রাজশাহী ট্রাভেলার্স এর সাথে ট্রেন যোগে সেন্টমারটিন কক্সবাজার ভ্রমণ

Tue, 07 Jan, 2025 at 11:00 am to Sun, 12 Jan, 2025 at 12:00 pm UTC+06:00

রাজশাহী বাস স্টেশন | Rajshahi

\u09b0\u09be\u099c\u09b6\u09be\u09b9\u09c0 \u099f\u09cd\u09b0\u09be\u09ad\u09c7\u09b2\u09be\u09b0\u09cd\u09b8-Rajshahi Travelers
Publisher/Hostরাজশাহী ট্রাভেলার্স-Rajshahi Travelers
\u09b0\u09be\u099c\u09b6\u09be\u09b9\u09c0 \u099f\u09cd\u09b0\u09be\u09ad\u09c7\u09b2\u09be\u09b0\u09cd\u09b8 \u098f\u09b0 \u09b8\u09be\u09a5\u09c7 \u099f\u09cd\u09b0\u09c7\u09a8 \u09af\u09cb\u0997\u09c7 \u09b8\u09c7\u09a8\u09cd\u099f\u09ae\u09be\u09b0\u099f\u09bf\u09a8 \u0995\u0995\u09cd\u09b8\u09ac\u09be\u099c\u09be\u09b0 \u09ad\u09cd\u09b0\u09ae\u09a3
Advertisement
রাজশাহী ট্রাভেলার্সের সাথে ট্রেনে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ভ্রমণ করুন (২ রাত ৩ দিন থাকা)
রাজশাহী থেকে সেন্টমার্টিন ভ্রমন
প্যাকেজ মূল্যঃ ৮৭০০ টাকা মাত্র জনপ্রতি।
কাপল প্যাকেজ: ২০২০০ টাকা মাত্র
কক্সবাজার +সেন্টমারটিন =১০,২০০
কাপল--২৪,৬০০
ভ্রমন তারিখঃ ৭ জানুয়ারি ২০২৫

শিপ ভাড়া কম বেশি হওয়ার কারনে ইভেন্ট ফি কিছু কম বেশি হতে পারে।
অনুগ্রহপূর্বক সব সময় যেকোন ইভেন্টে অংশগ্রহন করার পূর্বে ইভেন্টের সম্পূর্ন বিবরন ভালোভাবে পড়ে ইভেন্ট যোগদান করবেন।
ভ্রমন স্থানঃ সেন্টমার্টিন প্রবাল দ্বীপ।
প্যাকেজ বিস্তারিত:
১ম দিন - ৭ জানুয়ারি রাজশাহী হতে দুপুর ১ টার সময় বাসে নাটোর,এবং নাটোর হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু আর ঢাকা থেকে রাত ১০ টায় ট্রেনে কক্সবাজার রওনা হবো।
২য় দিন - ৮ জানুয়ারি সকাল সকাল ৭ টায় কক্সবাজার পৌছাবো। ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে সকাল ৯ টার শীপে করে সেন্টমার্টিন এর উদ্দেশ্যে রওনা হবো। দুপুরে পৌঁছে হোটেল চেক ইন করে দুপুরের খাবার। তারপর ইচ্ছে মতো সেন্টমার্টিন দ্বীপ ঘুরা সন্ধ্যা পর্যন্ত। রাতের খাবারে ফিশ বারবিকিউ পার্টি হবে।
৩ দিন - ৯ জানুয়ারি
৫.৩০ ঘুম থেকে উঠে সকালের নাস্তা করে করে সেন্টমার্টিন এর আশেপাশে ঘুরবো
যারা যারা ছেড়া দ্বীপ ঘুরতে যাবেন যেতে পারেন (নিজ খরচে)
সেদিন রাতে খাবারে ফিশ বারবিকিউ পার্টি হবে তবে কেউ অলটারনেটিভ খাবার নিতে পারেন।
৪ দিন - ১০ জানুয়ারি
সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে বীচে ঘুরাঘুরি ও কেনাকাটা করতে পারবেন।
দুপুরের খাবার খেয়ে ৩ টার শীপে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবো। কক্সবাজার পৌছে তারপর সরাসরি কক্সবাজার থেকে ট্রেনে ঢাকায় রওনা হবো। পরের দিন সকালে ঢাকা থেকে রাজশাহী ট্রেন/বাসে রাজশাহীর উদ্দেশ্য রওনা হবো ইনশাল্লাহ ১১ জানুয়ারি দুপুরে আমরা রাজশাহীতে উপস্থিত হবো ইনশাল্লাহ।
আর যারা কক্সবাজার থাকবেন তারা ১০ জানুয়ারি রাতে কক্সবাজার থাকবো ।
১১ তারিখ সাড়াদিন কক্সবাজার ঘুরাফেরা করে রাতের ট্রেনে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিবো ইন শা আল্লাহ।
১২ জানুয়ারি দুপুরে আমরা রাজশাহী পৌছাবো ইন শা আল্লাহ।
সেক্ষেত্রে প্যাকেজ মুল্য হবে ১০,২০০ টাকা।

