Advertisement
সপ্তম আন্তঃধর্মীয় সম্প্রীতি বিতর্ক উৎসব ২০২৬সময়সূচি:
তারিখ - ২ ও ৩ ফেব্রুয়ারী ২০২৬
ভেন্যু - টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রতিযোগিতার ফরমেট ও সাধারণ নিয়মাবলি:
১. বাংলাদেশের স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয়ের বিভাগ/ইনস্টিটিউট ডিবেটিং ক্লাবগুলো অংশগ্রহন করতে পারবে। ( দলের প্রতি সদস্যকে একই বিভাগের/ ইনস্টিটিউটের হতে হবে)
২. বাংলা ভাষায় এশিয়ান সংসদীয় পদ্ধতিতে বিতর্ক অনুষ্ঠিত হবে।
৩. টিম ক্যাপ: ৩২ টি (প্রয়োজন সাপেক্ষে ৪০ টি)
৪. ট্যাব পদ্ধতি অনুসরণ করা হবে এবং কোয়ার্টার ব্রেক দেয়া হবে।
৫. রেজিস্ট্রেশন ফি: ১২৫০ টাকা
৬. ইকুইটি প্যানেলের বিধি-বিধান যথাযথ ভাবে মেনে চলতে হবে।
৭. আয়োজক কর্তৃপক্ষ গৃহীত সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
প্রয়োজনে:
মোঃ আবরার হোসাইন
সাধারণ সম্পাদক
ওয়ার্ল্ড রিলিজিয়নস ডিবেটিং ক্লাব
মোবাইল: ০১৮২৭-৩৮৯১৮১
রিফাহ তাসনিয়া জামান
সভাপতি
ওয়ার্ল্ড রিলিজিয়নস ডিবেটিং ক্লাব
মোবাইল: ০১৫৭৫-৬৭৩৭৯০
Advertisement
Event Venue & Nearby Stays
TSC, Dhaka university, Bangladesh., Dhaka, Bangladesh
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.







