রেমা-কালেঙ্গা অভিযানে শঙ্খচিলেরা

Thu, 20 Nov, 2025 at 11:00 pm to Sat, 22 Nov, 2025 at 10:00 pm UTC+06:00

Sayedabad Bus Terminal | Dhaka

\u09b0\u09c7\u09ae\u09be-\u0995\u09be\u09b2\u09c7\u0999\u09cd\u0997\u09be \u0985\u09ad\u09bf\u09af\u09be\u09a8\u09c7 \u09b6\u0999\u09cd\u0996\u099a\u09bf\u09b2\u09c7\u09b0\u09be
Advertisement

সুন্দরবনের পরে আয়তন এবং প্রাচীনতার দিক থেকে রেমা কালেঙ্গার অবস্থান দ্বিতীয়। রেমা–কালেঙ্গা অভয়ারণ্য বাংলাদেশের একটি সংরক্ষিত বনাঞ্চল। বিভিন্ন বিরল প্রজাতির পাখি ও বন্যপ্রানীর জন্য এই বন সুপরিচিত।

এই বনে কুলু, রেসাস ও নিশাচর লজ্জাবতী বানরের বাস। তাছাড়া এখানে পাঁচ প্রজাতির কাঠবিড়ালি দেখা যায়। এর মধ্যে বিরল প্রজাতির মালয়ান বড় কাঠবিড়ালি একমাত্র এ বনেই পাওয়া যায়।এছাড়াও বন্যপ্রানীর মধ্যে উল্ল্যেখযোগ্য আরও রয়েছে মুখপোড়া হনুমান, চশমা হনুমান, উল্লুক, মায়া হরিণ, মেছোবাঘ, বন্যশুকর, গন্ধগোকুল, বেজি, সজারু ইত্যাদি।

আমাদের এবারের গন্তব্য এই রেমা-কালেঙ্গা বনাঞ্চল যা হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অবস্থিত।এই বনের বিভিন্ন ট্রেইল দেখার পাশাপাশি রাতে আমরা ক্যাম্পিং করবো এই বনের মধ্যেই। উপভোগ করব এক রোমাঞ্চকর রাত।

এডভেঞ্চার প্রিয় ও হাঁটাহাঁটিতে সক্ষম নারী,পুরুষ, কাপল,ফ্যামিলি সবাই যেতে পারবেন আমাদের সাথে...💙 (তাবুতে থাকতে না চাইলে রুমের ব্যবস্থা থাকবে)

আর হ্যাঁ, নিরাপত্তা ও হসপিটালিটির কারণে আমাদের সাথে প্রতিটি ট্রিপেই অনেক ফিমেল ট্রাভেলাররা জয়েন করে থাকেন। সুতরাং আপুরা আমাদের যেকোনো ট্রিপেই জয়েন করতে পারেন একদম নিশ্চিন্তে।

#যাত্রার_তারিখ: নভেম্বর ২০ (বৃহষ্পতিবার) রাত- ১১ টা সায়দাবাদ থেকে।

#যাত্রা_শেষঃ নভেম্বর ২২ (শনিবার ) রাত ১০/১১ টায় ঢাকা এসে নামবো ইনশাআল্লাহ । (ভ্রমণ পরিকল্পনা বিস্তারিত নিচে দেয়া আছে)

❑🔰❑🔰❑ঃ এই ট্রিপের ফী নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৪৫০০টাকা। কেউ চাইলে তাবুতে থাকার ও ব্যবস্থা করতে পারবো।

❑বুকিং মানি ২০৪০ টাকা।বাকি টাকা যাত্রার দিন বাসে উঠে দিলেই হবে।

আসন- মাত্র ২০ টি।

🔰🔰 আসন বুকিং করতে ২০৪০ টাকা (অফেরৎযোগ্য) বিকাশ অথবা রকেটের মাধ্যমে পাঠাতে হবে। বাকিটা যাত্রার দিন বাসে উঠেদিলেই হবে।চাইলে ব্যাংক একাউন্টেও দিতে পারেন।সেক্ষেত্রে জানালে একাউন্ট নাম্বার দিয়ে দেয়া হবে।

এছাড়াও চাইলে দেখা করে এডমিনের হাতেও দিতে পারেন।

বিকাশঃ ০১৮৩২৬০৫২০২ পারসোনাল)


টাকা পাঠিয়ে লাস্ট নাম্বার বলতে হবে।

যেকোনো প্রয়োজনে - ০১৮৩২৬০৫২০২

________________________________________________

❑❑ ইভেন্ট ফি এর মধ্যে যা যা থাকছেঃ

🌲-ঃনন এসি বাসে ঢাকা টু শায়েস্তাগঞ্জ যাওয়া আসা।
🌲শায়েস্তাগঞ্জ টু রেমাকালেংগায় যাওয়া আসার সিএনজি/গাড়ি ভাড়া।

🌲-ঃতাবুতে থাকা।
🌲-ঃ ১ম দিনের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার।
২য় দিনের ব্রেকফাস্ট ও লাঞ্চ। (১ম দিন ডিনারে স্পেশাল্লি BBQ ত থাকছেই)
🌲-ঃতাবুতে না চাইলে ডরমেটরিতে থাকা।
🌲-ঃরেমাকালেংগা ভ্রমণের সকল খরচ।
🌲-ঃসব ধরনের টিকেট ও গাইড
মোটকথা ইভেন্ট ফী এর মধ্যেই প্রয়োজনীয় সকল খরচ ইনক্লুড।

