Advertisement
শুভ নববর্ষ ১৪৩২!সম্প্রীতি মেলবোর্ন এবং হৃদয়ে একাত্তর-এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা!
বাংলা নববর্ষ উপলক্ষে আরও প্রানবন্ত আয়োজন করতে আমাদের সবার প্রাণপ্রিয় বৈশাখী মেলা!
বাংলা নববর্ষ সম্রাট আকবরের সময় থেকে পালন করা হয়। ঐ সময়ে বাংলা কৃষি বর্ষ বৈশাখ মাস থেকে শুরু হত এবং এই মাসটি কৃষক, ব্যবসায়ী এবং অন্যান্য পেশাজীবীদের জন্য গুরুত্বপূর্ণ ছিল।
এই উপলক্ষে মেলা ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হবে। পরবর্তী সপ্তাহে বৈশাখ উপলক্ষে মেলার আয়োজন করা হবে, যা 'বৈশাখী মেলা' নামে পরিচিত হবে। এই মেলাটি মেলবোর্নের বাঙালিদের একটি বিশেষ যোগসূত্র তৈরি করবে।
সম্প্রীতি মেলবোর্নের বাঙালি সম্প্রদায় প্রতিবছরই বাংলা নববর্ষকে বরণ করতে বৈশাখী মেলার আয়োজন করে। আগত নতুন বছরের তিন তারিখ বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হবে।
মেলবোর্নের সুপরিচিত শিল্পীরা তাদের সঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশনা করবেন। মেলা প্রাঙ্গণ জুড়ে লোকজ রকমারি খাবার ও প্রসাধনী পাওয়া যাবে।
আপনার সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে!
স্থান: Australian Indian Community Centre, 16-18 Kingsley Close, Rowville VIC 3178.
Advertisement
Event Venue & Nearby Stays
16 KIngsley Close, Rowville, VIC 3178, Nunawading, Australia