Advertisement
আসসালমু আলাইকুম,আমরা স্কাউট গ্রুপ বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভার এর একটি সক্রিয় রোভার স্কাউট গ্রুপ। রোভারদের বিষয়ভিত্তিক প্রোগ্রাম বাস্তবায়ন এবং সুনাগরিক হিসেবে গড়ে তোলা লক্ষ্যে কাজ করার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন ধরনের সমাজ উন্নয়ন ও সেবামূলক কাজে আমরা স্কাউট গ্রুপ,ঢাকা সর্বদাই এগিয়ে আসে।
ঠিক সেইরকমেরই একটি ভিন্নধর্মী ইভেন্ট "সবার জন্য ঈদ" শিরোনামে ২০১৭ সাল থেকে আমরা স্কাউট গ্রুপ বাস্তবায়ন করে আসছে।
সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ যারা ঈদের দিনও অর্থের অভাবে একটু ভালো খাবার মুখে তুলতে অপারগ, তাদেরকে আমরা ঈদের দিন রান্না করবার মত বিনামূল্যে একটি প্যাকেজ বিতরণ করার চেষ্টা করি যেখানে থাকে একটি বোলে পোলাও চাল, তেল, লাচ্ছা সেমাই,জর্দা সেমাই, নুডলস, ম্যাজিক মসলা, চিনি, গুড়া দুধ, ডিম, গরম মসলা, কিসমিস, টমেটো সস, মেহেদি, চকলেট, মাস্ক, স্যানিটাইজার, আতর!
আমরা যথাক্রমে ২০১৭ সালে ৪০ টি পরিবার, ২০১৮ সালে ৬০ ,২০১৯ সালে ৮৫ টি, ২০২০ সালে ১২০টি, ২০২১ সালে ১৮০টি, ২০২২ সালে ২৫০টি, ২০২৩ সালে ২৮০ টি এবং ২০২৪ সালে ৪২০ টি পরিবারকে এই প্যাকেজটি পৌঁছে দিতে পেরেছি।
সেই ধারাবাহিতায় এবারও আমরা পরিসর কিছুটা বৃদ্ধি করে ইভেন্টটি বাস্তবায়ন করতে উদ্যোগ গ্রহণ করেছি।
আপনাদের সবার শুভকামনাই আমাদের এগিয়ে যাবার অনুপ্রেরণা।
"ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সকল প্রাণে, হাঁসি ফুঁটুক সবার মুখে।"
এবছর একটি পরিবারের জন্য খরচ ধরা হয়েছে ৫৫০/= টাকা মাত্র?
নূন্যতম ১টি বা এর অধিক পরিবারের দায়িত্ব গ্রহণ করে আমাদের এই ইভেন্টে আপনিও অংশগ্রহণ করতে পারেন। আপনার আর্থিক সাহায্য আমাদের এ কাজকে আরোও গতিশীল করতে ভূমিকা রাখবে।
*** আমাদেরকে সাহায্য পাঠানোর শেষ সময় ২৫ই মার্চ (২৬ রমজান)
*** বিতরণ ২৯ই মার্চ (সম্ভাব্য)
আর্থিক সাহায্যঃ
01580739171 (বিকাশ,নগদ) এর মাধ্যমে পৌঁছাতে পারেন।
আপনি চাইলে আমাদেরকে ব্যাংকেও আর্থিক সাহায্য পাঠাতে পারেন।
একাউন্ট নাম : Mahe alam utshab
একাউন্ট নম্বর : 1391570016180
[ Imamganj Branch]
যে কোনো প্রয়োজনে....
০১৬৭৭২৯২৪২৯ (ফরহাদ)
০১৬৮৮৬৭৬৯৫৩ ( উৎসব)
Advertisement
Event Venue & Nearby Stays
Dhaka District, Dhaka ,Dhaka, Bangladesh