শীতের শুরুর জোছনাবিলাস দক্ষিনের চরাঞ্চলে- চর কলাগাছিয়া, সোনারচর, তরুয়া সৈকতে🏕️🔥

Thu, 04 Dec, 2025 at 05:45 pm to Mon, 08 Dec, 2025 at 07:00 am UTC+06:00

Bhola | ভোলা | Chittagong

Masud Pervej Sujon
Publisher/HostMasud Pervej Sujon
\u09b6\u09c0\u09a4\u09c7\u09b0 \u09b6\u09c1\u09b0\u09c1\u09b0 \u099c\u09cb\u099b\u09a8\u09be\u09ac\u09bf\u09b2\u09be\u09b8 \u09a6\u0995\u09cd\u09b7\u09bf\u09a8\u09c7\u09b0 \u099a\u09b0\u09be\u099e\u09cd\u099a\u09b2\u09c7- \u099a\u09b0 \u0995\u09b2\u09be\u0997\u09be\u099b\u09bf\u09df\u09be, \u09b8\u09cb\u09a8\u09be\u09b0\u099a\u09b0, \u09a4\u09b0\u09c1\u09df\u09be \u09b8\u09c8\u0995\u09a4\u09c7\ud83c\udfd5\ufe0f\ud83d\udd25
Advertisement
"চর কলাগাছিয়া, সোনারচর, তারুয়া সৈকত সহ চরাঞ্চলের মোহমায়ায় জোছনা কাটাতে"
Altitude Hunter এর একটি স্পেশাল ক্যাম্পিং ট্রিপ🏕️🔥
শীতের মৌসুমে এডভেঞ্চারে নতুন মাত্রা যোগ করে ক্যাম্পিং ট্রিপ গুলো। পাহাড়ে নিয়মিতই আমরা আয়োজন করে এসেছি ক্যাম্পিং ট্রিপের। এবার সেই গন্ডি থেকে বের হয়ে দেশের দক্ষিণাঞ্চলে পা বাড়াবার লক্ষ্য আমাদের। যার শুরুটাই হচ্ছে 'জোছনা' কাটানোর মাধ্যমে...
এ ধরনের ট্রিপে আমরা সাধারনত টার্গেট লেস ভাবেই ঘুরিফিরি।
সুন্দর একটা ক্যাম্পসাইটে তাবু ফেলবো, সাধারণত নির্জন নীরব কোন স্থানে।
যেখানে মাইলের পর মাইল থাকবে না কোন লোকজন।
শুধু আমরা ই থাকবো প্রকৃতির কোলাহলে।

কেমন হবে বলুন তো.....একদম প্রকৃতির কোলে যেখানে মিলন হবে আমাদের গুটিকয়েক মানুষের সাথে প্রকৃতি, জোৎস্নার আলোর💥
গভীর রাতে এভাবেই হ্যামকে দোল খেতে খেতে,গানের আড্ডায়,ক্যাম্পফায়ারের পাশে।
নদী থেকে সদ্য ধরা মাছের স্পেশাল রান্না। তন্দ্রাভাব চলে আসলে ⛺ তাবুতে এলিয়ে দিবো ক্লান্ত শরীর।
কোন ফিক্সড প্লান থাকবে না,কোন দৌড়ঝাপ থাকবে না। তাবুর দরজা খুলেই,কফির মগ,প্রিয় বইয়ের পাতা উল্টানো।
একদম নির্ভেজাল ও একাকী সময় পার করবো।
সুন্দর স্বপ্নের মতোই সুন্দর তাই না?

