মারদি হিমাল বেইজ ক্যাম্পে বেঙ্গল ট্রেকার্স (১২)

Fri, 26 Dec, 2025 at 10:00 am to Thu, 01 Jan, 2026 at 09:45 pm UTC+05:45

Mardi himal trek | Pokhara

Mohammad Arafat Hossain Akanda
Publisher/HostMohammad Arafat Hossain Akanda
\u09ae\u09be\u09b0\u09a6\u09bf \u09b9\u09bf\u09ae\u09be\u09b2 \u09ac\u09c7\u0987\u099c \u0995\u09cd\u09af\u09be\u09ae\u09cd\u09aa\u09c7 \u09ac\u09c7\u0999\u09cd\u0997\u09b2 \u099f\u09cd\u09b0\u09c7\u0995\u09be\u09b0\u09cd\u09b8 (\u09e7\u09e8)
Advertisement
সবাইকে ১০০% নিশ্চিত হয়ে ইভেন্টে Going দিতে অনুরোধ করছি। ইভেন্টের সমস্ত আপডেট পেতে Interested দিয়ে রাখলেই যথেষ্ট।
.
আমাদের গ্রুপের সকল ইভেন্ট আপডেট পেতে জয়েন করুন নিচের লিংকে।
https://www.facebook.com/groups/bengaltrekkers/
.
পেইজ লিংক:
https://www.facebook.com/bengaltrekkers19/
.
বেঙ্গল ট্রেকার্স এর এবারের আয়োজন হিমালয় কন্যা নেপালে, আমরা ঘুরে দেখবো কাঠমুন্ডু, পোখরা, মাচাপুচেরে এবং মারদি হিমাল বেইজ ক্যাম্প।
.
ভ্রমণকালঃ
যাত্রাঃ ২৫ ডিসেম্বর, ২০২৫ ঢাকা থেকে কাঠমুন্ডু।
ফেরাঃ ৩১ ডিসেম্বর, ২০২৫ কাঠমুন্ডু থেকে ঢাকা।
.
💰 ইভেন্ট ফিঃ জনপ্রতি ৩০০ ইউএস ডলার (কাঠমুন্ডু টু কাঠমুন্ডু)
🧳 কনফার্ম করার পদ্ধতি:
ট্যুর কনফার্মেশন করার জন্য আপনাকে 💰 বুকিং_মানি ১০,০০০ টাকা জমা দিয়ে ট্যুর কনফার্ম করতে হবে (অফেরতযোগ্য), এক্ষেত্রে বিকাশ/ব্যাংক / দেখা করে সরাসরি অফিসে এসে জমা দিতে পারবেন।
.
ব্যাংকে পাঠাতে পারেনঃ-
BANK DETAILS:
.
Mutual Trust Bank PLC
Account Name: Bengal Trekkers
Account Number: 1301000435614
Branch: Sunamganj (Syedpur SME Branch)
Routing Number: 145901198 (Under Syedpur SME/Agri Branch)
.
Midland Bank PLC
Account Name: Bengal Trekkers
Account Number: 00261050004386
Branch: Mirpur (Dhaka North)
.
💸Bkash/Nagad
01788-499283 (personal)
01711-897283 (Merchant)
**Bkash cash out charge applicable for both number**
.
Office Address:
763 Shorgo Lane, West Shewrapara, Mars Palace, Flat-502, Mirpur, Dhaka-1216.
-------------------------------------------------------
ইভেন্ট_ডিটেইলঃ
-্দিন ০১- সকাল ৭টায় এয়ারপোর্টে রিপোর্টিং,সকাল ১০টায় টেইক অফ করে আনুমানিক ১২টায় কাঠমান্ডু পৌঁছে থামেলে প্রয়োজনীয় শপিং শেষ করে রিজার্ভ জিপ/বাস নিয়ে পোখারা গিয়ে রাত্রি যাপন।
-দিন ০২- সকালে ব্রেকফাস্ট করে টুরিজম বোর্ড থেকে পারমিশন নিয়ে , জিপ নিয়ে কাড়ে চলে আসবো সেখান থেকে ৪ ঘণ্টা আপহিল ট্রেকিং করে চলে আসবো পিতম দেউরালি এবং এখানে রাত্রি যাপন।
-দিন ০৩- খুব ভোরে ট্রেকিং শুরু করে আমরা চলে আসবো লোয়ার/ফরেস্ট ক্যাম্প এবং সেখানে রাত্রি যাপন।
-দিন ০৪- পরের দিন লোয়ার/ফরেস্ট ক্যাম্প থেকে আমরা চলে আসবো হাই ক্যাম্প এবং এখানে রাত্রি যাপন।
-দিন ০৫- খুব ভোরে আমরা ট্রেকিং করে চলে আসবো মারদি ভিউ পয়েন্ট। কিছু সময় আমরা উপভোগ করে হাই ক্যাম্প হয়ে আমরা লো ক্যাম্প চলে আসবো এবং রাতে থাকবো।
- দিন ০৬- নাস্তা সেরে আমরা আমরা সরাসরি চলে আসবো পোখারা। রাতের বাসে আপনারা কাঠমান্ডু চলে আসতে পারবেন এবং ট্রিপের পরিসমাপ্তি।
-দিন ০৭- ফ্লাইটে ঢাকা ব্যাক।
**আপনার ইচ্ছে করলে একদিন বেশি পোখারা থেকে বিভিন্ন অ্যাক্টিভিটি করতে পারবেন (প্যারাগ্লাইডিং, বাঞ্জি জাম্পিং, রাফ্টিং ইত্যাদি)।
-------------------------------------------------------
** যা যা থাকছে এর মধ্যেঃ
১। পিক আপ (টিমের সাথে গেলে)।
২। প্রতিদিন ৩ বেলা মূল খাবার (ট্রেক চলাকালিন সময় ভেজ খাবার)
৩।গাইড ফি
৪। কাঠমান্ডু ও পোখরায় স্টান্ডার্ড মানের হোটেলে ১ রুমে ২ থেকে ৪ জন শেয়ারিং একোমোডেশন,ট্রেকের সময় টি হাউজ ও কটেজে থাকার ব্যাবস্থা
৫। রুট পারমিট
৬। কাঠমান্ডু - পোখারা - কাঠমান্ডু ফুল ট্রান্সপোর্ট।
৭। ওয়াইফাই সাপোর্ট (যদি থাকে)
৮। ফোন চারজিং
.
** যা থাকছেনাঃ
১। প্লেন ফেয়ার
২। এয়ারপোর্ট ড্রপ
৩। হেলথ ইনস্যুরেন্স (যদি লাগে)
৪। পার্ক বিনোদন এবং রাইডের টিকেট
৫। কোন প্রকার রেস্কিউ খরচ
৬। পোর্টার খরচ
৭। উপরে উল্লেখিত নয় এমন কোন খরচ
.
::: ইমার্জেন্সি ও এক্সিডেন্টাল টার্ম :::
*******************************
আবহাওয়া, প্রাকৃতিক বা এক্সিডেন্টাল কারনে যদি আমাদের আইটিনারির কোন পরিবর্তন ঘটে, সেক্ষেত্রে টিম লিডার সবার সাথে আলোচনা করেই পরবর্তী করনীয় ঠিক করবেন । ট্রেক আইটিনারি পরিবর্তন বা দুর্যোগকালীন পরিস্থিতিতে যদি আলাদা খরচ যুক্ত হয় তবে সবাইকে উক্ত খরচ সমানভাবে বহন করতে হবে।
**কারো পোর্টার দরকার হলে ব্যবস্থা করা যাবে**
.
.
ট্যুর সংক্রান্ত যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুনঃ
আরাফাতঃ- ০১৭৮৮৪৯৯২৮৩
সাগরঃ- ০১৮৪২৭৭৬৮৩৮
.
.
#neverstopexploring
#bengaltrekkers
Advertisement

