Advertisement
যুক্তির মঙ্গল প্রদীপের আলোয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতর্ক অঙ্গনকে অবিরত আলো প্রদানকারী এক সত্ত্বা কবি জসীম উদদীন হল ডিবেটিং ক্লাব। মুক্তচিন্তার ধারক এই প্রতিষ্ঠানটি ‘বিতর্কে বিম্বিত স্বাধীনতা’ স্লোগানকে ধারণ করে পাড়ি দিয়েছে বহু বন্ধুর পথ। এ পথচলায় পল্লীমাটিকে উপহার দিয়েছে এক ঝাঁক আলোকিত তরুণ। প্রতিষ্ঠাকাল থেকে এখন পর্যন্ত কবি জসীম উদদীন হল ডিবেটিং ক্লাবের বিতার্কিকেরা মেধা, যুক্তি এবং বাকশক্তির সঠিকভাবে প্রয়োগের চর্চা করে চলেছে। মূলত সমাজ, সাহিত্য, বিজ্ঞান, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, রাজনীতিসহ ইত্যকার বিষয় নিয়ে বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা তাঁদের চিন্তা ও যুক্তিবোধের বিকাশ ঘটিয়ে থাকে। এছাড়া সব ধরনের যৌক্তিক, গণতান্ত্রিক গণআন্দোলনকে এগিয়ে নিতে কবি জসীম উদ্দীন হল ডিবেটিং ক্লাবের বিতার্কিকরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। ঐতিহ্য,পরম্পরা আর মমতার এই উৎসবে আপনাকে নিমন্ত্রণ।প্রতিযোগিতার নিয়মাবলি-
১. প্রতিযোগিতার বিভাগ – আন্তঃক্লাব (বিশ্ববিদ্যালয় পর্যায়)
২. বিতর্ক সংসদীয় পদ্ধতিতে হবে।
৩. নিবন্ধনের অগ্রাধিকারক্রমে বিশ্ববিদ্যালয় পর্যায়ে মোট ৩২টি টিম প্রতিযোগিতার জন্য নির্বাচিত হবে।
৪. যেকোনো বিশ্ববিদ্যালয়ের বিভাগভিত্তিক কোনো ক্লাবকে নিবন্ধনে নিরুৎসাহিত করা হচ্ছে।
৫. বিতর্কের ধরন: প্রথম রাউন্ড নকআউট, নকআউটে বিজয়ী ১৬টি দল নিয়ে ৩ রাউন্ড ট্যাব, প্রি-সেমিফিনাল ব্রেক।
- প্রাক-নিবন্ধন লিংক: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfvJNCkCyOlWSAD7yXNtoV9EdSdtXtL6GK79ZACAn-dTwGybw/viewform?usp=publish-editor
- রেজিস্ট্রেশন ফি: বিতর্ক দল : ৫০০ টাকা
- নিবন্ধনের শেষ দিন: ১৫ নভেম্বর ২০২৫ ইংরেজি
প্রয়োজনে-
রাগীব আনজুম
সাধারণ সম্পাদক
কবি জসীম উদদীন হল ডিবেটিং ক্লাব, ঢাবি
মোবাইল: 01760960300
ফেসবুক: https://www.facebook.com/share/1DVYfNmm2V/
আবু সুফিয়ান
সভাপতি
কবি জসীম উদদীন হল ডিবেটিং ক্লাব, ঢাবি
মোবাইল: 01757853036
ফেসবুক: https://www.facebook.com/share/17NsGiq2uS/
Advertisement
Event Venue & Nearby Stays
University Of Dhaka, 1000 Dhaka, Bangladesh, Dhaka, Bangladesh
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.