🚕🚕 যাত্রার তারিখঃ ০৪ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৬টা

🚕🚕 ফেরার তারিখঃ ০৮ ডিসেম্বর ২০২৫, সকাল ০৭ টা (আনুমানিক)
💥 কনফার্মেশন ডেড লাইনঃ ৩০ নভেম্বর ২০২৫।
💠
🛡ট্রিপ প্ল্যানঃ
(০)তম দিনঃ
ঢাকা সদরঘাট থেকে সন্ধ্যার লঞ্চে ওপেন ডেকে বা কেবিনে করে যাত্রা করবো চর মন্তাজ এর উদ্দেশ্যে। রাত গভীর হতে হতে জোৎস্নার আলোয় ডুব দিতে দিতে অনন্য একটি রাত কাটানোর প্রস্তুতি চলবে। রাতের খাবার হবে লঞ্চের ক্যান্টিনে।
কারো কেবিন লাগলে আগেই জানাতে হবে। সেক্ষেত্রে বাড়তি ফি এড হবে।
১ম দিনঃ
সকালে চর মন্তাজ পৌঁছে রিজার্ভ ট্রলারে যাবো চর কলাগাছিয়ার উদ্দেশ্যে। সেখানে নেমে দুপুরের খাবার খেয়ে তাবু সেট আপ করে চর টা ঘুরে দেখবো। সূর্যাস্ত টা অনন্য হবে সেটা বলাই বাহুল্য।
রাতে জোছনার আলো আমাদের ভাসাতে ভাসাতে আড্ডা, গান,ও রান্নাবান্নায় পার হবে সময়। রাতের খাবার খেয়ে শুভ রাত্রি।
২য় দিনঃ
ভোরে সূর্যোদয় এবং অতিথি পাখিদের সাথে সাক্ষাৎ করে নাস্তা সেরে ট্রলার নিয়ে যাবো ঢাল চর, তারুয়া বিচ এবং সোনার চরে। ঘুরে এসে তারুয়া সমুদ্র সৈকতের কোন এক পাশে নিজেদের মতো করে হবে ক্যাম্পসাইট।
আবারো ক্যাম্পফায়ার, আড্ডা, গান ও সুস্বাদু মাছের খাবারে আরেকটি জোৎস্না রাত কাটাবো আমরা।

৩য় দিনঃ
আস্তে ধীরে ঘুম থেকে উঠে নাস্তা করে আবার ট্রলার নিয়ে ফিরবো চর মন্তাজ।সেখান থেকে রাতের লঞ্চে ঢাকার উদ্দেশ্যে ব্যাক।
৪র্থ দিনঃ
ভোরবেলা ইনশাআল্লাহ ঢাকা এসে পৌছাবো।

⭐ ইভেন্ট ফী-
* লঞ্চের ডেকে যাতায়াত করলে ৬৫০০ টাকা (ঢাকা টু ঢাকা)
* সিঙ্গেল কেবিন নিলে ৭৮০০ টাকা (ঢাকা টু ঢাকা)
এছাড়া ১/২ কেবিন নেয়ারও সুযোগ আছে।

👬টিম সাইজ ১৫ জন
♦ কনফার্মেশন প্রসেসঃ
২৫৩০/- টাকা বিকাশ/নগদ/ রকেট অথবা পার্সোনালি ও দিতে পারেন।(ফেরতযোগ্য-যদি কেন্সেল করা হয় ট্যুর শুরু হওয়ার ৫দিন আগে )
নাম্বার গুলোঃ
👉পারসোনাল বিকাশঃ 01823727994
👉 পারসোনাল নগদ/রকেটঃ 01862171947

🎟 ইভেন্ট ফী তে যা যা পাচ্ছেনঃ
১. সকল যাতায়াত (ঢাকা- চর মন্তাজ-ঢাকা লঞ্চে ওপেন ডেক/কেবিন টিকেট,ট্রলার)
২. প্রফেশনাল গাইড সার্ভিস
৩. তাবু (১/২ বা ১/৩ শেয়ার বেসিসে)
৪. খাবারের সব খরচ (০৫ ডিসেম্বর সকাল থেকে শুরু করে ০৭ তারিখ ডিনার অবদি প্রতিদিন ০৩ বেলা করে টোটাল ০৯ বেলা)
৫. প্রত্যেক রাতে ক্যাম্পিং সম্পর্কে একটি বেসিক ব্রিফিং ও কন্সাল্টেন্সি।
৬.স্লিপিং ম্যাট