Event Venue & Nearby Stays

Mardi himal trek, Kozmo, Pokhara, Nepal

Icon
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.

Ask AI if this event suits you:

More Events in Pokhara

14th joint General Conference.
Sun, 28 Dec at 01:45 pm 14th joint General Conference.

Zekabari

New Year's Eve Party at Ranimal View Camp
Thu, 01 Jan at 12:00 am New Year's Eve Party at Ranimal View Camp

Ranimahal View Camp

happy new year
Thu, 01 Jan at 12:00 am happy new year

Siddhartha Chowk(Opposite to UFO), Pokhara, Nepal 33700

Annapurna
Thu, 01 Jan at 01:45 pm Annapurna

मालेपाटन; पोखरा -५

Winter Mardi Himal Base Camp Trek- 33.0 \ud83c\udfd4\ufe0f\ud83d\udca5
Fri, 02 Jan at 08:45 am Winter Mardi Himal Base Camp Trek- 33.0 🏔️💥

Pokhara, Nepal

16th Annual General Meeting and Gathering
Sat, 03 Jan at 02:00 am 16th Annual General Meeting and Gathering

City Square Banquet & Restaurant

\u0938\u094d\u0925\u093e\u0907 \u092a\u0930\u093f\u0935\u093e\u0930 \u0928\u093f\u092f\u094b\u091c\u0928 \u0936\u093f\u0935\u093f\u0930
Fri, 16 Jan at 09:00 am स्थाइ परिवार नियोजन शिविर

Sainamaina, Murgiya Rupandehi

Pokhara is Happening!

Never miss your favorite happenings again!

Explore Pokhara Events