিক করুন।কনফার্ম করার আগে সবকিছু ভালোভাবে পড়ে নিবেন এবং ইভেন্ট আপনার ওয়ালে শেয়ার করে রাখতে পারেন যাতে আপনার পরিচিতরাও যাবার সুযোগ পায়।
হিমালয়ের পূর্ব পর্বতশ্রেণির শিবালিক পর্বতে ১৪৩৭ মিটার উচ্চতায় এর অবস্থিত গ্যাংটক ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিম এর রাজধানী।সিকিম মানেই পাহাড়ি রাস্তায় ঘুরে ঘুরে যত উপরে উঠা।আলপাইন সৌন্দর্যের জন্য একে প্রায়ই “পূর্বের সুইজারল্যান্ড” বলা হয়।
দার্জিলিং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর অঞ্চলের একটি শৈল শহর।এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ২০৪৪ মিটার উচ্চতায় পূর্ব হিমালয়ের শিবালিক পর্বতশ্রেণিতে অবস্থিত।বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা শহরটির উত্তরে অবস্থিত এবং পরিষ্কার দিনে তা এই শহর থেকে দৃশ্যমান থাকে।
সিকিম এবং দার্জিলিংয়ের অভিজ্ঞতা নিতে আমরা এবার পরিকল্পনা হাতে নিয়েছি।
👉খরচাপাতি: ২৩৫০০ টাকা।
ষ্ট্যান্ডার্ড মানের একরুমে দুইজন/চারজন।
কাপল হলে কোন আলাদা চার্জ বাড়বে না।
👉 বি: দ্র:
# ঢাকা থেকে দর্শনা/গেদে বর্ডার হয়ে যাতায়াত।
# কাষ্টমস ও ইমিগ্রেশন নিজ দায়িত্বে পার হতে হবে।
# সাইট সিয়িংয়ের জন্য এক জীপে দশজন।
# পাচ বছরের নিচে বাচ্চা আলোচনা সাপেক্ষে কাষ্টমাইজড করা হবে।পাচ বছরের উপরের বাচ্চা ফুল প্যাকেজ নিতে হবে।
👉এই টাকায় যেসব সুবিধা পাবেন:
১।সকল যাতায়াত খরচ।বাস(নন এসি)।
২।তিনবেলা খাবার (হাইওয়ে ছাড়া)।
৩।হোটেল এবং কটেজে শেয়ারড বেসিসে থাকা।
👉এই টাকায় যেসব জিনিস থাকছে না:
১।আমাদের সার্ভ করা প্যাকেজের বাইরে কোন বাড়তি খাবার।
২।হাইওয়েতে যাত্রা বিরতিতে কোন ধরনের খাবার।
৩।ভিসা প্রসেসিং এর খরচ ও পোর্ট এড এর খরচ।
৪।ট্রাভেল ট্যাক্স।
৫।বর্ডার স্পীড মানি।
৬। ট্যুর প্ল্যানের বাহিরে এক্সট্রা সাইটসিয়িং,এক্সট্রা জীপ ভাড়া।
৭। প্রাকৃতিক দুর্যোগের কারনে যদি কোন খরচ বেড়ে যায়।
৮। ট্যুরে অন্তর্ভুক্ত নয় এমন কোন খরচ।
৯।ইয়াক রাইড,রোপওয়ে রাইড,বুট জ্যাকেট ভাড়া অন্তর্ভুক্ত নয়।
১০।ব্যক্তিগত কোন ধরনের খরচ।
১১।কোন ধরনের ঔষধ।
🌼 কনফার্ম করার নিয়ম:
১৮ নভেম্বর ২০২৪ এর মধ্যে আপনার যাওয়া কনফার্ম করতে হবে।আপনার যাওয়া নিশ্চিত করতে অগ্রিম ১০২৩০ টাকা বিকাশ/নগদ করতে হবে।
✅ বিকাশ
01743689600
01912823837
01750705125
✅ নগদ 01743689600
কারো সুবিধা হলে ব্যাংক একাউন্টে এডভান্স মানি দিতে পারেন।
Bank asia
A/c name :Md Arifur Rahaman
Comilla branch
A/c no: 07134004552
বিকাশ করার পর আপনার নাম,ঠিকানা ও বিকাশ করার ট্রানজেকশন আইডি নাম্বারটা আমাদের টেক্সট করে জানাবেন।
👉আসন সংখ্যা: ১৮ টি।
👉ভ্রমণ কাল:৭ দিন ৬ রাত।
যাত্রার তারিখঃ ৫/১২/২০২৪ সকাল ৮:৩০ টা।
ফেরার তারিখঃ ১১/১২/২০২৪ দুপুর ১২ টা।
👉ভ্রমন বিবরন:
# দিন ১ (৫/১২/২০২৪)
সকাল ৭টার ননএসি বাসে দর্শনার উদ্দেশ্যে যাত্রা শুরু।দুপুরের পরপর দর্শনা পৌঁছে ভ্যানে গেদে চলে যাবো।বর্ডার ক্রস করে লোকাল বাসে চলে যাবো কৃষ্ণনগর।সেখান থেকে শিলিগুড়ির বাস ধরবো।
