সাদা পাহাড়ের দেশ নেপালে টিজিবি (১১ আগস্ট)

Mon, 11 Aug, 2025 at 08:30 am to Sat, 16 Aug, 2025 at 10:00 pm UTC+06:00

Tour Group BD - TGB | Dhaka

Md Soliman
Publisher/HostMd Soliman
\u09b8\u09be\u09a6\u09be \u09aa\u09be\u09b9\u09be\u09dc\u09c7\u09b0 \u09a6\u09c7\u09b6 \u09a8\u09c7\u09aa\u09be\u09b2\u09c7 \u099f\u09bf\u099c\u09bf\u09ac\u09bf (\u09e7\u09e7 \u0986\u0997\u09b8\u09cd\u099f)
Advertisement
সাদা পাহাড়ের দেশ নেপালে টিজিবি (১১ আগস্ট)
** অর্গানাইজেশনঃTour Group BD
** ভ্রমণের ধরনঃ ৬ দিনের রিলাক্স ট্যুর।
** যাত্রা শুরুঃ ১১ আগস্ট।
** যাত্রার শেষঃ ১৬ আগস্ট।
******************************************************
�� ভ্রমণের মূল খরচ ধরা হয়েছে
১/ যারা কাঠমান্ডু ,নাগারকোট এবং চন্দ্রগিরি সহ ৩ দিনের প্যাকেজ করছেন তাদের ১৬৮০০/- টাকা ।
২/ যারা পোখরা সহ ৬ দিনের প্যাকেজ নিচ্ছেনঃ ২৮,৯০০/- টাকা।
--------------------
(নেপালে তিন বেলা খাবার, গান্দ্রুক ভিলেজের পারমিশন, থাকা,গাইড খরচ এবং ট্রান্সপোর্ট খরচ এর মধ্যেই)।
�এয়ার ফেয়ার আলাদা। বিমান ৩২৫০০ আনুমানিক ।
( ৩২৫০০ থেকে শুরু হয়ে ৪৫০০০ বা তারো বেশি হতে পারে। নির্ভর করছে আপনি কতদিন আগে টিকেট কাটছেন )
**********************************
�� ভ্রমন স্থান পরিচিতিঃ
-----------------------
�নাগরকোটঃ কাঠমান্ডু থেকে ৩২ কিলোমিটার পূর্বে সমদ্র সমতল থেকে ৭০০০ ফুট (২০০০ মিটার) উঁচুতে অবস্থিত নেপালের সবচেয়ে জনপ্রিয় হিল স্টেশন। নাগরকোট থেকে হিমালয়ান রেঞ্জের সবচেয়ে ওয়াইড ভিউ পাওয়া যায়। আর শুধু এভারেস্ট নয় কিন্তু আরও অনেক চূড়া দেখা যায় যেমন-লাংটাং, মানাসলু, গৌরীশংকর ইত্যাদি।
�চন্দ্রগিরি হিলঃ হিন্দু পুরাণের এক পৌরানিক স্থান। কাঠমান্ডু থেকে দক্ষিণ-পশ্চিমে ১৬ কিলোমিটার দূরে চন্দ্রগিরি হিল।
সম্ভবত চন্দ্রগিরি হিলের পৌরাণিক তাৎপর্য বিবেচনা করে নেপাল সরকার চন্দ্রগিরি দর্শনে কেব্‌ল কার নির্মাণ করেন। চন্দ্রগিরির উচ্চতা ৮২৬৮ ফিট। পৌরাণিক যুগে এই উচ্চতা কীভাবে পাড়ি দিয়ে পাহাড়ের মাথায় ভালেশ্বর মন্দির গড়ে উঠেছিল, সে তথ্য অজ্ঞাত। যেমন অজ্ঞাত মিশরের সুউচ্চ পিরামিডগুলোয় বিশাল বিশাল পাথর স্থাপন।
�পোখরাঃ কাঠমান্ডু থেকে ২০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। সবুজ বন, মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং শান্ত হ্রদে ঘেরা নয়নাভিরাম পোখারা নেপালের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান।
�সারংকোটঃ শহরের কোলাহল থেকে দূরে পোখরার উপকণ্ঠে অবস্থিত সারংকোট, একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। গ্রামটিতে পাবেন নির্মল প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি সারাংকোট প্যারাগ্লাইডিং-এর জন্যেও জনপ্রিয় এক জায়গা।
********************************************************************
�� ভ্রমণ পরিকল্পনাঃ-
------------------
