Advertisement
১৫ই আগস্ট, জাতীয় শোক দিবস : মৃত্যুঞ্জয়ী মুজিব তারিখ : ১৫ই আগস্ট, শুক্রবার
সময় : সন্ধ্যা ৭টা
স্থান : হোপ ইউনাইটেড চার্চ
২৫৫০, ডানফোর্থ এভিনিউ
বাঙালি জাতির স্বাধীন রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সারাজীবনের বিশ্বব্যাপী স্বীকৃত অবদানকে অস্বীকারই শুধু নয়, তাঁর বাড়ি, এমনকি কবর পর্যন্ত নিশ্চিহ্ন করে দিচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার। শুধু তাই নয়, ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধুলায় মিশিয়ে দিচ্ছে এই সরকার। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। বঙ্গবন্ধুর জন্মদিন, ঐতিহাসিক ৭ই মার্চ, তাঁকে সপরিবারে হত্যার জাতীয় শোক দিবস ইত্যাদি পালন বন্ধ করে দিয়েছে এই জালিম সরকার। আমরা এর তীব্র নিন্দা জানাই। ইউনুস সরকারের এই সিদ্ধান্তগুলো আমরা মানিনা। আমরা ঐতিহাসিক ৭ই মার্চ পালন করেছি, বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ই মার্চ পালন করেছি এবং নানান কানাঘুষো ও তীর্যক বাক্যবাণের সমালোচনার মধ্যেও আমাদের বিশ্বাস পূর্ণ শ্রদ্ধায় গত বছর বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীর ১৫ই আগস্টে জাতীয় শোক দিবস পালন করেছি।
এবারের জাতীয় শোক দিবস আরো বেশী তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত। বত্রিশ নাম্বার পুড়িয়ে দেওয়ার পরে গুঁড়িয়ে দিয়েছে। বঙ্গবন্ধুর সকল ভাস্কর্য ধূলিসাৎ করেছে। এমনকি তাঁর জন্মভূমি গোপালগঞ্জের মাটিতে গিয়ে তাঁকে ও তাঁর আদর্শকে নিপাত করার নগ্ন হুমকি দিয়েছে। এবং বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের তুমুল প্রতিবাদে তাদের এই প্রচেষ্টাকে প্রতিহত করা হয়েছে। এমতাবস্থায়, এবারের ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস খুবই তাৎপর্যপূর্ণ।
ঢাকায় বিমান দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত নিষ্পাপ শিশুদের জন্য আমরা সবাই মর্মাহত। ১৫ই আগস্ট আমাদের অনুষ্ঠানে অকালে ঝরে পড়া এই দেব শিশুদের আত্মার শান্তির জন্য ও সন্তানহারা শোকগ্রস্ত পরিবারের জন্য সমবেত ভাবে প্রার্থনা করবো।
এই আয়োজনে সবাইকে আমন্ত্রণ বিনীত জানাই।
Advertisement
Event Venue & Nearby Stays
Danforth Toronto, Toronto, Ontario, Canada