# দিন ২ (৬/১২/২০২৪)
সকালে শিলিগুড়ি নেমে নাস্তা করবো।নাস্তা শেষে জীপে/বাসে গ্যাংটকের উদ্দেশ্যে যাত্রা শুরু।প্রায় সাড়ে চার ঘন্টা জার্নি শেষে আমরা পৌছাবো গ্যাংটক।হোটেলে চেক ইন করে রুম বুঝিয়ে দেয়া হবে।দুপুরের খাবার খেয়ে গ্যাংটক শহরের আশেপাশে ঘুরবো।সন্ধ্যাটা যে যার নিজের মত ঘুরাঘুরি করবো।কেউ চাইলে গ্যাংটক এর বিখ্যাত শপিং মল M.G Marg এ ঘুরে আসতে পারবেন।রাতের খাবার সবাই একসাথে খাবো।নাইট স্টে গ্যাংটক।
# দিন ৩ (৭/১২/২০২৪)
সকাল ৬ টার মধ্যে নাস্তা সেরে বেরিয়ে পড়বো চাংগু লেক এর উদ্দেশ্যে।চাংগু লেক থেকে দুপুরের মধ্যে গ্যাংটক ফিরবো।ফিরে কলিমপং রওনা হবো।হোটেলে চেক ইন করে রাতের খাবার সবাই একসাথে খাবো।নাইট স্টে কালিমপং।
# দিন ৪ (৮/১২/২০২৪)
সকাল ৭ টার মধ্যে নাস্তা করে কালিমপং সাইট সিয়িংয়ের জন্য বের হবো।সারাদিন ঘুরাঘুরি করে শেষ বিকেলে দার্জিলিংয়ের পথ ধরবো।দার্জিলিং হোটেল এ চেকইন হয়ে ফ্রেশ হয়ে নিবো।সন্ধ্যায় ফ্রি টাইম।নিজেদের মত আশেপাশে ঘুরে দেখবো।
# দিন ৫ (৯/১২/২০২৪)
সকাল সকাল ঘুম থেকে উঠে দার্জিলিং সাইট সিয়িংয়ের জন্য বের হবো।সারাদিন ঘুরাঘুরি করে ফিরে আসবো দার্জিলিং।রাতের খাবার ও নাইট স্টে দার্জিলিং।
# দিন ৬ (১০/১২/২০২৪)
সকালে ফ্রেশ হয়ে নাস্তা করে শিলিগুরির উদ্দেশ্যে যাত্রা শুরু।দুপুরের মধ্যে শিলিগুড়ি পৌছে লাঞ্চ করে শিলিগুড়ি শহরে যে যার যার মতো শপিংয়ের জন্য বের হবো।সন্ধ্যার মধ্যে ফিরে আসবো বাস ষ্ট্যান্ডে।এখান থেকেই ফিরতি যাত্রা শুরু।
# দিন ৭ (১১/১২/২০২৪)
সকাল ৮ টার মধ্যে বর্ডারে পৌঁছে ঢাকার বাস ধরবো ইনশাল্লাহ।বিকেলের মধ্যে ঢাকায় থাকবো।
👉কনফার্ম করার আগে এই ট্রিপের কিছু নিয়ম ও শর্ত জেনে নিন:
# প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে।এটি একটি গ্রুপ ট্যুর,সবার সাথে ঘুরার মনমানষিকতা থাকতে হবে।
# ট্রিপ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে।
# আমরা শালিনতার মধ্যে থেকে সর্বোচ্চ আনন্দ উপভোগ করব।গ্রুপে অশ্লীলতার কোন সুযোগ নেই।
# দূর্ঘটনা ও প্রতিকূল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে।যেটা আমরা সকলে মিলেই ঠিক করব ও মোকাবিলা করব।
# ট্রিপ কনফার্মেশন এর সিরিয়ালের উপর ভিত্তি করে বাসের সিট এবং রিসোর্ট/হোটেল দেয়া হবে।
# প্রতিটি জায়গার সৌন্দর্য ও পরিবেশ রক্ষা করা আমাদের দায়িত্ব যেন ভবিষ্যত ট্যুরিজম এর কোন ক্ষতি না হয়।তাই যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা সম্পূর্ন নিষেধ।খালি পলিথিন,চকলেট বিস্কিটের প্যাকেট,পানির বোতল ট্রেইল থেকে বহন করে নিয়ে এসে লোকালয়ে নিদিষ্ট স্থানে ফেলতে হবে।
# গ্রুপের সকলের সাথে এবং স্থানীয় লোকদের সাথে ভালো আচরন করতে হবে।আপনার আচরনে যাতে কেউ কষ্ট না পায়।নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিতে হবে।