� ডে-১ ত্রিভুবন,কাঠমান্ডু এয়ারপোর্টে নেমে নাগরকোট চলে যাব । হোটেল চেক ইন করে সূর্যাস্ত দেখব । নাগরকোটেই রাতে থাকব।
� ডে-২ #নাগরকোট সূর্য উদয় দেখে আমারা হোটেল চেক আউট করে রানি ঝুলা সাস্পেনশন ব্রিজ দেখে ভক্তপুর দরবার স্কয়ার ,এরপর #চন্দ্রগিরি কেবলকারে করে চন্দ্রগিরিতে লাঞ্চ করব । বিকেলে চলে থামেল কাঠমান্ডু চলে আসব।
� ডে-৩ সকালে চেক আউট করে ঢাকা । যাদের সময় স্বল্প তাদের প্যাকেজ শেষ এখানেই ।
--------০------------------
যারা #পোখরা যাবেনঃ-
� ডে-৩ ভোরে কাঠমান্ডু থেকে এসি বাসে পোখরা চলে যাবো । বিকেলে ফেওয়া লেকে বোটিং করব।
� ডে-৪ ভোরে সারংকোটে সূর্যোদয় এবং পোখরা সাইট সিনে থাকছে ডেভিস ফলস,সাসপেনশন ব্রিজ, বাদুর গুহা ইত্যাদি । সন্ধ্যায় পোখারায় শপিং এর সময় দেওয়া হবে।
রাত্রিযাপন-পোখরা।
( যারা এক্টিভিটি করবেন তারা এদিন #সারাংকোট সূর্য উদয় দেখে আমাদের সাথেই বাঞ্জি পয়েন্টে যেতে পারবেন । আর প্যারাগ্লাইডিং যারা করবেন তারা হোটেল থেকে যাবেন)
� ডে- ৫ সকালের ব্রেকফাস্ট করে এসি বাসে কাঠমাণ্ডু চলে আসব। বিকেলে থাকবে শপিং টাইম ।
� ডে-৬ , সকালে নাস্তা সেরে কাঠমান্ডু দরবার স্কয়ার ঘুরে চলে আসব। এর পর হোটেল চেক-আউট করে #মাংকি টেম্পল দেখে এয়ারপোর্ট চলে আসব । এর পর ঢাকা।
নোটঃ যারা একবারে গিয়ে মুটামুটি সব ধরণের সিন দেখতে চান তাদের জন্য এই পরিকল্পনা। পরিস্থিতি,আবহাওয়া বিচারে মূল পরিকল্পনায় কোন স্থান ভ্রমণ আগে পরে হতে পারে ।
যা হবে সবার সাথে আলোচনা করে হবে।
******************************************************************
�এয়ার ফেয়ার সহ
৩ দিনের প্লানঃ ৫০৮০০/-
৬ দিনের প্ল্যানঃ আনুমানিক ৬২,৪০০+/- টাকা আসবে যদি দ্রুত এয়ার টিকেট করেন।
�সাথে থাকছে ট্যুর গ্রুপ বিডির একটি করে টি-শার্ট ।
�হোটেল এর মানঃ
কাঠমান্ডু এবং পোখরাঃ- থ্রি স্টার।
নাগরকোট/বান্দিপুর/গান্দ্রুক - ইকো/স্ট্যান্ডার্ড ।তবে প্রতিটিতেই গিজারের ব্যাবস্থা থাকবে।
**নির্ধারিত আসন ১২ টি ।
** বুকিং মানিঃ প্যাকেজের ১০,০০০/- (নন রিফান্ডেবল।) এবং এয়ার টিকেট ।
-------------------------------------------
� যোগাযোগঃ01877722855 or 50
-------------------------------------------
***********************************************************************
�� ভ্রমণের আওতায় যা যা থাকছে:
-------------------------------
� নেপালের ভিতরে সকল ট্রান্সপোর্ট খরচ।
� হোটেলে থাকার খরচ।
� ৩ বেলা খাবার । পার্মিশন
�সিটি সাইট সিনে প্রধান আকর্ষণগুলোর মধ্যে থাকবে
নাগরকোটে সূর্যাস্ত/উদয় দেখা।
দরবার স্কয়ার , সয়াম্ভু ,বাঘ বাজার ।
সারংকোট,ডেভিস ফলস, কেইভ,ফেওয়া লেক ।
১টি ক্যাবলকার ভ্রমণ টিকেট ।
ভিলেজ সাইড সিন।
***********************************************************************
�� ভ্রমণের আওতায় যা যা থাকছে নাঃ-
-----------------------------------
� এয়ার ফেয়ার।
বাংলাদেশ বিমান ৬০০০০(+/-)