🚫 ইভেন্ট ফি তে যা পাচ্ছেন নাঃ
১। মেন্যুর বাইরের কোন খাবার
২। ০৪ তারিখ, বৃহস্পতিবার এর ডিনার।
৩। ব্যাক্তিগত খরচ
৪। উপরে উল্লেখিত নয় এমন কিছু
🎁এছাড়া যেকোনো ধরণের খরচ নিজেদেরকে বহন করতে হবে এবং অনাখাঙ্খিত কোনো ঘটনার জন্য কোনো বাড়তি খরচ হলে তা সবাইকে মিলেই বহন করতে হবে।
.
✨যা যা অবশ্যই সাথে নিতে হবে
------------------------------------------------------
১। ছোট ব্যাকপ্যাক
২। স্লিপিং ব্যাগ/পাতলা কম্বল
৩। এয়ার পিলো
৪। হেড ল্যাম্প
৫। টি শার্ট ২/৩টি (হাফ ও ফুল স্লিভ)
৬। হাফ প্যান্ট, ট্রাউজার
৭। টুথ ব্রাশ - পেস্ট - সাবান
৮। গামছা
৯। খাবার চামচ - প্লেট - মগ
১০। পানির বোতল (১ লিটারের ১টা)
১১। প্রাথমিক ওষুধ, স্যালাইন, গ্লুকস
১২। মশার জন্য ওডোমস ক্রিম
১৩। পাওয়ার ব্যাংক
১৪। ছাতা, সানক্যাপ।
🎃বিঃ দ্রঃ
---------
# দয়া করে এই ভ্রমন এড়িয়ে যান, যদি আপনাকে দ্বারা নিম্নাক্ত ধরনের কাজগুলো হতে পারে বলে মনে করেন...
* দলনেতার কথা না মানা
* অভিযোগকারী ধরনের
* দলের হয়ে কাজ না করা
* পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে না পারা
* দীর্ঘ শারীরিক চাপ ও ব্যাথা সহ্য করতে না পারা
*ওয়াশরুমে নিয়ে খুঁতখুঁতে স্বভাবের হলে এই ট্রিপে নিরুৎসাহিত করা হচ্ছে।
*রান্নার কাজে সহায়তা না করা
এছাড়াও বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
সুজনঃ 01763306479
Whatsapp: +8801862171947
রনিঃ +8801825776065

Advertisement

Event Venue & Nearby Stays

Bhola | ভোলা, Bhola,Bhola, Chittagong, Bangladesh

Icon
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.

Ask AI if this event suits you:

More Events in Chittagong

HAVIT Presents "\u09aa\u0981\u099a\u09bf\u09b6\u09c7 \u099c\u09df\u09a7\u09cd\u09ac\u09a8\u09bf"- \u09b0\u099c\u09a4\u099c\u09df\u09a8\u09cd\u09a4\u09c0 \u0989\u09ce\u09b8\u09ac
Thu, 04 Dec at 04:00 pm HAVIT Presents "পঁচিশে জয়ধ্বনি"- রজতজয়ন্তী উৎসব

Chittagong University of Engineering & Technology(CUET)

\u099a\u09b0 \u0995\u09c1\u0995\u09b0\u09bf \u09ae\u09c1\u0995\u09b0\u09bf \u09aa\u09cd\u09b0\u09bf\u09ae\u09bf\u09df\u09be\u09ae \u099f\u09cd\u09af\u09c1\u09b0
Thu, 04 Dec at 07:00 pm চর কুকরি মুকরি প্রিমিয়াম ট্যুর

চর কুকরি মুকরী

Vertical Dreamers Ultra: Edition-3
Fri, 05 Dec at 05:30 am Vertical Dreamers Ultra: Edition-3

Ali Kadam Upazila

Hands on Training on \u201cMolecular Cloning: Restriction, Ligation, and Transformation\u201d
Fri, 05 Dec at 10:00 am Hands on Training on “Molecular Cloning: Restriction, Ligation, and Transformation”

311, Khulshi Town Center Shopping Mall, Chittagong Bangladesh, 4225

Chittagong is Happening!

Never miss your favorite happenings again!

Explore Chittagong Events