# ট্যুর চলাকালিন ব্যক্তিগত কোন সমস্যায় পড়লে নিজে পদক্ষেপ না নিয়ে আমাদেরকে জানাবেন আমরা সেবা দেওয়ায় প্রস্তুত আছি।তবে যেকোন বিষয়ে হোষ্টের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গন্য হবে।
# ছবি তোলার সময় সবাইকে সাহায্য করবেন।অযথা কেউ সময় নষ্ট করবেন না।আমরা সবকিছু সময়ের মধ্যে করব।
# আপনার ব্যক্তিগত কিছু হারালে আমরা দায়ী থাকবো না।তাই নিজের জিনিস নিজেই দেখে রাখবেন।
# কোন প্রকার মাদক সেবন বা বহন সম্পূর্ণ নিষেধ এবং ধূমপানের অভ্যাস থাকলে নিরাপদ দূরত্ব বজায় রেখে করুন।মাদক সাথে পাওয়া গেলে তাকে বা তাদেরকে তৎক্ষণাৎ ট্রিপ থেকে বহিষ্কার করা হবে।
# ব্যক্তিগত লেনদেন থেকে বিরত থাকবেন।
# ব্যাগ যতটা সম্ভব হালকা রাখবেন।
# যেহেতু সিকিম বাংলাদেশীদের জন্য অনেক বছর পর উন্মুক্ত করা হয়ছে সেখানে আমাদের অনেক কিছুই হাতের নাগালে থাকবে না।আমরা চেষ্টা করবো একটি বেষ্ট প্ল্যান করে দারুন ট্যুর আয়োজন করার জন্য।
👉সাথে যা নিবেন:
১।ব্যাথানাশক ঔষধ।
২।গামছা।
৩।শীতের কাপড় যেমন জ্যাকেট,গ্লাভস,কানটুপি।
৪।ব্যাকপ্যাক বা কাঁধে ঝুলানো ব্যাগ।
৫।পানির বোতল।
৬।ট্রেকিং উপযোগী শো।
৭।টুথপেষ্ট ও টুথব্রাশ।
৮।খাবার স্যালাইন।
৯।ক্যামেরা(যদি থাকে)।
১০।পাওয়ার ব্যাংক।
বি:দ্র: লাগেজ নেয়া সম্পূর্ন নিষেধ।
👉পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত বিষয়:
যাদের অলরেডি ভারতীয় ভিসা আছে তারাই অংশগ্রহণ করতে পারবেন।তাই ভিসা শেষ হবার আগেই ঘুরে আসুন।এরপর কবে ভিসা চালু হবে তার কোন নিশ্চয়তা নেই।
👉 যাওয়ার পুর্বে যেগুলো অবশ্যই নিতে হবেঃ
১। সকল ডকুমেন্টস এর ১০ টি ফটোকপি।
২। ১০ কপি পাসপোর্ট সাইজ ছবি।
৩। এন ও সি এর কপি/ট্রেড লাইসেন্স এর কপি/ স্টুডেন্ট এর কপি।
৪। সিকিম পারমিশন লেটারের কয়েক কপি।
👉 সিকিমের বিশেষ নির্দেশনা:
# খাবার খুব বেশি ভালো নয় সিকিমে।আমাদের দেশের সস্তা খাবার সেখানে দামী খাবার।এটা সবাই মাথায় রাখতে হবে।
# বৈরী আবহাওয়া কিংবা যেকোন প্রাকৃতিক দুর্যোগের কারনে ছাংগু লেকের পারমিশন না পাওয়া গেলে Alternative Sightseeing এর ব্যাবস্থা থাকবে।সেক্ষেত্রে কোন ধরনের উজর আপত্তি চলবেনা।
# গ্যাংটকের সব সার্বজনীন এলাকায় ধূমপান, আবর্জনা ছড়ানো এবং থুথু ফেলা কঠোরভাবে আইনত দন্ডনীয় অপরাধ।
# সিকিমে বিদেশীদের জন্য অবাধ প্রবেশে বিধিনিষেধ রয়েছে।নির্দিষ্ট কিছু এলাকায় বিশেষ করে সীমান্তের কাছাকাছি যেমন নাথুলা পাস,জিরো পয়েন্ট এসব এলাকায় বর্তমানে বিদেশীদের প্রবেশ নিষেধ।
আশা করি সবকিছু মেনেই আপনি Trip Bd এর একজন ট্যুর মেম্বার হবেন।আমরা থাকব আপনার পাশে।
👉 ট্রিপের সম্পর্কে বিস্তারিত জানতে ও কনফার্ম করতে এবং ট্রিপ এর সকল ডিটেইল পড়ে কোন জিজ্ঞাসা বা কনফিউশন থাকলে নিচের নাম্বার গুলোতে যোগাযোগ করতে পারেন।
📱তৃষা: +880 1912-823837
📱উজ্জ্বল: +88 01743689600 (হোয়াটসএপ)
📱কাউসার: +880 1795-796233
📱সিফাত: +880 1750-705125
⛺ TripBd (Advanture and Tourism)
Advertisement

