Advertisement
সৃষ্টির আদিলগ্ন থেকেই মানুষ তার আধ্যাত্মিক বিশ্বাসকে দৃশ্যমান রূপ দিতে পাথরে পাথরে গেঁথেছে উপাসনাগৃহ। সিনাগগ, গির্জা, মসজিদ কিংবা মন্দিরের প্রতিটি খিলান ও গম্বুজ কেবল ইট-পাথরের কাঠামো নয়, বরং এটি স্রষ্টার প্রতি সৃষ্টির নিবেদিত এক শৈল্পিক ভাষা।সমতল ভূমি থেকে সুউচ্চ পর্বতশৃঙ্গে উপাসনালয় নির্মাণের পেছনে রয়েছে জাগতিক কোলাহল ছেড়ে উচ্চতর সত্তার নিকটবর্তী হওয়ার আকাঙ্ক্ষা। মন্দিরের আকাশচুম্বী শিখর বা মসজিদের সুউচ্চ মিনার যেন আকাশের দিকে প্রসারিত এক একটি প্রার্থনার হাত। আবার সিনাগগের নিপুণ কারুকাজ বা মঠের নিস্তব্ধ আঙিনা মানুষের অন্তরের প্রশান্তি ও আধ্যাত্মিক গাম্ভীর্যের প্রতীক হিসেবে কাজ করে।
যুগ যুগ ধরে এই স্থাপনাগুলো ধর্মীয় রীতিনীতি পালনের পাশাপাশি ওই অঞ্চলের সংস্কৃতি ও ইতিহাসকেও বহন করে আসছে। স্থাপত্যের বিন্যাসে কোথাও পাওয়া যায় জ্যামিতিক পূর্ণতা, কোথাওবা প্রকৃতির সাথে মিলেমিশে যাওয়ার চেষ্টা। প্রকৃতপক্ষে, স্থাপনা যখন ধর্মের সারথি হয়, তখন তা হয়ে ওঠে সময়কে জয় করার এক মাধ্যম। ধর্ম ও স্থাপত্যের এই মেলবন্ধন মানুষকে মনে করিয়ে দেয় যে, বিশ্বাস কেবল অন্তরে নয়, তার প্রকাশ থাকতে হয় সৃজনশীলতায় এবং মহাকালের সাক্ষী হয়ে থাকা প্রতিটি স্তম্ভে।
"সংলাপের খিড়কিতে দেখি,
সভ্যতার সম্মিলন"
এই প্রতিপাদ্যকে সামনে রেখে ওয়ার্ল্ড রিলিজিয়ন্স ডিবেটিং ক্লাব আগামী ২ ফেব্রুয়ারি থেকে ০৩ ফেব্রুয়ারি ২০২৫ আয়োজন করতে যাচ্ছে ‘৭ম আন্তঃধর্মীয় সম্প্রীতি বিতর্ক উৎসব ২০২৬’।
সময়সূচি:
তারিখ - ২ ও ৩ ফেব্রুয়ারী ২০২৬
ভেন্যু - টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়
রেজিস্ট্রেশান ফর্ম : https://forms.gle/YNqYe1DjtPVwXLoQ9
স্বতন্ত্র বিচারক নিবন্ধন ফর্ম: https://forms.gle/wLcRJgNAq5ZBo9No7
প্রতিযোগিতার ফরমেট ও সাধারণ নিয়মাবলি:
১. বাংলাদেশের স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয়ের বিভাগ/ইনস্টিটিউট ডিবেটিং ক্লাবগুলো অংশগ্রহন করতে পারবে। ( দলের প্রতি সদস্যকে একই বিভাগের/ ইনস্টিটিউটের হতে হবে)
২. বাংলা ভাষায় এশিয়ান সংসদীয় পদ্ধতিতে বিতর্ক অনুষ্ঠিত হবে।
৩. টিম ক্যাপ: ৩২ টি (প্রয়োজন সাপেক্ষে ৪০ টি)
৪. ট্যাব পদ্ধতি অনুসরণ করা হবে এবং কোয়ার্টার ব্রেক দেয়া হবে।
৫. রেজিস্ট্রেশন ফি: ১২৫০ টাকা
৬. ইকুইটি প্যানেলের বিধি-বিধান যথাযথ ভাবে মেনে চলতে হবে।
৭. আয়োজক কর্তৃপক্ষ গৃহীত সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
প্রয়োজনে:
মোঃ আবরার হোসাইন
সাধারণ সম্পাদক
ওয়ার্ল্ড রিলিজিয়নস ডিবেটিং ক্লাব
মোবাইল: ০১৮২৭-৩৮৯১৮১
রিফাহ তাসনিয়া জামান
সভাপতি
ওয়ার্ল্ড রিলিজিয়নস ডিবেটিং ক্লাব
মোবাইল: ০১৫৭৫-৬৭৩৭৯০
Advertisement
Event Venue & Nearby Stays
TSC, Dhaka university, Bangladesh., Dhaka, Bangladesh
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.