প্যাকেজের সাথে অন্তর্ভুক্তঃ
• রাজশাহী-ঢাকা-কক্সবাজার -ঢাকা-রাজশাহী নন এসি ট্রেন
• কক্সবাজার -সেইন্টমার্টিন-কক্সবাজার জাহাজ টিকিট।
• ২ রাত সেন্টমার্টিনে হোটেলে শেয়ারে থাকা। (১ রুমে ৪ জন)
° কপালদের রুম আলাদা
• ৩ টি ব্রেকফাস্ট, ৩ টি লাঞ্চ ও ২ টি ডিনার।
(টোটাল ৮ বেলা মানসম্মত খাবার)
কক্সবাজার থাকলে ১১ বেলা খাবার।
বুকিং মানিঃ ৫০০০ টাকা জন প্রতি।
কাপল পলিসি: কাপল হলে অতিরিক্ত ৩০০০/- টাকা দিতে হবে।
কক্সবাজার থাকলে অতিরিক্ত ৪০০০ টাকা।
শিশু পলিসিঃ আলোচনা সাপেক্ষে।
সীটের বুকিং মানি অফেরতযোগ্য
তবে রিপলেসমেন্ট যদি কাউকে পাওয়া যায় তাহলে বুকিং ফেরত পাবেন।
যোগাযোগ-
ফাহিম --01788260326
** প্যাকেজের অন্তর্ভুক্ত নয়ঃ
- কোন ব্যক্তিগত খরচ
-সকল প্রকার এন্টি ফি।
- রাতে ভ্রমনের সময় যাত্রা বিরতির খাবার।
যা যা সাথে নেওয়া উচিতঃ
- জাতীয় পরিচয় পত্র
- যত কম জিনিস নিবেন তত ভালো। হালকা ব্যাগ আরামদায়ক ভ্রমণ।
- সানগ্লাস, হ্যাট, সানস্ক্রিন (ত্বক সচেতন হলে)।
-ক্যামেরা।
-সাগরে নামার জন্য শর্ট প্যান্ট (চাইলে নিতে পারেন)।
- চার্জের জন্য পাওয়ার ব্যাংক।
# যা যা মনে রাখা প্রয়োজন
-------------------------------
১. একটি ভ্রমন পিপাসু মন থাকতে হবে।
২. ভ্রমনকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
৩. ভ্রমন সুন্দমত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করবেন আশা রাখি।
৪. আমরা শালীনতার মধ্য থেকে সর্বোচ্চ আনন্দ উপভোগ করব।
৫. অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদল হতে পারে।
৬. স্থানীয় জনবসতির সাথে বন্ধুত্বপূণ আচরন করব এবং যথোপযুক্ত সস্মান প্রদর্শন করব।
৭. কোন ভাবেই গ্রুপ থেকে আলাদা হয়ে ঘুরা যাবেনা এবং এডমিন এর কথা মেনে চলতে হবে।
৮. নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কিছু কোনভাবেই করা যাবেনা ( এটা খুবই গুরুত্বপূর্ণ)।
৯. অতিরিক্ত দু:সাহসিকতা কোন ভাবেই দেখানো যাবেনা ।
১০. সমালোচনা বা মজা করতে গিয়ে কাউকে ব্যক্তিগত আক্রমন, অসম্মান বা কটুক্তি করা যাবেনা।
১১. ভ্রমনের সময় এডমিন কে না জানিয়ে দূরে যাওয়া যাবে না।
১২. যারা ভ্রমনে ছোট খাটো সমস্যাগুলো নিজের মনে করে মেনে নিতে হবে আর যদি না পারেন তাহলে দয়াকরে কোন গ্রুপ ভ্রমনে না যাওয়াই শ্রেয়।
আমরা সবাই প্রকৃতি মায়ের সন্তান; এর হেফাজতের দায়িত্ব আমাদের সবার।
বি:দ্র: অনাকাঙ্ক্ষিত কোন রকম দূর্ঘটনা ঘটলে কোন ভাবেই রাজশাহী ট্রাভেলার্স কতৃপক্ষ দায়ী থাকবে না(বিশেষ করে হরতাল জনিত কোনো কারন)
হ্যাপি ট্রাভেলিং🤘
Advertisement

Event Venue & Nearby Stays

রাজশাহী বাস স্টেশন, Rajshahi, Bangladesh

Sharing is Caring:

More Events in Rajshahi

I'm OK
Tue, 07 Jan, 2025 at 05:00 pm I'm OK

Rangpur

RUSDS Presents Inter Class Debate Championship 1.0
Wed, 08 Jan, 2025 at 09:00 am RUSDS Presents Inter Class Debate Championship 1.0

Rajshahi University School

 Rajshahi University Admission Test Schedule
Fri, 10 Jan, 2025 at 12:00 am Rajshahi University Admission Test Schedule

Rajshahi University Campus

English Olympiad Rajshahi Divisional Selection Round 2024
Fri, 10 Jan, 2025 at 08:00 am English Olympiad Rajshahi Divisional Selection Round 2024

Rajshahi Cantonment Public School & College

National Youth Leadership Summit-2025
Sat, 11 Jan, 2025 at 09:00 am National Youth Leadership Summit-2025

University of Rajshahi

\u09b6\u09c8\u09a4\u09cd\u09af\u09c7\u09be\u09ce\u09b8\u09ac \u0993 \u09aa\u09bf\u09a0\u09be\u09aa\u09c1\u09b2\u09bf\u09b0 \u09ae\u09c7\u09b2\u09be \u09e7\u09ea\u09e9\u09e7
Thu, 16 Jan, 2025 at 03:00 am শৈত্যোৎসব ও পিঠাপুলির মেলা ১৪৩১

University Of Rajshahi, Rajshahi, Rajshahi Division, Bangladesh

Rajshahi is Happening!

Never miss your favorite happenings again!

Explore Rajshahi Events