Event Venue & Nearby Stays

Panthapath, Dhaka, Dhaka Division, Bangladesh

Sharing is Caring:

More Events in Dhaka

TOP \u09b6\u09c0\u09a4\u09ae\u09c7\u09b2\u09be \u09e8\u09e6\u09e8\u09ea
Wed Dec 04 2024 at 10:00 am TOP শীতমেলা ২০২৪

Celebrity Convention Centre

TOP Winter Fair
Wed Dec 04 2024 at 10:00 am TOP Winter Fair

Dhanmondi - ধানমন্ডি

ATS EXPO 2024 | Managed By Walton Group
Thu Dec 05 2024 at 10:00 am ATS EXPO 2024 | Managed By Walton Group

International Convention City Bashundhara - ICCB

\u09b0\u09c7\u09ae\u09be-\u0995\u09be\u09b2\u09c7\u0999\u09cd\u0997\u09be \u0985\u09ad\u09af\u09bc\u09be\u09b0\u09a3\u09cd\u09af \u0997\u09b9\u09c0\u09a8\u09c7 \u099f\u09bf\u099c\u09bf\u09ac\u09bf \u09ac\u09be\u09b9\u09bf\u09a8\u09c0 (\u09e6\u09eb \u09a1\u09bf\u09b8\u09c7\u09ae\u09cd\u09ac\u09b0)
Thu Dec 05 2024 at 11:45 am রেমা-কালেঙ্গা অভয়ারণ্য গহীনে টিজিবি বাহিনী (০৫ ডিসেম্বর)

20/5 West Panthapath (3rd Floor), Colonel Rashid Square, Panthapath, 1205 Dhaka, Bangladesh

Winter Market Experience
Thu Dec 05 2024 at 06:00 pm Winter Market Experience

Naveed's Comedy Club

\u09b0\u09cb\u09ae\u09be\u099e\u09cd\u099a\u0995\u09b0 \u09ae\u09c7\u09b2\u0996\u09c1\u09ae\u09c7 TripBd
Thu Dec 05 2024 at 10:00 pm রোমাঞ্চকর মেলখুমে TripBd

Panthapath, Dhaka, Dhaka Division, Bangladesh

\u0995\u0995\u09cd\u09b8\u09ac\u09be\u099c\u09be\u09b0 \u09ac\u09bf\u099a \u09b9\u09be\u0987\u0995\u09bf\u0982 \u098f\u09a8\u09cd\u09a1 \u0995\u09cd\u09af\u09be\u09ae\u09cd\u09aa\u09bf\u0982 (\u09ed)
Thu Dec 05 2024 at 11:00 pm কক্সবাজার বিচ হাইকিং এন্ড ক্যাম্পিং (৭)

Cox's Bazar-কক্সবাজার

Dhaka is Happening!

Never miss your favorite happenings again!

Explore Dhaka Events