Advertisement
শীত এলেই কেন জানি মনটা একটু নরম হয়ে আসে। হঠাৎ করে মনে পড়ে যায় পুরোনো মানুষগুলো, একসাথে বসে কাটানো দিন, আর মায়ের হাতে বানানো পিঠার গন্ধ। ঠিক সেই অনুভবটুকুই ফিরিয়ে আনতেই— মিরার আঙিনায় পুনর্মিলনী ও পিঠা উৎসব।এই আঙিনায় কেউ অতিথি নয়, সবাই আপন। পিঠার ধোঁয়া আর স্বাদের সাথে মিশে থাকবে গল্প, জড়িয়ে থাকবে স্মৃতি। অনেকদিন পর দেখা হওয়া মানুষের চোখে চোখ রেখে বলা যাবে— “ভালো আছো তো?”
পিঠার ফাঁকে ফাঁকে থাকবে হাসি, আড্ডা, আর একসাথে বসে থাকার শান্ত সুখ। মিরার দেশি পোশাক আর শীতের আয়োজন থাকবে ঠিকই, কিন্তু তার চেয়েও বেশি থাকবে মন ভরানোর সুযোগ।
এটা কোনো ইভেন্ট না, এটা একটা ফিরে পাওয়া সময়। যেখানে শীতটা আরেকটু উষ্ণ লাগে, আর মানুষগুলো আরেকটু কাছের হয়।
মিরার আঙিনায় পুনর্মিলনী ও পিঠা উৎসব— এই শীতে, আসুন একটু আপন হয়ে বসি।
Advertisement
Event Venue & Nearby Stays
House no. 167/A, 3rd Floor, Green Road, 1205 Dhaka, Bangladesh, আল ফরিদ সুপার মার্কেট, Green Road, ঢাকা, বাংলাদেশ, Dhaka, Bangladesh
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.











