Advertisement
এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির প্রাথমিক জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৬ সালে পবিত্র রমজান শুরু হতে পারে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি।১৭ ফেব্রুয়ারি নতুন চাঁদ উদিত হলেও, সেদিন চাঁদ দেখা অসম্ভব হওয়ায় ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে চাঁদ দেখা কমিটির ঘোষণার ওপর।
আবুধাবিতে রমজানের শুরুতে রোজার সময় হবে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট, যা ধীরে ধীরে বাড়বে ১৩ ঘণ্টা ২৫ মিনিট পর্যন্ত।
🌡️ আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, শুরুতে তাপমাত্রা থাকবে ১৬°C থেকে ২৮°C এর মধ্যে, আর মাসের শেষে তা বেড়ে হতে পারে ১৯°C থেকে ৩২°C পর্যন্ত। এছাড়াও বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
মাত্র ১৩৯ দিন বাকি রমজান ২০২৬ শুরু হতে!
#রোজা২০২৬ #রমজান২০২৬ #Ramadan2026 #RamadanDate2026 #রোজারসময়সূচি২০২৬ #রোজারতারিখ২০২৬ #রোজারখবর #Ramadan
Advertisement
Event Venue & Nearby Stays
Khulna, Khulna Division, Bangladesh
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.




