ভরা পূর্নিমায় সোনাদিয়া দ্বীপে ক্যাম্পিং করে ম্যারিন ড্রাইভে GDM (7)

Thu Nov 14 2024 at 10:00 pm to Sun Nov 17 2024 at 06:00 am UTC+06:00

Cox's Bazar-কক্সবাজার | Dhaka

\u09ad\u09b0\u09be \u09aa\u09c2\u09b0\u09cd\u09a8\u09bf\u09ae\u09be\u09df \u09b8\u09cb\u09a8\u09be\u09a6\u09bf\u09df\u09be \u09a6\u09cd\u09ac\u09c0\u09aa\u09c7 \u0995\u09cd\u09af\u09be\u09ae\u09cd\u09aa\u09bf\u0982 \u0995\u09b0\u09c7 \u09ae\u09cd\u09af\u09be\u09b0\u09bf\u09a8 \u09a1\u09cd\u09b0\u09be\u0987\u09ad\u09c7 GDM (7)
Advertisement
"এই ইভেন্টটি Group De Madventurers (GDM) এর একটি অফিসিয়াল ইভেন্ট। সবাইকে ১০০% নিশ্চিত হয়ে ইভেন্টে Going দিতে অনুরোধ করছি। ইভেন্টের সমস্ত আপডেট পেতে Interested দিয়ে রাখলেই যথেষ্ট।"
যারা নিশ্চিত ভাবে যাচ্ছেন, তারা এই ইভেন্ট নিজস্ব টাইমলাইনে শেয়ার করবেন, যেন আপনার নিজের পরিচিতরাও জানার এবং যাবার সুযোগ পায়।
আমাদের গ্রুপ লিঙ্কঃ https://www.facebook.com/groups/GroupDeMadventurers/
আমাদের পেজ লিঙ্কঃ https://www.facebook.com/GroupDeMadventurers/

***এটা একটা প্রাথমিক প্ল্যান। বিস্তারিত যারা যাবেন তাদের জানানো হবে।
ঢাকা থেকে রওয়ানা হবো ১৪ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার রাতের বাসে। ১৫ নভেম্বর ২০২৪ শুক্রবার রাতে ক্যাম্পিং করবো। ১৬ অক্টোবর শনিবার রাতের বাসে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা। ১৭ নভেম্বর রবিবার সকালে ঢাকায় থাকবো ইন শা আল্লাহ।

সোনাদিয়া দ্বীপ কক্সবাজার জেলার অন্তর্ভুক্ত একটা এরিয়া। এই দ্বীপে প্রায় ১৫০০-২ হাজার লোকের বসবাস। আয়তনে মোটামুটি এটা প্রায় ১৫ কিলোমিটারের মতো একটা জায়গা। চারদিক থেকে পানি দ্বারা আবদ্ধ এই এরিয়ার এক পাশ ঘেঁষে বিশাল ম্যানগ্রোভ বনাঞ্চল রয়েছে, যা কিনা দেখতে অত্যন্ত চমৎকার। আর বাকী ৩ পাশ দিয়েই
যতদুর চোখ যায় বিশাল সাগর। এই দ্বীপে দিনের যে কোন সময়েই লাল কাকড়াদের বিশাল বহরের দেখা পাওয়া যায়, যা কিনা বর্তমানে দেশের আর অন্যান্য আর কোন সাগর পারে কিংবা দ্বীপে এরকম দেখা যায় না।

***** ইভেন্ট ফি: ৭০০০ টাকা। (সাত হাজার টাকা টাকা)

⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆
কনফার্ম করার পদ্ধতিঃ
এই ট্যুরে আপনার আসনটি নিশ্চিত করার জন্য আপনাকে নিম্নোক্ত নম্বরগুলোর মধ্যে যেকোনো একটিতে ৪,০৮০ টাকা (বিকাশ) অথবা ৪,০৪০ টাকা (নগদ) [***অফেরতযোগ্য***] Send Money করতে হবে। টাকা পাঠানোর পরে ফোন করে অথবা ইভেন্টে পোস্ট করে কনফার্ম করবেন। আমরা অগ্রীমের সিরিয়াল অনুযায়ী বাসের সিট বন্টন করে থাকি, তাই সামনের দিকে সিট চাইলে আগে কনফার্ম করতে হবে। যারা ঢাকায় আছেন তাঁরা ইচ্ছে করলে দেখা করেও এডভান্স করতে পারেন।