❑❑ যা যা থাকছেনা-

🌱--যাত্রাপথে হোটেল বিরতীতে কোনও প্রকার খাবার খরচ।

🌱--

🌱--ব্যক্তিগত কোনও খরচ।

_______________________________________________

❑ ভ্রমণ পরিকল্পনাঃ

ডে ০ : ২০ নভেম্বর (বৃহষ্পতিবার) ঢাকা থেকে বাসে করে রওয়ানা হবো শায়েস্তাগঞ্জের উদ্দেশ্যে।

ডে ১ : ২১ নভেম্বর (শুক্রবার) সকালে গিয়ে নামবো শায়েস্তাগঞ্জ ।সেখানে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে রওনা হব রেমাকালেংগায়। এরপর জংগলে নির্ধারিত স্থানে তাবু পিচ করা হবে। শুরু হবে জংগলের ট্রেইলে ঘুরাঘুরি।ভাগ্যভালো হলে- দেখতে পাবো নানান রকম বন্যপ্রাণী।
আর রাতের বেলা বারবিকিউ ত থাকছেই।

ডে-২। ২২ নভেম্বর (শনিবার) -সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে আমরা আবার জংগলে নতুন ট্রেইলে ঘুরাঘুরি শুরু করব। ভাগ্যভালো হলে- দেখতে পাবো নানান রকম বন্যপ্রাণী। অতঃপর ঘুরাঘুরি শেষে লাঞ্চ করে বিকাল ৩ টায় ঢাকার দিকে রওনা হব। ইনশাআল্লাহ রাত ৮/৯ টার মধ্যে আমরা ঢাকা এসে পৌছে যাব।

_________________________________________________

❑ কনফার্ম করার ডেডলাইন: আসন যতদিন খালি থাকে।সিট ফিলাপ হয়েগেলে বুকিং অফ করে দেয়া হবে।

❑ বুকিং সিরিয়াল অনুযায়ী বাসের সিট সিরিয়াল হবে।


_________________________________________________
________________________________________________

❑ বিশেষভাবে খেয়াল করুনঃ

১-যেকোন স্থানে ভ্রমণের জন্য প্রয়োজন একটি ভ্রমন পিপাসু মন।

২- ভ্রমনকালীন সময়ে কোন সমস্যা হলে তা আমরা নিজেরা নিজেরা আলোচনা করে সমাধান করব।

৩।- আমরা সকলেই শালীনতার মধ্য থেকে সর্বোচ্চ আনন্দ উপভোগ করব।

৪। -অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করব।

৫। ট্যুরে গিয়ে প্রকৃতির কোন রকম ক্ষতি আমরা করবনা। কোন অপচনশীল বর্জ্য যেমন প্লাস্টিক প্যাকেট, বোতল যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলব।

৬। কোন প্রকার মাদক দ্রব্য বহন বা সেবন করা যাবে না।


★শঙ্খচিল ট্রাভেলার্সের প্রত্যেকটা ট্রিপই হয় বন্ধুত্বপূর্ণ।হয় গল্প আড্ডা হাসিঠাট্টা।আশাকরি এবারও আমরা সেরকম একটা ট্যুর দিতে পারবো।যা স্মরণীয় হয়ে থাকবে আজীবন।


বিঃদ্রঃ- আবহাওয়া / প্রকৃতিগত/ এক্সিডেন্টাল সহ কোন কারনে প্লানের পরিবর্তন হলে নিজেদের নিরাপত্তার স্বার্থে তা মেনে নিতে হবে।

আশাকরি আপনি ইভেন্ট টি পড়েছেন এবং সবকিছু জেনেশুনে বুঝে আমাদের সাথে যাবেন.

যেকোন প্রয়োজনে যোগাযোগ করুনঃ০১৮৩২৬০৫২০২


হ্যাপি ট্রাভেলিং
Advertisement

Event Venue & Nearby Stays

Sayedabad Bus Terminal, Dhaka, Bangladesh

Icon
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.

Ask AI if this event suits you:

More Events in Dhaka

World Children's Day 2025 Celebration organized by SchooL of Ghashful x  Sohochor
Fri, 21 Nov at 12:00 am World Children's Day 2025 Celebration organized by SchooL of Ghashful x Sohochor

TSC, Dhaka university, Bangladesh.

Winter Welcome Camp Retreat
Fri, 21 Nov at 04:00 am Winter Welcome Camp Retreat

Meghdubi, Pubail, Gazipur

Chuti Bay Inspiring Bangladesh Half Marathon 2025 Powered by Sprint
Fri, 21 Nov at 05:00 am Chuti Bay Inspiring Bangladesh Half Marathon 2025 Powered by Sprint

Hatirjheel Amphitheatre - হাতিরঝিল এম্ফি থিয়েটার

Dhaka Dash 30K Boot Camp : Edition \u2013 5
Fri, 21 Nov at 06:00 am Dhaka Dash 30K Boot Camp : Edition – 5

TSC, University of Dhaka

Remembering Farhan: A Cricket Tribute by Debaters
Fri, 21 Nov at 07:00 am Remembering Farhan: A Cricket Tribute by Debaters

Bangladesh University of Textiles

Dhaka is Happening!

Never miss your favorite happenings again!

Explore Dhaka Events