Advertisement
আমরা বাংলাদেশের সকল ধর্ম জাতি লিঙ্গ শ্রেণী বয়স আর পেশা তথা নানা বৈচিত্র্যের মানুষেরা মিলেই ভয়ংকর অত্যাচারী দুর্নীতিবাজ লুটেরা হাসিনা সরকারের পতন ঘটিয়েছি। আমরা চাই আগের অবস্থার পরিবর্তন করে বৈষম্যহীন নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে। মানুষ জীবন দেবে অথচ কতিপয় গোষ্ঠী লুট করবে আর খবরদারী করবে এই অবস্থা আর চলতে দেয়া যাবে না। কিন্তু রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পরেও দেখছি আগের মতো শ্রমিক মার খাচ্ছে, দখল চাঁদাবাজী জুলুম হচ্ছে; ধর্ম, জাতি, লিঙ্গীয় বা পেশাগত-সাংস্কৃতিক পরিচয়ের নামে বিভাজন তৈরি করার চেষ্টা চলছে। এদের পরাস্ত করে দেশের সকল বৈচিত্র্যের নিপীড়িত মানুষেরা এক হয়ে বলতে চাই আমরাই আসল বাংলাদেশ! এই সমাবেশে আপনারা সবাই যোগ দিন। দিকে দিকে আওয়াজ তুলুন: বৈষম্য, নিপীড়ন ও আধিপত্যমুক্ত সর্বজনের বাংলাদেশ চাই।বাংলাদেশের সকল শ্রেণীগত, ধর্মীয়, লিঙ্গীয়, জাতিগত, পেশাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যের মানুষের সমাবেশ
বৈচিত্র্যের ঐক্য
২৩ নভেম্বর ২০২৪, শনিবার বিকাল ৩টা, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা
Advertisement
Event Venue & Nearby Stays
Central Shahid Minar কেন্দ্রীয় শহীদ মিনার, Shahid Minar, সেক্রেটারীট রোড, ঢাকা, বাংলাদেশ,Dhaka, Bangladesh