যে সকল বিষয় গুলা মেনে নিয়ে এই ট্যুরের জন্য আপনাকে কনফার্ম করতে হবে ঃ
১ ওয়াশরুমের ব্যবস্থা নরমাল, পাহাড়ের তুলনায় কিছুটা ভালো। সুতরাং এই ব্যাপারে যাদের প্রত্যাশা অনেক হাই, তাদের জন্য এই ট্যুর না।
২ খাওয়া দাওয়ার ব্যবস্থা আলহামদুলিল্লাহ ভালো। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো সেরাটা দেওয়ার জন্য।
৩ কক্সবাজার থেকে সোনাদিয়াতে আসা-যাওয়ার ক্ষেত্রে ট্রলার কিংবা স্পীড বোটের ব্যবহার করবো আমরা।
৪) সোনাদিয়া দ্বীপে শুক্রবার রাত ক্যাম্পিং করে শনিবার সকালে আমরা কক্সবাজার চলে আসবো। এবং কক্সবাজার থেকে চান্দের গাড়ী অথবা জীপ কিংবা অটোতে করে আমরা ম্যারিন ড্রাইভে যাবো।
৫) ম্যারিন ড্রাইভ থেকে ফেরার পথ রাস্তায় যেখানে ভালো লাগবে এরকম কোন একটা রেস্টুরেন্টে গিয়ে আমরা রাতের খাওয়া দাওয়া শেষ করে নিবো।
অগ্রিম প্রদানের নম্বর সমূহঃ
বিকাশ নম্বর সমূহঃ
শরীফ - 01674948668
লালন - 01711312726
আরিফ : 01912191847
সোহাগ: 01670152610
পলাশ : 01757831318
✤✤ রকেট নম্বরঃ
শরীফ - 01674948668(6)
আরিফ - 01912191847(9)
সোহাগ - 01670152610(9)
✤✤ নগদ নম্বরঃ
শরীফ - 01674948668
আরিফ - 01912191847
লালন - 01711312726
♣♣ ব্যাংকের হিসাব নম্বরঃ
1)
Mohammad Samsul Arefin
A/C- 1151570014570
Dutch Bangla Bank Ltd
Mirpur-01 Branch
2)
Mohammad Arif-Uz-Zaman
A/C-02934011309
Bank Asia Ltd, Mirpur Branch

⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆
কনফার্ম করার শেষ সময় :
৩ জানুয়ারী ২০২৩

⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆
আসন সংখ্যাঃ ২৪ জন।
⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆
যে কোন প্রয়োজনে যোগাযোগ করুনঃ
লালন (01711312726)
শরীফ (01674 948668)
পলাশ (01673898407)
আরিফ (01912191847)
হোস্ট কাউছার পলাশ।
Advertisement

Event Venue & Nearby Stays

Cox's Bazar-কক্সবাজার, Laboni Point,Dhaka, Bangladesh

Sharing is Caring:

More Events in Dhaka

Area71 Ventures LTD presents  E-VOLVE
Thu Nov 14 2024 at 05:00 pm Area71 Ventures LTD presents E-VOLVE

Independent University, Bangladesh (IUB), 1229 Dhaka, Bangladesh

Building Expo Stall at Bashundhara convention hall
Thu Nov 14 2024 at 05:00 pm Building Expo Stall at Bashundhara convention hall

Novoratri -4 Bashundhara Convention Hall

Umrah
Thu Nov 14 2024 at 06:00 pm Umrah

Road: 20 , House: 3, Gulshan - 1, Dhaka, Dhaka Division, Bangladesh

Sensational Salsa \ud83d\udc83 @ Spaghetti Jazz
Thu Nov 14 2024 at 07:00 pm Sensational Salsa 💃 @ Spaghetti Jazz

Spaghetti Jazz

\u0995\u09c1\u09a4\u09c1\u09ac\u09a6\u09bf\u09af\u09bc\u09be \u09a6\u09cd\u09ac\u09bf\u09aa\u09c7 \u099f\u09cd\u09af\u09c1\u09b0 \u0997\u09cd\u09b0\u09c1\u09aa \u09ac\u09bf\u09a1\u09bf (\u09e7\u09ea \u09a8\u09ad\u09c7\u09ae\u09cd\u09ac\u09b0)
Thu Nov 14 2024 at 09:30 pm কুতুবদিয়া দ্বিপে ট্যুর গ্রুপ বিডি (১৪ নভেম্বর)

20/5 West Panthapath (3rd Floor), Colonel Rashid Square, Panthapath, 1205 Dhaka, Bangladesh

PHIFT'24 - Inter-School Football Tournament
Fri Nov 15 2024 at 12:00 am PHIFT'24 - Inter-School Football Tournament

Singer Dighi, Maona, 1740 Gazipur, Bangladesh

Inspiring Bangladesh Family Run 2024 Powered by SPRINT
Fri Nov 15 2024 at 04:30 am Inspiring Bangladesh Family Run 2024 Powered by SPRINT

Hatirjheel Amphitheatre - হাতিরঝিল এম্ফি থিয়েটার

GIC Presents 2nd Intra Innovative Carnival 2024
Fri Nov 15 2024 at 07:00 am GIC Presents 2nd Intra Innovative Carnival 2024

St. Gregory's High School & College, 82, Municipal Office Street, Luxmibazar, 1100 Dhaka, Bangladesh

BOOT CAMP: JOLSHIRI RUNBANGLA HALF MARATHON 2024
Fri Nov 15 2024 at 07:00 am BOOT CAMP: JOLSHIRI RUNBANGLA HALF MARATHON 2024

Botanical Garden জাতীয় উদ্ভিদ উদ্যান Mirpur Dhaka

Lens & Canvas 1.0
Fri Nov 15 2024 at 08:00 am Lens & Canvas 1.0

Jamuna Future Park, Bashundhara, Dhaka.

Dhaka is Happening!

Never miss your favorite happenings again!

Explore Dhaka Events