Advertisement
আমরা না থাকলেও, কারও না কারও স্মৃতিতে ঠিকই রয়ে যাবো,
সময়ের স্রোত বয়ে যাবে আপন গতিতে,
তবুও কিছু মুহূর্ত আমাদের ছায়া হয়ে বাঁচবে।
হয়তো একটি হাসি, হয়তো একটি অশ্রু,
আমাদের স্পর্শ করে যাবে অদৃশ্য কোনো বীণার সুরে।
জীবন থেমে থাকবে না, নতুনেরা আসবে,
তারা নিয়ে আসবে নতুন গল্প, নতুন গান।
তবুও কোথাও না কোথাও,
একটি পুরনো আকাশের নিচে,
একটি মলিন বিকেলে কেউ হয়তো
আমাদের কথাই মনে করবে।
একটি পুরনো চিঠি, একটি পুরনো ছবি,
হয়তো কোনো অচেনা দিনের প্রান্তে
স্মৃতির গহীনে আমাদের রেখে যাবে।
আমাদের অস্তিত্ব হয়তো মুছে যাবে ধূলোর মতো,
তবুও রয়ে যাবে কিছু অসমাপ্ত কথা,
কিছু অনুভব, কিছু ভালোবাসা—
যা নতুন করে গড়ে নেবে আমাদের গল্প।
আমরা চলে যাবো, তবুও স্মৃতির পাতায়
থাকবো চিরকাল, অস্পষ্ট অথচ অমর।
------------------নামঃ "স্মৃতির ছায়ায়"
�আমিঃ Ayesha Siddika লিপি জামান
৯/১০/২০২৪
@highlight #follower #followme #everyone #Bangladesh #thankyou
Advertisement
Event Venue & Nearby Stays
জামালপুর সদর, Nearby railway station,Jamalpur Sadar Upazila, Mymensingh, Bangladesh