Advertisement
সুহৃদগণ,গেল বছর বর্ষবরণোপলক্ষে প্রত্যাশা প্রথমবারের মত ফিনল্যান্ডে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে। সেই ধারাবাহিকতায় এবারও ১৩ এপ্রিল সকাল ১০ঃ৩০-এ আমাদের শোভাযাত্রা শুরু হবে হেলসিঙ্কি সেনাতিনতরি থেকে। আর হ্যা, "মঙ্গল শোভাযাত্রা" নামেই আয়োজিত হবে।
বিস্তারিতঃ
- আমরা সকাল ১০ টা থেকে সেনাতিনতরি অর্থাৎ বড় গির্জার সামনে থাকবো।
- ১০ঃ৩০ আমাদের যাত্রা শুরু হবে এসপ্লানেডির দিকে।
- যাত্রাকাল ৩০ থেকে ৪০ মিনিট।
- নির্ধারিত স্থানে আমাদের না পেলে, ফোনে যোগাযোগ করে আমাদের অবস্থান জেনে নেবেন। (0505201460, 0405554091, 0417514645)
- ব্যানার এবং মুখোশ আমাদের কাছে থাকবে, আপনাদের কিছু সঙ্গে করে নিয়ে আসতে হবে না।
- কারো কোনো প্রশ্ন থাকলে, নির্দ্বিধায় ইনবক্সে যোগাযোগ করুন।
- ১৯ তারিখের বর্ষবরণ উৎসবে তো আসছেনই, আমাদের এই প্রচেষ্টার সঙ্গেও আপনারা সঙ্গী হোন।
Advertisement
Event Venue & Nearby Stays
Senaatintori, FI-00170 Helsinki, Suomi, Helsinki Downtown Rikoskävelyt, Aleksanterinkatu, FI-00170 Helsinki, Suomi,Helsinki, Finland