� বাঞ্জি জাম্প,প্যারাগ্লাইডিং, #ক্যাবলকার , রাফটিং কিংবা প্যাকেজের বাইরের ব্যক্তিগত ঘোরাঘুরির খরচ।
� মিউজিয়াম এন্ট্রি ফি
� কোন রকম ব্যক্তিগত বীমা ।
*****************************************
** টাকা পাঠানোর উপায়ঃ- ব্যাংক, মোবাইল ওয়ালেট যেমন বিকাশ এবং অফিসে এসে।
১/ ব্যাংকঃ Name: Tour Group BD
A/C:-16411026552,
Dutch Bangla Bank Ltd.(Mirpur Branch)
Routing Number: 090263136,
২/ বিকাশ মার্চেন্টঃ 01840238946 ( বিক্যাস পেমেন্ট অপশন থেকে পাঠাতে হবে খরচ সহ)
৩/বিকাশ পার্সোনালঃ 01877722851, 01919496551 (খরচ সহ পাঠাতে হবে) .
৪/ আমাদের অফিসের ঠিকানাঃ ২০/৫, পশ্চিম পান্থপথ (৪র্থ তলা), কর্নেল রশিদ স্কয়ার, পান্থপথ, ঢাকা-১২০৫ । (স্কয়ার হাসপাতালের পাশেই হোটেল পান্থপথ ভবন)
[অন্যান্য পেমেন্ট অপ্শনের জন্য ম্যানেজারের (01840238946 ) সাথে সরাসরি কথা বলে নিন।]
★★টাকা পাঠিয়ে নিচের ইনফরমেশন গুলি ম্যানেজারের নাম্বারে এস.এম.এস করে দিতে **আপনার/আপনাদের নামঃ
**ইভেন্টের নাম এবং তারিখঃ
**মোবাইল নাম্বারঃ
**টাকার পরিমানঃ
**টি-শার্ট সাইজঃ
**যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেনঃ
**এবং যদি ব্যাংকে টাকা জমা দিয়ে থাকেন সেই ক্ষেত্রে জমা দেয়ার রিসিট টিজিবি পেইজে ইনবক্স অথবা ইভেন্টে শেয়ার দিতে পারেন।ইভেন্টের হোস্টের কাছেও জমা দিতে পারেন।
** রিপ্লে মেসেজে কনফারমেশন (মেসেজ অথবা টোকেন) নিয়ে নিতে হবে।।
************************************
** শর্ত সমুহঃ
১- এই গ্রুপ সম্পূর্ণ ভ্রমণপিপাসুদের গ্রুপ। এখানে কোন প্রকার অশ্লীলতা এবং অবৈধ কোন কার্যকালাপের সুযোগ নেই।
২- ভ্রমণকালে দুর্ঘটনা/সমস্যা বলে কয়ে আসে না, তাই যে কোন প্রকার দুর্ঘটনায় সকলে মিলে মোকাবেলা করতে হবে ।এ কারনে ট্রিপ প্লান চেঞ্চ করতে হলে তা সকলের আলোচনার ভিত্তিতেই হবে।
৩- যেকোন সমস্যার সামাধানে হোস্টের সহায়তা নিন । নিজেরা বাকবিতন্ডে জরিয়ে ট্যুরের পরিবেশ নস্ট করা যাবে না।
৪- প্রতিটি যায়গা ই আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব। যেন টুরিসম/টুরিসম স্পটের কোন ক্ষতি না হয়, সেটা সরবোচ্য প্রাধান্য দিতে হবে।
৫- স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না। নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিতে হবে।
৬- কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা সাথে বহন করা যাবে না। কোন রকম অসৎ উদ্দেশ্য থাকলে এবং তা গ্রুপের অন্য সবার সাথে আলোচনার মাধ্যমে দোষী সাব্যস্ত হলে তাকে তৎক্ষণাৎ ট্রিপ থেকে বহিষ্কার করা হতে পারে।
*****************************************
আমাদের ফেসবুক গ্রুপঃ www.facebook.com/groups/TourgroupBd/
আমাদের ফেসবুক পেইজঃ www.facebook.com/TourgroupBd/
ওয়েবসাইটঃ www.tourgroupbd.com
� যোগাযোগ- ০১৮৪০২৩৮৯৪৬, ম্যানেজার।
এবং পরামর্শ বা কোন কিছু জানার জন্য অথবা কর্পোরেট ট্যুরের জন্য কল করুন
#টিজিবি হেল্প লাইনঃ +8801877722852 অথবা +8801877722855
Advertisement

