Advertisement
শনিবারের হেমন্ত # ৬৪ (১০০+ কিলো)রুটঃ
রাজধানী স্কুল - উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশন- বিরুলিয়া- সাভার- ধামরাই- ধানতারা- সাইট্টা- বেলিশ্বর- সিংগাইর- হেমায়েতপুর- বসিলা ব্রিজ
দূরত্বঃ ১১৫+কিমি.
গড় গতিঃ ১৭/১৮
দর্শনীয় স্থানঃ
রাজা হরিশচন্দ্র প্রাসাদ প্রত্নস্থল, সাইট্টা বটগাছ, বেলিশ্বর জমিদার বাড়ি
হাজিরা: সকাল ৬:১০
রাইড শুরু: সকাল ৬:১৫
উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশন : ৬:৩৫
রাইড শুরুর স্থান: রাজধানী উচ্চ বিদ্যালয়, মানিক মিয়া এভিনিউ।
রাইড শেষ: বিকেল ৪:৩০
ছবি: শনিবারের হেমন্ত # ৬৩
★★ অবশ্যই হেলমেট, গ্লাভস পরিধান করে আসতে হবে।
এ ব্যাপারে ছাড় দেয়া হবেনা।
★★সাবধানতার জন্য ফ্রন্ট লাইট আর লেজের বাতি নিবেন
যোগাযোগঃ
শিপন: ০১৭১৪৩৯৬৭৬৬
জিসান: ০১৭০১২১২৮১৯
"আমি নিয়মগুলি পড়েছি এবং এই ঘটনাটির প্রকৃতি বুঝতে পেরেছি। আমি সম্মত হলাম যে আমি নিজের ঝুঁকিতে এই ইভেন্টে প্রবেশ করছি এবং ইভেন্টের সময় আমার নিরাপত্তা ও কর্মের জন্য আমি পূর্ণ দায়িত্ব নেব। এই ইভেন্টে যোগদান করে আমার যদি কোন ক্ষতি হয় তাহলে আমি অথবা আমার পরিবারের সদস্য আয়োজককে দায়ী বা দায়বদ্ধ করবে না। "
Advertisement
Event Venue & Nearby Stays
রাজধানী উচ্চ বিদ্যালয়, Dhaka, Bangladesh