Advertisement
✨ আগামী ২০শে জানুয়ারি, রোজ মঙ্গলবার ২০২৬ ইংরেজী মেন্টরস্ মৌলভীবাজার আয়োজন করছে ২০ তম পিঠা উৎসব ও কনসার্ট।🔹 যে সকল শিক্ষার্থীরা ষ্টল নিতে আগ্রহী তারা আগামী ১৫ ই জানুয়ারির ভিতরে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। মেন্টরস এর নতুন - পুরাতন ষ্টুডেন্টরা ছাড়াও যে কোনো ষ্টুডেন্টরা (৩ জনের ১টি গ্রুপ করে) ষ্টল নিতে পারবেন।
📌 অংশগ্রহণের শর্তাবলী-
১) স্টল রেজিস্ট্রেশন ফি- ১৫০০ টাকা ।
২) নিজের হাতের তৈরী/বানানো পিঠা নিয়ে উৎসবে অংশগ্রহণ করতে হবে।
🔸 মোট স্টল সংখ্যা থাকবে ১০ টি । তাই স্টল ফুরিয়ে যাওয়ার আগেই আপনার স্টল নিশ্চিত করুন।
🎁 পিঠা উৎসব ও কনসার্টে থাকবে র্যাফেল ড্র - লটারির মাধ্যমে বিজয়ী পাবেন --
✔️ ১ম পুরস্কার- ১ টি আকর্ষণীয় টিভি।
✔️ ২য় পুরস্কার- ১ টি ব্লেন্ডার।
✔️ ৩য় পুরস্কার- ১ টি এয়ার পড সহ আরো অনেক অনেক পুরষ্কার ।
📌 র্যাফেল ড্র - সকল ছাত্রছাত্রীদের জন্য উন্মুক্ত।
⭐ অনুষ্ঠান টি সকল ষ্টুডেন্টদের জন্য নতুন উন্মুক্ত থাকবে।
✨মেন্টরসের নতুন ও পুরাতন সকল ছাত্র-ছাত্রীরা আমন্ত্রিত।
📌 যারা স্টল নিতে আগ্রহী তারা মেন্টরস মৌলভীবাজারে আজই যোগাযোগ করুন ।
📍 যোগাযোগের ঠিকানা - মেন্টরস মৌলভীবাজার, কোর্ট রোড, চৌমুহনা।
📞 ফোন- 01713-384392, 01755-500680
Advertisement
Event Venue & Nearby Stays
Court Road, Chowmuhona, on top of Sonali Bank, 3200 Maulvi Bazar, Bangladesh, Sylhet, Bangladesh
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.