Event Venue & Nearby Stays

Tour Group BD - TGB, 20/5 West Panthapath (3rd Floor), Colonel Rashid Square, Panthapath, Dhaka, Bangladesh

Discover more events by tags:

Travelling in DhakaTrips-adventures in Dhaka

Sharing is Caring:

More Events in Dhaka

Clean Water & Sanitation for All in Bangladesh \u2013 Challenges in Achieving SDG 6
Sat, 16 Aug at 03:30 pm Clean Water & Sanitation for All in Bangladesh – Challenges in Achieving SDG 6

Bahar Auditorium, SIMEC Institute of Technology, Uttara, Dhaka

\u099c\u09bf\u09aa\u09b8\u09be\u09ae \u09a1\u09c7\u0995\u09cb\u09b0\u09c7\u099f\u09bf\u09ad \u0986\u09b0\u09cd\u099f \u09b6\u09bf\u0996\u09c1\u09a8
Sat, 16 Aug at 04:00 pm জিপসাম ডেকোরেটিভ আর্ট শিখুন

Shokhita - সখিতা, House - 20, Road - 15, Sector - 11, Uttara, Dhala - 1230, Dhaka, Dhaka Division, Bangladesh

BPS Monthly General Meeting, August 2025
Sat, 16 Aug at 04:30 pm BPS Monthly General Meeting, August 2025

218 Elephant Road, Suite #1006, Level 9,, 1205 Dhaka, Bangladesh

TKO Rising Stars - August Edition
Sat, 16 Aug at 05:30 pm TKO Rising Stars - August Edition

TKO Boxing Academy

Flower Making with 3D Pen and 3D Print
Sat, 16 Aug at 05:30 pm Flower Making with 3D Pen and 3D Print

House 10 Gulshan2 Avenue Main Road, Gulshan 2 (Weaver's Building), Dhaka, Dhaka Division, Bangladesh

\u09ac\u09c3\u09b7\u09cd\u099f\u09bf \u09aa\u09a1\u09bc\u09c7 \u099f\u09be\u09aa\u09c1\u09b0 \u099f\u09c1\u09aa\u09c1\u09b0
Sat, 16 Aug at 06:00 pm বৃষ্টি পড়ে টাপুর টুপুর

Vintage convention hall

UCC Night Adda Ride #34
Sat, 16 Aug at 07:00 pm UCC Night Adda Ride #34

Uttara,Dhaka,Bangladesh

Professional hair color and care training
Sun, 17 Aug at 12:00 am Professional hair color and care training

House No # 35,Road No # 17, Block # E, Flat # A5, Banani, 1212 Dhaka, Bangladesh

Join Deakin University Application Day On 17th August
Sun, 17 Aug at 02:30 am Join Deakin University Application Day On 17th August

NI Tower, Level 3, Road 10, Block E, Banani, 1213 Dhaka, Bangladesh

Louder Than Words: Season X
Sun, 17 Aug at 08:00 am Louder Than Words: Season X

Armed Forces Medical College,Dhaka Cantonment, Dhaka, Dhaka Division, Bangladesh

Strokes and Splashes Season V: Heart as Art
Sun, 17 Aug at 09:00 am Strokes and Splashes Season V: Heart as Art

Armed Forces Medical College (Bangladesh)

Dhaka is Happening!

Never miss your favorite happenings again!

Explore Dhaka Events